DIY || এসো নিজে করি || ফোম দিয়ে তৈরি একটি গাছ || ১০% @shy-fox
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক সুন্দর একটি গাছ। এই গাছটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই গাছটি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ফোম দিয়ে তৈরি গাছটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ :
• ফোম
• গাম
• কাঁচি
• গাছের ডাল
• আইসক্রিম বক্স
বিবরণ :
ধাপ ১ :
প্রথমে আমি একটি ফোম নিলাম। এরপর ফোম গুলোকে চিকন চিকন করে কেটে নিলাম।
ধাপ ২ :
এভাবে করে আমি সব ফোম গুলোকে চিকন চিকন করে কেটে নিলাম।
ধাপ ৩ :
এরপর আমি গাছের ডাল টির মধ্যে গাম লাগিয়ে নিলাম।
ধাপ ৪ :
এরপর গাম গুলোর মধ্যে চিকন চিকন করে কেটে নেওয়া ফোমগুলো লাগিয়ে নিলাম।
ধাপ ৫ :
এভাবে করে আমি ডাল টির মধ্যে সবগুলো ফোম লাগিয়ে নিলাম। এরপরে আমি একটি ছোট আইসক্রিমের বস নিলাম এর মধ্যে কিছু ফোম দিয়ে গাছটিকে এর মধ্যে লাগিয়ে নিলাম।
শেষ ধাপ
এভাবে আমি তৈরী করে নিলাম একটি ফোমের তৈরি গাছ। আমি গাছটিকে তবে সাজিয়ে সুন্দরভাবে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের তৈরি গাছটি আপনাদের ভালো লাগবে।
অ্যাপেলের ফ্রম দিয়ে অনেক সুন্দর একটি গাছ তৈরি করেছেন। যা এর আগে কোনদিন দেখিনি, আর দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টে অনেক সুন্দর হয়েছে। তাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ও ধন্যবাদ আপনাকে আপু।
ধন্যবাদ
আপনার ফোন দিয়ে তৈরিকৃত গাছটি সত্যি অসাধারন ছিল। দেখে বোঝা যাচ্ছে না এই গাছটি আপনি নিজে হাতে তৈরি করেছেন। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া
আমিতো প্রথমে দেখে মনে করেছিলাম এটি হয়তো ফুল গাছের কোন একটি ডাল। কিন্তু দেখছি তা না। আপনি এটা নিজেই তৈরি করেছেন। গাছটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ফেলে দেওয়া জিনিস গুলো দিয়ে কি সুন্দর একটি গাছ তৈরি করেছেন সত্যি আপনি প্রশংসার যোগ্য ।
ধন্যবাদ আপনাকে আমার সুন্দর প্রশংসা করার জন্য
আপনার ফোম দিয়ে তৈরি করা গাছটি সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে। সত্যিকারি ফুল গাছের মতো মনে হচ্ছে। দেখে আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলাম। আপনি সত্যিই খুব অসাধারণ একটি গাছ তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজে বুঝতে পারবে আপনার নিজের হাতে তৈরি করা । আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল শুভকামনা।
ধন্যবাদ আপু
ওয়াও অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি গাছ। আমি ছবি দেখে বুঝতে পারিনি ভাবছি এটা কোনো ফুল গাছ। কিন্তু পোস্ট পড়ে বুঝলাম আপনার তৈরি করা গাছ। আমি তো গাছ দেখে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর হয়েছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ফেলে দেওয়া জিনিস দিয়ে কি সুন্দর তৈরি করেছেন। সত্যি এটি প্রশংসার দাবীদার। ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু
বাহ আপু অসম্ভব বুদ্ধিমত্তা দিয়ে অনেক সুন্দর একটা গাছ তৈরি করেছেন আপনি। এটা সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগবেই না কেন ভালো লাগার মত পোস্ট হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
ধন্যবাদ আপনাকে
আপু আপনার ফোম দিয়ে গাছ বানানোর আইডিয়া টা খুব সুন্দর ছিল। গাছটি দেখতে অনেক চমৎকার লাগছে। ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনি এত সুন্দর একটি গাছ তৈরি করে ফেলেছেন কি আর বলবো। অনেক বেশি সুন্দর হয়েছে আপনার গাছটি। ধন্যবাদ আপনাকে এরকম ইউনিট একটি গাছ তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার সুন্দর মন্তব্যের জন্য
বাহ! বেশ সুন্দর একটি ফোম দিয়ে গাছ তৈরি করেছেন তো। দেখেই বোঝা যাচ্ছে না যে এটা কোন ফোম দিয়ে তৈরি, মনে হচ্ছে একবারে বাস্তব একটা ফুলের গাছ। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া
ওয়াও আপু ইউনিক একটি ডাই পোস্ট লাগছে এটি আমার কাছে।সত্যিই অসাধারণ লাগছে ফোম দিয়ে তৈরি গাছটি।গাছের ঝড়া পাতাগুলো টবের মধ্যে পড়ার ফলে এটিকে সত্যিকারে একটি গাছের মতো লাগছে।আপনার পোস্টের গাছটি তৈরি করা সহজ ছিল কিন্তু আমের ডাল দিয়ে এতো সুন্দর একটি গাছ তৈরি করা যায় তা সবারই কল্পনার বাইরে।ধন্যবাদ আপু আপনার সৃজনশীল একটি পোস্টের জন্য।শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া