DIY- এসো নিজে করি ||| রঙ্গিন কাগজ ব্যবহার করে কলমদানি তৈরি ||| 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

B612_20220207_220754_285.jpg

আমাদের নিত্যদিনের একটি প্রয়োজনীয় জিনিস হলো কলমদানি। ছাএজীবনে কলমদানী অনেক গুরুত্বপূর্ণ। আর এটা যদি নিজেই তৈরি করা যায় তার থেকে ভালো কিছু আর হয় না।
আজ আপনাদের একটি কলমদানি তৈরী করে দেখাবো কাগজ দিয়ে।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220207_205125_718.jpg

১. রঙিন কাগজ
২. কাচি
৩. আঠা
৪. টিস্যুপেপার এর রোল
৫. কাটুন

image.png

প্রস্তুত প্রনালী

IMG_20220207_205608_584.jpg

প্রথমে কাটুন গোল করে কেটে নিয়েছি টিস্যু পেপার এর রোল এর মাপ এ। তারপর সেই মাপেই একটি সাদা কাগজ কেটে নিয়েছি।

IMG_20220207_205804_767.jpg

তারপর সাদা কাগজ টি গোল করে কেটে নেয়া কাটুন এর ওপর আঠা দিয়ে লাগিয়েছি।

IMG_20220207_210738_914.jpg

তারপর টিস্যু পেপার এর রোলটি সাদা কাগজ দিয়ে পেচিয়ে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG_20220207_210903_342.jpg

তারপর টিস্যু পেপার এর রোলটি গোল করে কেটে নেয়া কাটুন এর ওপর আঠা দিয়ে লাগিয়েছি।

IMG_20220207_212720_981.jpg

এর পরে চিত্রের মত করে কিছু কাগজ কেটে নিয়েছি।

IMG_20220207_213316_657.jpg

তারপর কেটে নেয়া কাগজ গুলো কলমদানি বানানোর জন্য নেয়া টিস্যু পেপার রোল এর ওপর আঠা দিয়ে লাগিয়েছি চিত্রের মত করে।

IMG_20220207_213911_178.jpgIMG_20220207_214130_923.jpg

এরপর চিত্রের মত করে রঙিন কাগজ কেটে নিয়েছি। তারপর কাগজ গুলোর পাশ দিয়ে মার্কার কলম দিয়ে কালো দাগ দিয়ে নিয়েছি।

IMG_20220207_214336_853.jpg

তারপর গোল করে কাটা কাগজ টি লম্বা কাগজ এর মাঝখানে আঠা দিয়ে লাগিয়েছি। এরপর কালো কালির কলম দিয়ে গোল কাগজ টির দুই পাশে দাগ দিয়ে নিয়েছি চিত্রের মত করে।

IMG_20220207_220321_114.jpg

তারপর রঙিন কাগজটি রোল এর ওপর চিত্রের মত করে আঠা দিয়ে লাগিয়েছি।

B612_20220207_220613_773.jpg

খুব সহযেই একটি কলমদানি তৈরী হয়ে গেলো।
image.png

রঙিন কাগজ দিয়ে বানানো কলমদানিটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। ভালো থাকবেন সবাই। শুভ কামনা রইলো।

শ্রমশিল্পী ও আলোকচিত্ৰকর@sadiahaque
ডিভাইসTecno
মডেলspark 5 pro
লোকেশনরংপুর
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি কলমদানি তৈরি করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের কলমদানি টি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে step-by-step শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে কলমদানি তৈরি করেছেন। আইডিয়াটা আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ খুবই সুন্দর হয়েছে কলমদানিটি। দেখতে ভারি কিঊট লাগছে। আমার তো দেখেই নিতে ইচ্ছে করছে। তোমার উপস্থাপনাও অনেক সুন্দর হয়েছে। সব মিলিয়ে দারুণ ছিলো। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ তোমাকে।
কলমদানি টি রেখে দিলাম তোমার জন্য।

 2 years ago 

বাহ! খুব সুন্দর তো রঙিন কাগজ দিয়ে সুন্দর কলমদানি তৈরি করে ফেললেন, দেখতে খুব ভালো লাগছে। আইডিয়াটা ভালো ছিল অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। কলমদানি টি অনেক সুন্দর হয়েছে। কলমদানি তৈরি করার প্রতিটি ধাপ আপনি সুন্দর করে আমাদের মাঝে বর্ণনা করেছেন এবং দেখিয়েছেন। এত সুন্দর একটি কলমদানি তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করেছেন । আপনার কলমদানি দেখতে বেশ সুন্দর লাগছে। আপনি অত্যান্ত দক্ষতায় সহকারে কলমদানি তৈরি কাজ সম্পন্ন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া
আপনার জন্য ও শুভ কামনা রইলো।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি কলমদানী তৈরি করেছেন। আপনার কলমদানীটি আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি কলমদানী আমাদের উপহার দেওয়ার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ এবং টিস্যু পেপার রোল ব্যবহার করে আপু আপনি খুবই সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। দেখতে অনেক কিউট লাগছে। তাছাড়া কলমদানি তৈরির প্রতিটি ধাপ খুব পরিষ্কার এবং সুন্দর করে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।
আপনার জন্য ও শুভ কামনা রইলো।

 2 years ago 

দারুন একটা আইডিয়া। অনেক সুন্দর ছিল আপনার কলমদানি টি। তবে বেশি ভালো লেগেছে কলমদানি এর উপর কাগজে অঙ্কন টি।শুভ3চ্ছ রইলো আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি কাগজ দিয়ে অসাধারণ একটি কলমদানি তৈরি। কলমদানি আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়। আপনি খুব সুন্দর ভাবে ধাপে-ধাপে মাঝে মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69033.32
ETH 3748.46
USDT 1.00
SBD 3.67