DIY || (এসো নিজে করি) কাগজের তৈরি ওয়ালমেট || ১০% @shy-fox
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি ওয়াল হ্যাংগিং। এই ওয়াল হ্যাংগিং টি আমি কিভাবে তৈরি করলাম তা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ :
• কালার পেপার
• কাঁচি
• গাম
• পুঁতি
• কার্ডবোর্ড
বিবরণ :
ধাপ ১ :
প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিলাম। এরপর কার্ড বোর্ডের মধ্যে কলম দিয়ে একটি বৃত্ত এঁকে নিলাম। এরপর বৃত্তটি বরাবর করে কাঁচি দিয়ে কেটে নিলাম।
ধাপ ২ :
এরপর একটি পেপার নিলাম। এরপর পেপারটিকে মুড়িয়ে মুড়িয়ে পরএকটি কাঠি তৈরী করে নিলাম বমি করে কয়েকটি কাঠি তৈরী করে নিলাম।
ধাপ ৩ :
এরপর কেটে নেওয়া বৃত্তটির পিছনের অংশে লাগিয়ে নিলাম। এরপর গাম গুলোর উপর কাঠিগুলো বসিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো কাঠি একটার উপর একটা বসিয়ে নিলাম।
ধাপ ৪ :
এরপর আমি আরেকটি কালার পেপার নিলাম। এরপর কালার পেপার টিকে দুইটি ভাঁজ দিলাম। এরপর কাঁচি দিয়ে কয়েকটি পাতা কেটে নিলাম।
ধাপ ৫ :
এরপর বৃত্তটির উপরের অংশে গাম লাগিয়ে নিলাম। এরপর গাম গুলোর উপর পাতাটি বসিয়ে দিলাম। এভাবে করে আমি কয়েকটি পাতা লাগিয়ে নিলাম।
ধাপ ৬ :
এরপর এভাবে করা আমি সবগুলো পাতা লাগিয়ে নিলাম এরপর আমি আরেকটি কালার পেপার নিলাম। এরপর কালার পেপার টিকে দুটি ভাঁজ দিলাম। এরপর কাঁচি দিয়ে কেটে নিলাম।
ধাপ ৭ :
এরপর একটি ফুল তৈরি হয়ে গেল। এভাবে করে আমি কয়েকটি ফুল তৈরি করে নিলাম। এরপর পাতাগুলোর উপর গাম লাগিয়ে নিলাম। এরপর ফুলগুলো বসিয়ে দিলাম।
এভাবে করলে আমি সব ফুলগুলো বসিয়ে দিলাম পাতা গুলোর উপর। এরপর তৈরি হয়ে গেল সুন্দর একটি ওয়াল হ্যাংগিং।
আপনার কাগজ দিয়ে ওয়ালমেট টি অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে যে বোঝে বোলাতে পারবো না। আর ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন অনেক সুন্দর ভাবে। যেন একটি ব্যক্তি খুব সহজেই আপনার ওয়ালমেট তৈরি করতে পারবে।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের উপহার দেওয়ার জন্য।
ধন্যবাদ ভাইয়া শুনে খুশি হলাম যে আমার ওয়ালমেট টি আপনার কাছে খুব ভালো লেগেছে।
আপনার হাতে তৈরি ওয়ালমেট টি অত্যন্ত সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তা উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ
আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। খুব সুন্দর করে করছে ধাপে ধাপে দেখিয়েছেন বুঝিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
ওয়াও অসাধারণ হয়েছে আপনার তৈরি ওয়ালমেট টি। দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে কালার কম্বিনেশন টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেয়ালে টাঙ্গাইলে দেয়ালের সৌন্দর্য বহুগুন বাড়িয়ে দেবে। শুভকামনা থাকলো আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া
বাহ,খুব সুন্দর তো। অনেক সুন্দরভাবে ধাপে ধাপে সবটা ফুটিয়ে তুলেছেন। অনেক ভালো লাগলো আপনার তৈরি ওয়ালমেট।শুভকামনা রইল আপু।
ধন্যবাদ আপনাকে আমার প্রশংসা করার জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি অনেক দারুন একটি ওয়ালমেট বানিয়েছেন।যা সত্যি দেয়ালে টানালে অনেক দারুন লাগবে দেখতে।ধাপ গুলো খুব সুন্দর করে বুঝিয়েছেন।শুভ কামনা রইলো।
ধন্যবাদ আমার পোস্টটি পছন্দ করবার জন্য
আপনি কাগজের তৈরি অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ।দেখতে খুবই আকর্ষণীয় লাগছে ।কালার টা চমৎকার ভাবে ফুটে উঠেছে ।প্রতিটি ধাপের বর্ণনা ছিল অসাধারণ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু
সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার কাগজের তৈরি ওয়ালমেট টি। তাই আপনার অনেক প্রশংসা করতেই হয়। যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টে অনেক সুন্দর ছিল। তাই আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনার একটা বিষয় আমার খুব ভালো লাগে তা হচ্ছেন আপনি আপনার ওয়ালপমেটের একদম ফাইনাল লুকটি একটি ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলেন। আর ওই ব্যাকগ্রাউন্ড এর সাথে আপনার কাজটির এতো বেশি সুন্দর একটি কম্বিনেশন থাকে যে আপনার কাজটি কোয়ালিটি আরো কয়েকগুণ বেড়ে যায়। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এ অনেক সুন্দর একটি রঙ আপনি রাখেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর সম্পূর্ণ ওয়ালমেট তো অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপু আমার পোস্টটি পছন্দ করবার জন্য
ওয়ালমেট এর ডিজাইন খুব সুন্দর হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আর অনেক সময় নিয়ে এবং যত্নসহকারে তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ