রেসিপি || সরপুঁটি ও বাটা মাছ এর ঝোল || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

বাঙালি মাছ-ভাত পেলেই খুশি। মাছের ঝোল দিয়ে এক থালা ভাত সাবাড় হয়ে যায় নিমিষেই। মাছ রান্নায় সময় কম লাগে আর মোটামুটি সব মাছ একই উপকরন দিয়ে রান্না করা যায়। আজ দারুণ স্বাদের সরপুঁটি ও বাটা মাছ এর ঝোলের একটি রেসিপি শেয়ার করবো।

CC_20220717_221729-01.jpeg

বাটা মাছ আমাদের দেশের খুব জনপ্রিয় মাছ। স্বাস্থ্যের জন্য বাটা মাছের উপকারিতা অনেক। এই মাছ আকারে খুব বড় হয় না কিন্তু খেতে প্রচুর স্বাদ।
সরপুঁটি ও অতি সুস্বাদু একটি মাছ। এই মাছটি প্রায় সকলেরই প্রিয়।
চলুন তবে দেখে নেওয়া যাক সরপুঁটি ও বাটা মাছ রান্নার রেসিপি ।

প্রয়োজনীয় উপকরণ

image.png

PhotoEditor_2022717221457935.jpg

১. বাটা মাছ ও সরপুঁটি মাছ
২. সয়াবিন তেল
৩. লবন
৪. পেয়াজ বাটা
৫. পেয়াজ কুচি
৬. শুক্নো মরিচ গুড়া
৭. জিরা গুড়া
৮. ধনিয়া গুড়া
৯. হলুদ গুড়া।

image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220717_125344_370.jpgIMG_20220717_125451_860.jpg

IMG_20220717_125703_102.jpg

প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেবো। পেঁয়াজ বেরেস্তা করার জন্য চুলায় একটি কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিতে হবে। সয়াবিন তেল গরম হয়ে যাওয়ার পর কুচি করে রাখা পেঁয়াজগুলো ভেজে নিয়ে, পেঁয়াজ এর রং বাদামী হলে কড়াই থেকে নামিয়ে নিতে হবে।

image.png

ধাপ-২

IMG_20220717_125729_902.jpg

এবার একই তেলে বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি।

image.png

ধাপ-৩

IMG_20220717_125741_680.jpg

এক চা চামচ হলুদ এর গুড়া দিয়েছি।

IMG_20220717_125752_694.jpg

এক চা চামচ ধনিয়া গুড়া দিয়েছি।

IMG_20220717_125759_660.jpg

এক চা চামচ জিরা গুড়া দিয়েছি।

IMG_20220717_125809_467.jpg

মরিচ এর গুড়া দিয়েছি স্বাদ অনুযায়ী।

image.png

ধাপ-৪

IMG_20220717_125917_484.jpg

এবার স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়েছি এবং সামান্য পানি দিয়েছি মশাগুলো কষিয়ে নেয়ার জন্য। সব মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে।

image.png

ধাপ-৫

IMG_20220717_124052_346.jpgIMG_20220717_130052_260.jpg

মসলাগুলো কষানো হয়ে গেলে কেটে রাখা মাছগুলো মসলায় দিয়ে দিয়েছি। এবার মাছ সহ মসলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

image.png

ধাপ-৬

IMG_20220717_130347_926.jpgIMG_20220717_130408_467.jpg

মাছগুলো কষানো হয়ে আসলে কতটুকু
ঝোল রাখা হবে সে অনুযায়ী পানি দিতে হবে। তারপর কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাছ রান্না করার সময় খুব একটা নাড়তে হয় না। এতে করে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আলতোভাবে দু একবার কড়াইটি নড়াচড়া করে দিতে হবে।

image.png

ধাপ-৭

IMG_20220717_131257_630.jpg

মাছ পুরোপুরি রান্না হয়ে গেলে বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো উপরে ছিটিয়ে দিয়েছি।

image.png

IMG_20220717_132009_642.jpg

সরপুঁটি ও বাটা মাছের ঝোল এর এই তরকারিটি পরিবেশন করার জন্য একটি বাটিতে ঢেলে নিয়েছি।

image.png
image.png

সরপুঁটি ও বাটা মাছ রান্নার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন একটি পোস্ট এ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য। সকলের জন্য শুভকামনা রইলো।

ছবি উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno Spark 5 pro
Sort:  
 2 years ago 

সরপুটি ও বাটা মাছ এর ঝোল রেসিপি দেখে আমার মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি কালার কম্বিনেশন টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখে। এই রেসিপিটি আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমার শেয়ার করা সরপুটি ও বাটা মাছের ঝোল এর রেসিপি প্রশংসা করে আমাকে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

সরপুটি এবং বাটা মাছের ঝোল দেখে জিভে জল চলে আসছে। খেতে ইচ্ছে করছে খুব। কালারটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্না প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আপনিও সরপুটিও বাটা মাছ এভাবে একসাথে ঝোল করে রান্না করে খেতে পারেন। সত্যিই রান্নাটা খুব সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

সরপুঁটি ও বাটা মাছ এর ঝোল দেখে তো লোভ লেগে গেলো খেতে ইচ্ছা করছে। চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। সরপুঁটি মাছ খেতে ভীষণ সুস্বাদু। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সরপুটি মাছ খেতে ভীষণ সুস্বাদু লাগে আমার কাছেও। বাটা মাছ এর সাথে সরপুটি মাছের ঝোল এই রেসিপিটিও ভীষণ ভালো হয়েছিল।
আপনার মন্তব্যের মাধ্যমে আমার রান্নার প্রশংসা করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ছোট পুটি ভাজি করে খাওয়া আর সরপুটি ঝোল তৈরি করে খাওয়া ক্ষেত্রে অনেক মজা লাগে। রেসিপির ঝোলের কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে আর বড় সাইজের পুটি মাছ গুলো যেন লোভনীয়তা আরো বাড়িয়ে তোলে। এমন লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ছোট পুটি মাছ আমি খাই না তবে সরপুটি মাছ খেতে ভালই লাগে। রেসিপির কালার যেরকম সুস্বাদু লাগছে খেতেও ঠিক সেরকমই সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

সরপুঁটি ও বাটা মাছের ঝোল কম্বিনেশনটা বেশ চমৎকার, খুবই চমৎকার একটি রেসিপি এবং প্রতিটি ধাপ ছিল খুব সুন্দর ভাবে উপস্থাপন করা আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার শেয়ার করা রেসিপিটির এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন আপনি।

 2 years ago 

সরপুটি এবং বাটা মাছের লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করেছেন রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে তবে বাটা মাছ থেকে সরপুটি মাছ আমার কাছে খেতে বেশি সুস্বাদু মনে হয়

 2 years ago 

দুটি মাছ ই আমার অনেক পছন্দের। আর দুটি সুস্বাদু মাছ একসাথে রান্না করার কারণে রেসিপিটি একটু বেশি সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

সরপুটি ও বাটা মাছের ঝোল খুবই ভালো লাগলো আমার কাছে। আমার কাছে খুবই ভালো লাগে সরপুটি মাছ খেতে। ধাপগুলো খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার মত আপনিও সরপুটি মাছ ও বাটা মাছ পছন্দ করেন এটা জানতে পেরে ভালো লাগলো। আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60228.69
ETH 2428.23
USDT 1.00
SBD 2.45