DIY- এসো নিজে করি ||| রঙ্গিন কাগজ ব্যবহার করে ফুলের তোড়া তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো/আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20220118_211423_144.jpg

আজ একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের রঙিন কাগজ ব্যবহার করে একটি ফুলের তোড়া তৈরী করে দেখাবো। আশা করি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

IMG_20220118_193638_281.jpg

১. রঙিন কাগজ (কালো আর হলুদ)
২. কাচি
৩. আঠা
৪. গোল করে কেটে নেয়া কার্টুন
৫. পেন্সিল
৬. কিছু কাগজ এর টুকরা।

প্রস্তুত প্রনালী

IMG_20220118_193737_299.jpg

প্রথমে কালো কাগজ টি গোল করে মুড়িয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG_20220118_194040_699.jpg

IMG_20220118_193815_637.jpg

তারপর কিছু কাগজ এর টুকরা গোল করে মুড়িয়ে নেয়ে কাগজ টির ভেতরে স্থাপন করেছি।

IMG_20220118_195734_976.jpg

তারপর গোল করে কেটে নেয়া কার্টুন টির ওপর হলুদ কাগজ কার্টুনটির মাপে কেটে নিয়ে কার্টুনটির ওপর বসিয়েছি আঠার সাহায্যে । তারপর কার্টুন এর টুকরো টি মোড়ানো কালো কাগজ এর ওপর বসিয়ে দিয়েছি।

IMG_20220118_201330_027.jpg

এবার ফুল বানানোর পালা। ফুল বানানোর জন্য হলুদ কাগজ গোল করে কেটে নিয়েছি। এখানে পাচ টুকরো গোল কাগজ লাগবে।

IMG_20220118_201442_923.jpg

গোল কাগজ টি তিন ভাজ করে নিয়েছি

IMG_20220118_202504_820.jpg

ভাজ করা কাগজ এর উপর এর দিক গোল করে কেটে নিয়েছি। আমি পেন্সিল দিয়ে প্রথমে গোল করে দাগ দিয়ে নিয়েছি তারপর কেটেছি

IMG_20220118_202722_937.jpg

এবার কাগজ গুলোর ভাজ খুলে দিয়েছি।

IMG_20220118_203025_864.jpg

এবার ফুলগুলো কেটে নিতে হবে। পাচটি ফুলের মধ্যে একটি শুধুমাত্র মাঝখানে কেটে ফাক করে নিবো, বাকী চারটি ফুল থেকে ক্রমান্বয়ে একটি, দুইটি তিনটি ও চারটি ভাজ করা অংশ কেটে ফেলেছি চিত্রের ন্যায়।

IMG_20220118_204125_309.jpg

তারপর প্রত্যেকটি টুকরার দুইদিক আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।

IMG_20220118_204625_545.jpg

তারপর ফুলগুলোর পাপড়ি পেছনের দিকে গোল করে ভাজ করে নিয়েছি।

IMG_20220118_204959_531.jpg

তারপর ফুলগুলো একটির ওপর আরেকটি আঠার সাহায্যে বসিয়ে দিয়েছি। সব থেকে নিচে বড় ফুলটি ক্রমান্বয়ে সব ওপরে ছোট ফুলটি বসিয়েছি। এভাবেই তোড়ার ফুল তৈরী হয়ে গেলো।

IMG_20220118_205255_345.jpg

তারপর হলুদ ফুলটি কালো কাগজ এর কার্টুন এর টুকরার ওপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

1642523916183.png

তারপর একটি লম্বা হলুদ কাগজ চার ভাজ করেছি। তারপর উপরের অংশ গোল করে কেটেছি। তারপর কাগজ টির ভাজ খুলে দিয়েছি। ভাজ খোলার পর কাগজ এর দুই দিক মাঝখানে এনে আঠারো সাহায্যে লাগিয়ে নিয়েছি।

IMG_20220118_210538_197.jpg

এখন একটি লম্বা হলুদ কাগজ চিত্রের ন্যায় ভাজ করে নিয়েছি।

IMG_20220118_210653_184.jpg

তারপর আগের বানানো ফুল টি লম্বা ভাজ করা কাগজ এর ওপর আঠার সাহায্যে লাগিয়ে একটি রিবন বানিয়েছি

B612_20220118_212648_492.jpg

তারপর এই রিবনটি কালো অংশের ওপর আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি। এভাবেই তৈরী হয়ে গেলো রঙিন কাগজ এর ফুলের তোড়া।

আশা করছি আমার বানানো ফুলের তোড়াটি আপনাদের ভালো লেগেছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ।

শ্রমশিল্পী ও চিত্রকরঃ @sadiahaque
ডিভাইসঃ Tecno spark 5 pro

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার ফুলের তোড়া টি দারুণ চমৎকার হয়েছে। আমার কাছেতো খুবই ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি ফুলের তোড়া টি ধাপে ধাপে তৈরি করেছেন। প্রতিটি ধাপ চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন ।যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের তোড়া আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

➡️ ফুলের তোড়া দেখে মনে হচ্ছে সত্যি কারের ফুলের তোড়া। রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে এটি তৈরি করেছে। এটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। অসম্ভব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য। ধাপে ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।
 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো আপনার জন্য।

ওয়াও অসাধারণ হয়েছে আপনার ফুলের তোড়া টি বানানোর। দেখে খুবই ভালো লাগলো এবং সাজিয়ে রাখলে খুবই ভালো দেখা যাবে ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসাধারন কারুকাজ। আপনার তৈরি করা ফুলের তোড়াটি অনেক সুন্দর হয়েছে। অনেক রঙ্গিন লাগতেছে। অনেক ধন্যবাদ আপু এমন একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো আপনার জন্য।

রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া অসম্ভব সুন্দর দেখাচ্ছে। কালার কমিউনিকেশন টা আমার খুবই ভালো লেগেছে। এখানে ফুল তৈরি করা খুবই কষ্টসাধ্য একটি বিষয় তারপরেও আপনি খুবই সুন্দর ভাবে সে ফুলটি তৈরি করেছেন। ফুলের তোড়া তৈরি নিয়ম টা বেশ সুন্দর ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইলো আপনার প্রতি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো আপনার জন্য।

ফুলের তোড়াটি অনেক সুন্দর হয়েছে আপু। অত্যন্ত চমৎকারভাবে আপনি তৈরি করেছেন রঙিন কাগজের ফুলের তোড়াটি। ফুলগুলো হলুদ রঙের ব্যবহারের কারণে কালো ব্যাকগ্রাউন্ড এর সাথে এটি খুবই আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66785.43
ETH 3494.10
USDT 1.00
SBD 2.83