DIY-এসো নিজে করি||রঙিন কাগজ দিয়ে একটি ঝুড়ি তৈরী || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20220430_225848_298.jpg

আজ আমি চলে এসেছি রঙিন কাগজ দিয়ে একটি ফল বা সবজি রাখার ঝুড়ি বানানোর প্রক্রিয়া নিয়ে। এই ঝুড়ি বানানো খুবই সহজ আর দেখতেও অনেক আকর্ষনীয়। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দেই রঙিন কাগজ এর ঝুড়ি বানানোর প্রক্রিয়া।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220430_214229_355.jpg

১. রঙিন কাগজ
২. কাচি
৩. আঠা
৪. পুথি

image.png

প্রস্তুত প্রাণালী

image.png

IMG_20220430_214421_478.jpg

একটি কাগজ কে চারপাশ এ সমানভাবে কেটে নিয়েছি।

image.png

IMG_20220430_214553_645.jpgIMG_20220430_214624_909.jpg

কাগজ টিকে সমান ভাবে দুপাশ থেকে মাঝখান পর্যন্ত ভাজ করে নিয়েছি তারপর আবার ভাজ খুলে নিয়েছি।

image.png

IMG_20220430_214734_295.jpgIMG_20220430_214805_776.jpg

এবার অপর দিকেও পূর্বের ন্যায় কাগজ টি ভাজ করে আবার ভাজ খুলে দিয়েছি।

image.png

IMG_20220430_215251_673.jpgIMG_20220430_215225_326.jpg

কাগজ টির চারপাশে চিত্রের মত করে কাচি দিয়ে কেটে নিয়েছি।

image.png

IMG_20220430_215407_432.jpg

মাঝখানের কাগজ টি দু পাশ থেকে মাঝখানে ভাজ করে এনেছি।

image.png

IMG_20220430_215843_034.jpg

তারপর কেটে রাখা কাগজ গুলো মাঝখানের কাগজ টির ওপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি চিত্রের মত করে।

image.png

IMG_20220430_220437_881.jpg

এভাবে চারদিক এর কাগজই মাঝখানে আঠা দিয়ে সংযুক্ত করেছি।

image.png

IMG_20220430_220537_648.jpgIMG_20220430_220650_395.jpg

তারপর ঝুড়ির হাতল বানানোর জন্য চিকন ও লম্বা করে একটি কাগজ কেটে নিয়েছি এবং কাগজটি কে আঠা দিয়ে দুই পাশ এ সংযুক্ত করে দিয়েছি।

image.png

IMG_20220430_221258_099.jpg

রঙিন কাগজ দিয়ে চারটি ফুল বানিয়েছি।

image.png

IMG_20220430_221550_500.jpgIMG_20220430_221652_392.jpg

একটি ফুল এর ওপর আরেকটি ফুল আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি তারপর ফুলগুলোর ওপর আঠা দিয়ে পুথি বসিয়ে দিয়েছি।

image.png

IMG_20220430_221812_856.jpg

ফুলগুলো আঠা দিয়ে ঝুড়ির দুই পাশ এ সংযুক্ত করেছি। আর এর মাধ্যমেই ঝুড়ি বানানোর প্রক্রিয়া সম্পন্ন হলো।

image.png

IMG_20220430_221913_428.jpgIMG_20220430_221828_456.jpg

কেমন হয়েছে আমার বানানো কাগজ এর ঝুড়িটি ত আপনার মন্তব্য করে জানাবেন। আজ শেষ করছি এখানেই, আবার চলে আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।

প্রস্তুতকারক@sadiahaque
চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
লোকেশনকুড়িগ্রাম
Sort:  
 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে চমংকার ভাবে ঝুড়ি তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আর বানানো ঝুড়িটি দেখে আপনি খুব চমৎকার মন্তব্য করেছে। এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।

 3 years ago 

রঙিন কাগজ কেটে এবং রঙিন কাগজের ভাজে সুন্দর একটি কালারফুল ঝুড়ি তৈরি করেছেন। ঝুড়ি তৈরীর মাধ্যমে আপনার দক্ষতা যেন নতুন করে ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। এই ঝুড়িটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে আমি অনুপ্রাণিত হই।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ঝুড়ি তৈরি করেছেন ‌দেখে খুব ভালো লাগলো । সত্যি আপনার ঝুড়ি তৈরির ধাপগুলো খুবই দুর্দান্ত হয়েছে। এত অসাধারণ পোস্ট দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কমেন্ট দেখে আমি সত্যিই অনেক অনুপ্রেরণা পেলাম। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ঝুড়িটি সত্যিই অসাধারণ হয়েছে ।আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এ ধরনের রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে বেশ ভালো লাগে ।যদিও তৈরি করতে একটু সময় লাগে তারপরেও যখন কমপ্লিট হয়ে যায় তখন বেশ ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ঝুড়ি শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপ। সময় নিয়ে একই জিনিস তৈরি করার পর যখন দেখি অনেক সুন্দর হয়েছে তখন মনে অনেক শান্তি অনুভূত হয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বানানো ঝুড়িটির এতো সুন্দর প্রশংসা পেয়ে আমি অনেক আনন্দিত।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে অনুপ্রাণিত করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি যথেষ্ট সুন্দর হয়েছে। বিশেষ করে রঙিন কাগজের ঝুড়ি এর মধ্যে কয়েকটি টমেটোর টুকরা রেখে দিয়েছেন যেটা সৌন্দর্য বৃদ্ধি করেছে। অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

টমেটো গুলো রাখার সময় ও বুঝতে পারিনি এতোটা সুন্দর দেখাবে। আসলেই টমেটো গুলো এই ঝুড়ির সৌন্দর্য বৃদ্ধি করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ঝুড়ি তৈরি করেছে। সত্যিই আপনার ঝুড়ি তৈরি করার উপস্থাপন দেখতে খুবই ভালো লাগলো। আমিও শিখতে পারলাম।

 3 years ago 

সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করে আমার পাশে থেকে আমার উৎসাহ বাড়ানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন আপনি।

 3 years ago 

আপু আপনার টমেটো রাখার আর জায়গার অভাব হবেনা হা হা হা। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে ঝুড়ি বানিয়েছেন আপনি। আপনার ঝুড়ি দেখতে খুব সুন্দর হয়েছে। টমেটো রাখাতে খুব সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আসলেই আপু, জায়গা না পেলে এরকম ঝুড়ি বানিয়েই যাবো 😛
আপনি খুব চমৎকার মন্তব্য করেছেন। এভাবেই সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকবেন।

 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন । ঝুড়িটি দেখতে খুব চমৎকার লাগছে। তাছাড়া টমেটো দিয়ে সাজিয়ে রাখার কারণে ঝুড়িটি আরও বেশি আকর্ষণীয় লাগছে। খুব ভালো লেগেছে আমার কাছে আপনার ঝুড়িটি।

 3 years ago 

কিভাবে সাজিয়ে ছবি তুললে ভালো লাগবে সেটা ভাবতে ভাবতেই মাথায় আইডিয়া এলো টমেটো দিয়ে একটু সাজিয়ে দেখি। আলহামদুলিল্লাহ ভাল লেগেছে আপনার। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঝুড়ি প্রস্তুত করেছেন খুব ভালো লেগেছে আমার কাছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।
আপনার জন্য শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90913.25
ETH 3176.54
USDT 1.00
SBD 2.97