মিক্সড সবজি রেসিপি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20220829_155034_369.jpg

শরীর সুস্থ রাখতে সবজির ভূমিকা অনস্বীকার্য। ওজন কমাতে ও বিভিন্ন রোগব্যাধি থেকে বাঁচতে প্রতিদিনের খাবারে সবজি রাখা উচিত । একেক সবজি একেকরকম পুষ্টিগুণ সম্পন্ন।একটি সবজির সাথে অন্যটির পুষ্টিগুনের মিল নেই। এ কারণে বিভিন্ন ধরনের সবজি একসঙ্গে রান্না করলে সব ধরনের পুষ্টি পাওয়া যায়।
আজ আমি আলু, কচু মুখি, কাকরোল ও পটল দিয়ে একটি সবজি রান্না করার রেসিপি আপনাদের দেখিয়ে দেবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ

image.png

PhotoEditor_2022829234933331.jpg

আলু, পটল, কচমুখী ও কাঁকরোল দিয়ে এই রান্নাটি করেছি। তাই এই চারটি সবজি ছিলো মূল উপকরণ।
এছাড়াও এই রান্নাটি করতে ব্যবহার করেছি পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, সয়াবিন তেল, লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনিয়া গুড়ো।

প্রস্তুত প্রণালী

image.png

IMG_20220829_142035_932.jpgIMG_20220829_141855_993.jpg
IMG_20220829_141551_252.jpgIMG_20220829_141410_369.jpg

আলু, পটল, কচমুখী ও কাঁকড়োল গুলোকে ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটি পরিষ্কার পাত্রে উঠিয়ে নিয়েছি।

image.png

IMG_20220829_143037_643.jpgIMG_20220829_143032_013.jpg
IMG_20220829_142614_436.jpgIMG_20220829_142609_017.jpg

পেঁয়াজগুলো কে কুচি করে কেটে নিয়েছি, মরিচগুলোর মাঝখানে কেটে নিয়েছি, রসুনের কোয়া গুলো একটু থেঁতলে নিয়েছি এবং সামান্য একটু আদা বেটে নিয়েছি।

image.png

IMG_20220829_143119_344.jpgIMG_20220829_143247_668.jpg

এবার চুলায় একটি করায় বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি।

image.png

IMG_20220829_143320_863.jpgIMG_20220829_143339_124.jpg

এরপর থেতলে রাখা রসুনের কোয়া গুলো এবং ফালি করে রাখা মরিচগুলো কড়াইয়ে দিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ।

image.png

IMG_20220829_143556_366.jpgIMG_20220829_143612_615.jpg

IMG_20220829_143629_718.jpg

এবার একে একে এক চামচ করে ধনিয়া গুড়ো, জিরা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়েছি এবং সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি।

image.png

IMG_20220829_143655_989.jpg

তারপর কেটে দেখা সবজিগুলো করাইয়ে দিয়ে সব উপকরণের সাথে নেড়েচেড়ে মাখিয়ে নিয়েছি।

image.png

IMG_20220829_143722_866.jpgIMG_20220829_143744_680.jpg

বেটে রাখা আদা টুকু এবং স্বাদমতো লবণ সবজিতে দিয়ে ভালোভাবে সবজি সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ চুলায় রেখে হালকা আছে নাড়াচাড়া করেছি অনবরত।

image.png

IMG_20220829_143919_545.jpgIMG_20220829_144016_335.jpg

এবার পরিমাণ মতো পানি সবজির সাথে যোগ করেছি এবং কড়াইটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবং সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়েছি।

image.png

IMG_20220829_154949_287.jpg

image.png

কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটি তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ বিদায় নিচ্ছি এখানেই। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন একটি পোস্টে। সে অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ।

চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
Sort:  
 2 years ago 

সবজি আমার অনেক বেশি পছন্দ তবে মিক্সড সবজি করলে তখন পুষ্টির পরিমাণ আরো বৃদ্ধি পায়। ধন্যবাদ আপনাকে খুব চমৎকারভাবে একটি মিক্সড সবজির রেসিপি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 2 years ago 
বাহ্ বেশ মজাদার লাগছে আপনার মিক্স সবজি রেসিপিটি।সবজি শরীরের জন্য খুবই দরকারী।একজন মানুষের জন্য প্রতিদিন কম বেশি সবজি খাওয়া খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর একটি মিক্স সবজি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

মিক্সড সবজি রেসিপি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

পরটা বা রুটির সাথে বেশ লাগবে।আর বেশ স্বাস্থ্যকর খাবার।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও আপু আপনার মিক্সড সবজি রেসিপি দারুণ হয়েছে। আসলে এভাবে কখনো খাওয়া হয়নি। দেখে খাবার ইচ্ছে জাগল।এগুলো পরোটা বা রুটির সাথে বেশ জমে জাবে।ধন্যবাদ এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

সবজি খাওয়া দাওয়া আমাদের সকলের জন্য খুবই দরকারি। রুটি অথবা পরোটার সাথে এরকম সবজি হলে আর কোন কথাই নেই। এ রকমের সবজি খেতে আমার খুবই ভালো লাগে।আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

এরকম মিক্স সবজি রেসিপি খেতে আমার কাছে অনেক ভালো লাগে কয়েক রকমের সবজি একসেপ্ট করে রান্না করলে এগুলো পরোটা বারোটি দিয়ে খেতে ভিষণ মজা লাগে। আপনার রেসিপিটি একেবারে রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে খুবই মজা হয়েছে নিশ্চয়ই।

 2 years ago 

মিক্স সবজির রেসিপি আমার খুবই ফেভারিট মাঝে মাঝেই খাওয়া হয়।। এই ধরনের খাবার বিশেষ করে তন্দুর রুটি দিয়ে খেতে সব থেকে বেশি মজা হয়ে থাকে

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 94692.02
ETH 3236.92
USDT 1.00
SBD 3.29