লেভেল ৪ হতে আমার অর্জন - By @sadiahaque || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো/আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

B612_20220202_234856_623.jpg

@abb-school এ লেভেল ফোর এর ক্লাশ করে আমি ইতোমধ্যেই ক্লাশ এ মৌখিক পরীক্ষা দিয়েছি। এখন লিখিত পরীক্ষা দেয়ার জন্য আমি আজকের এই পোস্ট করছি।

লেভেল ফোর এ আমাদের যে বিষয় গুলোর ওপর ক্লাশ নেয়া হয়েছে সেগুলো হলঃ -
১. p2p এর মাধ্যমে Steem/Sbd/Trx Transfer.
২. Internal Market এ SBD থেকে Steem এ Convert করা। ও
৩. External Market এ Steem এবং TRX কে USDT তে রুপান্তর করা।

এসকল বিষয় এর ওপর প্রফেসরগন লিখিত পরীক্ষা দেয়ার জন্য একটি প্রশ্নপত্র তৈরি করেছেন। প্রশ্ন গুলোর উত্তর নিম্নে।

★p2p কি?

p2p হচ্ছে পারসন টু পারসন ট্রান্সফার। এক ব্যাক্তির ওয়ালেট থেকে অন্য ব্যাক্তির ওয়ালেট এ স্টিম, এস. বি. ডি. কিংবা টি.আর. এক্স. ট্রান্সফার করাই হলো p2p।

★P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Screenshot_20220202-193519.png

p2p এর মাধ্যমে আমার Steemit একাউন্ট হতে @level4test একাউন্ট এ এস.বি.ডি সেন্ড করার জন্য প্রথমে আমার এক্টিভ কী দিয়ে ওয়ালেট এ লগইন করতে হবে।

Screenshot_20220202-193655.png

তারপর STEEM DOLLER লেখার পাশে ডাউন এ্যরো তে ক্লিক করতে হবে। এরপর সেখানে ট্রান্সফার এ ক্লিক করতে হবে।

Screenshot_20220202-193757.png

তারপর To, Amount ও Memo এর ঘর পূরন করে নেক্সট এ ক্লিক করতে হবে।

Screenshot_20220202-193808.png

এবার OK তে ক্লিক করলেই SBD সেন্ড হয়ে যাবে।

★P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Screenshot_20220202-195744.png

Steem সেন্ড করার জন্য প্রথমেই পূর্বের ন্যায় আমার স্টিমিট ওয়ালেট এ এক্টিভ কী দিয়ে লগইন করে নিয়েছি। তারপর STEEM এর পাশের ডাউন এ্যরো তে ক্লিক করে ট্রান্সফার এ ক্লিক করেছি।

Screenshot_20220202-195813.png

তারপর To, Amount ও Memo পুরন করে নেক্সট এ ক্লিক করতে হবে।

Screenshot_20220202-195819.png

এখন OK তে ক্লিক করলে STEEM ট্রান্সফার হয়ে যাবে।

★P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Screenshot_20220202-200943.png

Screenshot_20220202-201017.png

Screenshot_20220202-201023.png

*TRX সেন্ড করার জন্য প্রথমেই পূর্বের ন্যায় আমার স্টিমিট ওয়ালেট এ এক্টিভ কী দিয়ে লগইন করে নিয়েছি। তারপর TRX এর পাশের ডাউন এ্যরো তে ক্লিক করে ট্রান্সফার এ ক্লিক করেছি। তারপর To, Amount ও Memo পুরন করে নেক্সট এ ক্লিক করেছি। তারপর OK তে ক্লিক করেছি।

Screenshot_20220202-201046.png

তারপর TRX এর প্রাইভেট কী দিয়ে ট্রান্সফার এ ক্লিক করলেই TRX ট্রান্সফার হয়ে যাবে।

★Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Screenshot_20220202-202715.png

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করতে প্রথমে এক্টিভ কী দিয়ে ওয়ালেট এ লগইন করতে হবে। তারপর STEEM DOLLER লেখার পাশে ডাউন এ্যরো তে ক্লিক করতে হবে। এরপর সেখানে MARKET এ ক্লিক করতে হবে।

Screenshot_20220202-202747.png

তারপর BUY STEEM এর টোটাল এর ঘরে কত SBD, STEEM এ convert করবো সেটার পরিমান লিখতে হবে। তারপর Lowest ask এ ক্লিক করতে হবে। তারপর ডানপাশে BUY STEEM এ ক্লিক করতে হবে।

Screenshot_20220202-202754.png

তারপর OK তে ক্লিক করলেই SBD, Steem এ convert হয়ে যাবে।

★Poloniex Exchange site এ একটি Account Create করুন।

Screenshot_20220202-210823.png

Screenshot_20220202-210850.png

Poloniex Exchange site এ Account create কর‍তে প্রথমে Poloniex Exchange site এ যেতে হবে। তারপর setting এ ক্লিক করে sign up এ ক্লিক করতে হবে।

Screenshot_20220202-211032~2.png

এরপর ইমেইল ও পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেবার ক্ষেত্রে লক্ষ রাখতে হবে পাসওয়ার্ড যাতে স্ট্রং হয়। সেক্ষেত্রে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার ও স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে পাসওয়ার্ড এ।

Screenshot_20220202-211203.png

এরপর click to verify এ ক্লিক করতে হবে। তারপর নিচে ছোট চতুর্ভুজ এ ক্লিক করে টিক চিহ্ন দিয়ে sign up এ ক্লিক করতে হবে। এরপর পরে ইমেইল এ একটি মেইল যাবে। মেইল এ verify my mail এ ক্লিক করলেই একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।।

Screenshot_20220202-211325~2.png

তারপর ইমেইল, পাসওয়ার্ড দিয়ে ও click to verify এ ক্লিক করে লগইন করতে হবে।

★আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

Screenshot_20220202-220714.png

Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করতে প্রথমে Poloniex Exchange site যেতে হবে। তারপর wallet এ ক্লিক করতে হবে। এরপর deposit এ ক্লিক করতে হবে।

Screenshot_20220202-220837.png

এরপর সার্চ অপশন আসবে। সার্চ অপশন এ গিয়ে STEEM লিখে সার্চ করতে হবে।

Screenshot_20220202-221031.png

সার্চ দেয়ার পর একটি এড্রেস ও একটি মেমো আসবে। এড্রেস টি কপি করতে হবে।

Screenshot_20220202-221008.png

তারপর স্টিমিট ওয়ালেট এ এক্টিভ কী দিয়ে লগইন করে STEEM এর পাশে ডাউন এ্যরো তে ক্লিক করে ট্রান্সফার এ ক্লিক করতে হবে।

Screenshot_20220202-221042.png

তারপর কপি করা এড্রেস টি To এর ঘরে পেস্ট করতে হবে। তারপর পুনরায় poloniex এ গিয়ে Memo টি কপি করে এনে মেমো এর ঘরে পেস্ট করতে হবে। তারপর Next এ ক্লিক করতে হবে।

Screenshot_20220202-221047.png

তারপর OK তে ক্লিক করলে stemm ট্রান্সফার হয়ে যাবে poloniex এ।

★আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করতে প্রথমে Poloniex Exchange site যেতে হবে। তারপর wallet এ ক্লিক করতে হবে। এরপর deposit এ ক্লিক করতে হবে।
এরপর সার্চ অপশন আসবে। সার্চ অপশন এ গিয়ে TRX লিখে সার্চ করতে হবে। সার্চ দেয়ার পর দুটো অপশন আসবে সেখানে deposit on tron এ ক্লিক করবো। এরপর একটি এড্রেস আসবে এড্রেস টি কপি করবো। এরপর স্টিমিট ওয়ালেট এ এক্টিভ কী দিয়ে লগইন করে নিয়েছি। তারপর TRX এর পাশের ডাউন এ্যরো তে ক্লিক করে ট্রান্সফার এ ক্লিক করেছি।

Screenshot_20220202-224521.png

এবার To এর নিচে switch to tron account এ ক্লিক করবো। তারপর কপি করা এড্রেস টি পেস্ট করবো। তারপর এমাউন্ট লিখে NEXT এ ক্লিক করব।

Screenshot_20220202-224528.png

তারপর OK তে ক্লিক করব।

Screenshot_20220202-224555.png

এবার Tron private কী বসিয়ে ট্রান্সফার এ ক্লিক করলেই Tron ট্রান্সফার হয়ে যাবে।

★Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Screenshot_20220202-230401.png

Poloniex Exchange site এ Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করতে poloniex exchange site এর trade এ ক্লিক করতে হবে তারপর spot এ ক্লিক করতে হবে।

Screenshot_20220202-230450.png

Screenshot_20220202-230514.png

Screenshot_20220202-230546.png

তারপর সার্চ দিতে হবে steem লিখে। তারপর sell এ ক্লিক করতে হবে। তারপর রেট নির্ধারন করে এমাউন্ট বসিয়ে sell steem এ ক্লিক করলেই steem exchange হয়ে যাবে USDT তে।

Screenshot_20220202-230945.png

Screenshot_20220202-231140.png

একই পদ্ধতিতে Trx exchange করতে হবে।

এই ছিলো লেভেল ফোর থেকে আমার অর্জন। ধন্যবাদ @moh.arif ভাইয়া ও @nusuranur আপু।

সবাই ভালো থাকবেন ও সাবধানে থাকবেন।

Sort:  
 2 years ago 

আপনি দেখি সবগুলো বিষয় ভালো ভাবেই বুঝেছেন। দেখে বোঝা গেলো কোথাও কোনো কমতি নেই। শুভকামনা রইলো আপনার জন্যে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি বেশ ভালো ভাবেই সব বিষয় গুলো বুঝতে পেরেছেন।আপনাকে অভিনন্দন সফল পাবে লেভেল -৪ এর এক্সাম দেওয়ার জন্যে।

লেভেল-৪ ট্যাগ প্রাপ্ত মানে আপনি ভেরিফাইড মেম্বার হওয়া থেকে দূরে নন।তাই আপনাকে এখন থেকে কমেন্ট এংগেজমেন্ট, কমিউনিটিতে এংগেজমেন্ট, পোস্ট কোয়ালিটি ও কোয়ান্টিটি,ডিস্কোর্ড এংগেজমেন্ট সব বাড়াতে হবে।তা না হলে আপনি ভেরিফাইড ব্লগার হতে পারবেন না।
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।
আমি কমিউনিটির সকল নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66705.81
ETH 3626.46
USDT 1.00
SBD 2.93