আলু দিয়ে গোলসা মাছ≠১০% বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য≠

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

PhotoEditor_20224621586694.jpg

আজ আমি গোলসা মাছ এর রেসিপি নিয়ে হাজির হয়েছি। গোলসা মাছ আমার খুব পছন্দের। আলু দিয়ে মাখা মাখা ঝোল করলে এই মাছ দারুণ লাগে খেতে। সুস্বাদু এই মাছ রান্না করাও অনেক সহয।

প্রয়োজনীয় উপকরণ

image.png

PhotoEditor_20224621500702.jpg

গোলসা মাছহাফ কেজি
আলু১টি
সয়াবিন তেলপরিমাণ মতো
লবনস্বাদমতো
কাচামরিচস্বাদ অনুযায়ী
পেয়াজ৫টি
ধনিয়াগুড়া১/২চামুচ
জিরাগুঁড়া১/২চামুচ
পাচফোড়নগুড়া১চামুচ
মরিচগুঁড়াসামান্য
হলুদগুড়া২চামুচ

image.png

প্রস্তত প্রণালী

image.png

≠ধাপ-১≠

IMG_20220406_143151_115.jpgIMG_20220406_143251_205.jpg

মাছ ও আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি।
image.png

≠ধাপ-২≠

IMG_20220406_143507_238.jpg

চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে সেখানে পরিমাণ মত সয়াবিন তেল দিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে কেটে রাখা পেয়াজ ও মরিচ গুলো ফ্রাই প্যান এ দিয়ে হালকা ভেজে নিয়েছি
image.png

≠ধাপ-৩≠

IMG_20220406_143833_782.jpg

এবার পরিমাণ মত ধনিয়া গুড়া,জিরা গুড়া,পাচফোড়ন গুড়া,হলুদ গুড়া, মরিচ গুড়া ও স্বাদমতো লবন ফ্রাই প্যান এ দিয়ে সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি।
image.png

≠ধাপ-৪≠

IMG_20220406_143909_288.jpg

কেটে রাখা মাছ ও আলু ফ্রাই প্যান এ দিয়ে সব উপকরণ এর সাথে ভালো ভাবে মাখিয়ে নিয়েছি।
image.png

≠ধাপ-৫≠

IMG_20220406_144003_427.jpgIMG_20220406_144038_883.jpg

তারপর ফ্রাই প্যান এ সামান্য পরিমাণ পানি দিয়েছি এবং কয়েকটি কাচামরিচ এর ফালি দিয়ে ফ্রাই প্যান ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
image.png

≠ধাপ-৬≠

IMG_20220406_151129_832.jpg

তরকারি হয়ে গেলে ফ্রাই প্যান থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে পরিবেশন করেছি।
image.png
image.png

কেমন লাগলো আমার আজকের রেসিপি টি কমেন্ট এর মাধ্যমে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
image.png

রাধুনি ও চিত্রকর@sadiahaque
চিত্রধারনকৃত ডিভাইসTecno spark 5 pro
লোকেশনরংপুর

image.png

Sort:  
 2 years ago 

আলু দিয়ে গুলশা মাছের খবর চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার এই রেসিপি ধাপগুলো অনেক সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন এবং ধাপে ধাপে সাজিয়ে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আলু দিয়ে আপনার তৈরি গোলশা মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আপনি অনেক সুন্দর ভাবে গোলশা মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমি প্রথম গলসা মাছকে টেংরা মাছ মনে করতাম। এই মাছগুলো টেংরা মাছের মতো দেখতে হলেও মূলত টেংরা নয়। তবুও খুব সুন্দর ভাবে গোলসা মাছ দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছে । আপনার তৈরি করার রেসিপি অনেক ভালো লাগছে দেখতে মনে হচ্ছে খুব সাধ হয়েছে। সেই সাথে খেতে ইচ্ছা করছে। এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আলু দিয়ে গলসা মাছের রেসিপি টা অনেক সুন্দর হয়েছে আপু। রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। রেসিপি তৈরির প্রসেস গুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আলু দিয়ে গোলশা মাছের রেসিপি তৈরি করেছেন দেখতে বেশ লোভনীয় লাগছে। আসলে গোলশা মাছের নাম এর আগে কখনো শুনিনি। যাইহোক রেসিপিটা যে অনেক লোভনীয় ছিল এতে কোন সন্দেহ নেই।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

আলু দিয়ে গোলসা মাছ শেয়ার করেছেন আপু। বাহ দেখে সত্যি খেতে ইচ্ছে করছে। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার এই পোস্ট। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। 💞💞

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ওয়াও আপু আলু দিয়ে গোলশা মাছের মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে বুঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। রেসিপি তৈরি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ওয়াও আপু আপনি অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আলু দিয়ে গুলশা মাছের অনেক সুন্দর রেসিপি তৈরি করে আমাদেরকে উপহার দিয়েছেন। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে এই রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56