ইতালিয়ান ডিশে বাঙালিয়ানার ছোঁয়া, পাস্তার পায়েশ এর রেসিপি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো/আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আপনাদের সাথে চটপট বানিয়ে ফেলা যায় এরকম একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে আপনাদের।

B612_20220113_155643_758.jpg

ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তায় আমাদের সকলেরই প্রিয় খাবার পাস্তা। আমরা সকলেই চিকেন পাস্তা, হোয়াইট সস, ওভেন বেকড পাস্তা সহ আরো নানান পস্তার রেসিপি খেয়েছি। পাস্তা স্বাস্থের জন্যও বেশ ভালো। এই পাস্তা যখন দুধ দিয়ে পায়েশ বানিয়ে খাওয়া হবে তখন এর পুষ্টি ও বেড়ে যাবে।

প্রয়োজনীয় উপকরণ

1642066908004.png

উপকরণপরিমাণ
পাস্তা১ কাপ
তরল দুধ১ লিটার
চিনিস্বাদমতো
লবনসামান্য(১ চিমটির ও কম)
গুড়া দুধ৪ চা চামুচ
সাদা এলাচ৩/৪টা

প্রস্তুত প্রণালী

IMG_20220107_201113_952.jpg

সর্বপ্রথম একটা পাত্রে পানি ও পাস্তা দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

IMG_20220107_201400_167.jpg

পাস্তা সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিতে হবে।

IMG_20220107_201606_683.jpg

এবার চুলায় একটি পাত্রে তরল দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে।

IMG_20220107_201634_775.jpg

দুধ চুলায় দেয়ার কিছুক্ষণ পর তাতে গুড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দুধ আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। গুড়া দুধ দেয়ার সময় খেয়াল রাখতে হবে দুধ যাতে বেশি গরম না হয়। তরল দুধ বেশি গরম হয়ে গেলে গুড়া দুধ দেয়ার পর গুড়া দুধ ফেটে যাবে।

IMG_20220107_201757_001.jpg

IMG_20220107_201721_938.jpg

IMG_20220107_201736_642.jpg

এবার ফুটিয়ে নেয়া দুধ এ স্বাদমতো চিনি, ৩টি সাদা এলাচ ও সামান্য লবন দিয়ে আর ও কিছুক্ষন ফুটিয়ে নিতে হবে।

IMG_20220107_201821_400.jpg

IMG_20220107_202132_770.jpg

এবার সেদ্ধ করে পানি ঝড়িয়ে রাখা পাস্তাগুলো ফুটন্ত দুধ এ ঢেলে দিয়ে দুধ দিয়ে পাস্তা রান্না করতে হবে। কিছুক্ষণ পর দুধ ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে। আমি ১০ মিনিট এর মত সময় নিয়ে দুধপাস্তা রান্না করেছি।

B612_20220113_153417_672.jpg

এভাবেই তৈরি হয়ে গেলো পাস্তার পায়েস। এরপর ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করতে হবে।

রেসিপি টি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ।

চিত্রধারনকৃত ডিভাইস : Tecno spark 5 Pro
লোকেশন : রংপুর
ফটোগ্রাফার : @sadiahaque

Sort:  
 3 years ago 
 3 years ago 

পাস্তা খেতে পছন্দ করে না এমন মানুষ এখন খুঁজে পাওয়া বেশ মুশকিল। খুব মজার একটি রেসিপি শেয়ার করেছেন। আর এই খাবারটি দেখলে সব সময় আমার জিভে জল চলে আসে 😊। সবশেষে পাস্তা হাতে আপনাকে দেখতেও খুব মিষ্টি লাগছে 🥰🥰। অনেক অনেক শুভেচ্ছা রইল দিদি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি।
আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার পাস্তার রেসিপিটা অনেক ভাল হয়েছে।উপকরন ও প্রস্তুতপ্রনালী এটাকে আরো সহজ করে তুলেছে।খেতে পারলে হয়তো আরো ভালো লাগতো।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রেসিপি টি ট্রাই করে দেখবেন ভালো লাগবে।
ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেই ধন্যবাদ, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।

আপনার পাস্তার পায়েসটি বেশ চমৎকার হয়েছে। আপনার প্রতিটি ধাপ অসাধারণ ছিল এগুলো আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আমার মিষ্টি জিনিস খুব পছন্দ আর পায়েশ খুব ভালো লাগে আমার।আর আপনি নতুন একটা রেসিপি শেয়ার করেছেন আমার কাছে খুব ভালো লাগলো শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Loading...
 3 years ago 
  • এতদিনে পাস্তা খেয়েছি শুধু ঝাল রেসিপি মনে করে এখন জানতে পারলাম পাস্তা দিয়ে পায়েস তৈরি করা যায়। পাস্তার পায়েস আমার কাছে একদম নতুন একটি রেসিপি কারন আমি এই রেসিপি আগে কখনোই খাইনি। নতুন একটি রেসিপি সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সাদিয়া আপু।
 3 years ago 

ট্রাই করে দেখবেন ভাইয়া রেসিপি টি ভালো লাগবে।
ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে স্বাগতম আপু মনি 🥰

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56556.00
ETH 2492.21
USDT 1.00
SBD 2.22