DIY- এসো নিজে করি |||অরিগামি ওয়ালেট || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

গত কয়েকদিন খুব ব্যাস্ত ছিলাম একটি প্রোগ্রাম থাকার কারনে।আলহামদুলিল্লাহ প্রোগ্রাম টি সফল ভাবে শেষ করতে পেরেছি। প্রোগ্রাম শেষ এ এতোটাই ক্লান্ত ছিলাম একদিন পুরোই বিশ্রাম নিয়েছি। বিশ্রাম শেষে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আজ একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20220218_212822_791.jpg

আজ আপনাদের রঙিন কাগজ দিয়ে একটি কিউট ওয়ালেট বানিয়ে দেখাবো। আশা করছি ভালো লাগবে আপনাদের। তাহলে শুরু করে দেয়া যাক ওয়ালেট তৈরীর প্রক্রিয়া।

প্রয়োজনীয় উপকরণ

IMG_20220218_203057_447.jpg

১.রঙিন কাগজ
২.আঠা
৩.কাচি
৪.কলম
৫.স্কেল

image.png

প্রস্তুত প্রণালী

IMG_20220218_203205_746.jpg

ওয়ালেট বানানোর জন্য A4 সাইজ এর একটি রঙিন কাগজ নিয়েছি।

IMG_20220218_220329_525.jpg

A4 সাইজ এর কাগজ টি মাঝখানে ভাজ করে নিয়েছি।

IMG_20220218_203435_335.jpg

তারপর মাঝখানের ভাজটি খুলেছি। ভাজ খোলার পর কাগজ এর দুই অংশ আবার সমান দুভাজ করেছি।

IMG_20220218_203521_022.jpgIMG_20220218_203552_165.jpg

তারপর আবার একদিক এর ভাজ খুলে দিয়েছি। এরপর ভাজ খোলা অংশটি সমান ভাবে ভাজ করে নিয়েছি।

IMG_20220218_203628_290.jpgIMG_20220218_203812_898.jpg

এরপর কাগজ টি উল্টো করেছি এবং চিত্রের মত করে দুপাশ ভাজ করেছি।

IMG_20220218_204223_974.jpg

ভাজ করা অংশ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG_20220218_204333_338.jpgIMG_20220218_204755_790.jpg

এরপর মাঝখানে কাগজ টি আবার ভাজ করে নিয়েছি।

IMG_20220218_204836_397.jpg

ভাজ করার পর এরকম পকেট পেয়েছি।

IMG_20220218_204927_752.jpg

তারপর আবার মাঝখানে ভাজ করেছি কাগজটি।

IMG_20220218_205110_641.jpgIMG_20220218_205437_061.jpg

ভাজ করার পর স্কেল ও কলম এর সাহায্যে তিন দিকে চিত্রের মত করে দাগ দিয়ে নিয়েছি।

IMG_20220218_210018_732.jpgIMG_20220218_210248_220.jpg

তারপর কালো কাগজ গোল করে কেটে নিয়েছি এবং চিত্রের মত করে ওয়ালেট টির ওপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG_20220218_211336_914.jpgIMG_20220218_210457_007.jpg

তারপর সাদা কাগজ ও একটি রঙিন কাগজ চিত্রের মত করে কেটে নিয়েছি।

IMG_20220218_211530_917.jpg

কেটে নেয়া কাগজ গুলো চিত্রের মত করে আঠা দিয়ে লাগিয়ে একটি কার্টুন এর চোখ ও ঠোট বানিয়েছি।

IMG_20220218_211631_991.jpg

রঙিন কাগজ দিয়ে বানানো কার্টুন এর ঠোট টির চারপাশ কালো কালির কলম দিয়ে বর্ডার দিয়েছি।

IMG_20220218_211836_042.jpgIMG_20220218_211918_455.jpg

তারপর রঙিন কাগজ ছোট গোল করে কেটে নিয়েছি এবং ওয়ালেট এর ওপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG_20220218_212157_262.jpgIMG_20220218_212309_897.jpgIMG_20220218_212642_469.jpg

হলুদ কাগজ কেটেছি চারকোনা করে। তারপর কাগজটি চার ভাজ করেছি। প্রত্যেক টি ভাজ আঠা দিয়ে সংযুক্ত করেছি। তারপর কাগজ এর দুই পাশ গোল করে কেটে নিয়েছি। একইরকম ভাবে দুটি কাগজ কেটেছি একটি কাগজ এর শুধু একপাশ গোল করে কেটেছি।

IMG_20220218_212424_421.jpgIMG_20220218_212457_501.jpg

যে কাগজ টির দুই দিকেই গোল করে কেটেছিলাম সেই কাগজ টির দুই পাশে আঠা লাগিয়ে ওয়ালেট টির একপাশে চিত্রের মত করে লাগিয়ে দিয়েছি।

IMG_20220218_212738_438.jpg

আর একটি হলুদ কাগজ পেছন দিক আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG_20220218_212802_18.jpg

কাগজ টি সামনের দিকে ভাজ করে নিয়েছি। সামনের দিকের অংশ টি ওয়ালেট বন্ধ ও খোলার চাবি।

B612_20220218_213147_226.jpg

এভাবেই রঙিন কাগজ ব্যবহার করে একটি ওয়ালেট বানিয়েছি।
image.png
ওয়ালেটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য। আজ শেষ করছি এখানেই। আবার হাজির হবো অন্য কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভ কামনা রইলো সকলের জন্য।

Sort:  
 2 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালেট তৈরি করেছেন। ওয়ালেটটি দেখতে খুবই কিউট হয়েছে। আপনার ছোট ভাই থাকলে তাকে এটি দিয়ে দেবেন খুবই খুশি হবে। আপনার ওয়ালেট বানানো দেখে আমি আমার ছেলেকে একটা বানিয়ে দিবো। খুব খুশি হবে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এত কিউট একটি ওয়ালেত তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ছোট ভাই অলরেডি এটা নিয়ে নিয়েছে আপু 😛।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।

 2 years ago 
অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপু। দেখতে অনেক সুন্দর লাগতাছে। এবং কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর ছিল তাই হয়তো বিষয়টি আরও বেশি ফুটে উঠেছে। এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল,,,
 2 years ago 

এটা ওয়ালমেট নয় ভাইয়া। ওয়ালেট এটা।
ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 55948.41
ETH 2523.83
USDT 1.00
SBD 2.31