DIY-এসো নিজে করি||রঙিন কাগজ দিয়ে একটি ঝুড়ি তৈরী || 10% Beneficiary To @shy-fox 🦊
আসসালামু আলাইকুম বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আমি চলে এসেছি রঙিন কাগজ দিয়ে একটি ফল বা সবজি রাখার ঝুড়ি বানানোর প্রক্রিয়া নিয়ে। এই ঝুড়ি বানানো খুবই সহজ আর দেখতেও অনেক আকর্ষনীয়। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দেই রঙিন কাগজ এর ঝুড়ি বানানোর প্রক্রিয়া।
প্রয়োজনীয় উপকরণ
১. রঙিন কাগজ
২. কাচি
৩. আঠা
৪. পুথি
প্রস্তুত প্রাণালী
একটি কাগজ কে চারপাশ এ সমানভাবে কেটে নিয়েছি।
কাগজ টিকে সমান ভাবে দুপাশ থেকে মাঝখান পর্যন্ত ভাজ করে নিয়েছি তারপর আবার ভাজ খুলে নিয়েছি।
এবার অপর দিকেও পূর্বের ন্যায় কাগজ টি ভাজ করে আবার ভাজ খুলে দিয়েছি।
কাগজ টির চারপাশে চিত্রের মত করে কাচি দিয়ে কেটে নিয়েছি।
মাঝখানের কাগজ টি দু পাশ থেকে মাঝখানে ভাজ করে এনেছি।
তারপর কেটে রাখা কাগজ গুলো মাঝখানের কাগজ টির ওপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি চিত্রের মত করে।
এভাবে চারদিক এর কাগজই মাঝখানে আঠা দিয়ে সংযুক্ত করেছি।
তারপর ঝুড়ির হাতল বানানোর জন্য চিকন ও লম্বা করে একটি কাগজ কেটে নিয়েছি এবং কাগজটি কে আঠা দিয়ে দুই পাশ এ সংযুক্ত করে দিয়েছি।
রঙিন কাগজ দিয়ে চারটি ফুল বানিয়েছি।
একটি ফুল এর ওপর আরেকটি ফুল আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি তারপর ফুলগুলোর ওপর আঠা দিয়ে পুথি বসিয়ে দিয়েছি।
ফুলগুলো আঠা দিয়ে ঝুড়ির দুই পাশ এ সংযুক্ত করেছি। আর এর মাধ্যমেই ঝুড়ি বানানোর প্রক্রিয়া সম্পন্ন হলো।
কেমন হয়েছে আমার বানানো কাগজ এর ঝুড়িটি ত আপনার মন্তব্য করে জানাবেন। আজ শেষ করছি এখানেই, আবার চলে আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
প্রস্তুতকারক | @sadiahaque |
---|---|
চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইস | Tecno spark 5 pro |
লোকেশন | কুড়িগ্রাম |
আপনি রঙিন কাগজ দিয়ে চমংকার ভাবে ঝুড়ি তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আর বানানো ঝুড়িটি দেখে আপনি খুব চমৎকার মন্তব্য করেছে। এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।
রঙিন কাগজ কেটে এবং রঙিন কাগজের ভাজে সুন্দর একটি কালারফুল ঝুড়ি তৈরি করেছেন। ঝুড়ি তৈরীর মাধ্যমে আপনার দক্ষতা যেন নতুন করে ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপু।
আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। এই ঝুড়িটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে আমি অনুপ্রাণিত হই।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ঝুড়ি তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো । সত্যি আপনার ঝুড়ি তৈরির ধাপগুলো খুবই দুর্দান্ত হয়েছে। এত অসাধারণ পোস্ট দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আপনার কমেন্ট দেখে আমি সত্যিই অনেক অনুপ্রেরণা পেলাম। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ঝুড়িটি সত্যিই অসাধারণ হয়েছে ।আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এ ধরনের রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে বেশ ভালো লাগে ।যদিও তৈরি করতে একটু সময় লাগে তারপরেও যখন কমপ্লিট হয়ে যায় তখন বেশ ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ঝুড়ি শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন আপ। সময় নিয়ে একই জিনিস তৈরি করার পর যখন দেখি অনেক সুন্দর হয়েছে তখন মনে অনেক শান্তি অনুভূত হয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।
কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
রঙিন কাগজ দিয়ে বানানো ঝুড়িটির এতো সুন্দর প্রশংসা পেয়ে আমি অনেক আনন্দিত।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে অনুপ্রাণিত করার জন্য।
রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি যথেষ্ট সুন্দর হয়েছে। বিশেষ করে রঙিন কাগজের ঝুড়ি এর মধ্যে কয়েকটি টমেটোর টুকরা রেখে দিয়েছেন যেটা সৌন্দর্য বৃদ্ধি করেছে। অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
টমেটো গুলো রাখার সময় ও বুঝতে পারিনি এতোটা সুন্দর দেখাবে। আসলেই টমেটো গুলো এই ঝুড়ির সৌন্দর্য বৃদ্ধি করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ঝুড়ি তৈরি করেছে। সত্যিই আপনার ঝুড়ি তৈরি করার উপস্থাপন দেখতে খুবই ভালো লাগলো। আমিও শিখতে পারলাম।
সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করে আমার পাশে থেকে আমার উৎসাহ বাড়ানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন আপনি।
আপু আপনার টমেটো রাখার আর জায়গার অভাব হবেনা হা হা হা। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে ঝুড়ি বানিয়েছেন আপনি। আপনার ঝুড়ি দেখতে খুব সুন্দর হয়েছে। টমেটো রাখাতে খুব সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আসলেই আপু, জায়গা না পেলে এরকম ঝুড়ি বানিয়েই যাবো 😛
আপনি খুব চমৎকার মন্তব্য করেছেন। এভাবেই সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকবেন।
আপু রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন । ঝুড়িটি দেখতে খুব চমৎকার লাগছে। তাছাড়া টমেটো দিয়ে সাজিয়ে রাখার কারণে ঝুড়িটি আরও বেশি আকর্ষণীয় লাগছে। খুব ভালো লেগেছে আমার কাছে আপনার ঝুড়িটি।
কিভাবে সাজিয়ে ছবি তুললে ভালো লাগবে সেটা ভাবতে ভাবতেই মাথায় আইডিয়া এলো টমেটো দিয়ে একটু সাজিয়ে দেখি। আলহামদুলিল্লাহ ভাল লেগেছে আপনার। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঝুড়ি প্রস্তুত করেছেন খুব ভালো লেগেছে আমার কাছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া।
আপনার জন্য শুভ কামনা রইলো।