আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-33 || কচুর ডগা দিয়ে ডোনাট চপ রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

1679327794614.jpg

1679327794657.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিছুদিন হয়েছে আমার বাংলা ব্লগে গেস্ট ব্লগার হিসেবে কাজ করছি। কিন্তু দেখেছি আমার বাংলা ব্লগে খুব সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমারও ইচ্ছে করেছিল প্রতিযোগিতায় জয়েন করতে। কিন্তু গেস্ট ব্লগার হয়ে জয়েন করতে পারবো কিনা এই জন্য জয়েন করিনি। পরবর্তীতে যখন এনাউন্সমেন্টে এবারের প্রতিযোগিতায় জয়েন করার জন্য সবাইকে বলেছে। তখনই আমি ঠিক করে নিলাম আমিও প্রতিযোগিতায় জয়েন করব। যদিও জানিনা সবার এত সুন্দর সুন্দর রেসিপি মাঝে আমার রেসিপিটা কি রকম হবে। কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি সুন্দর একটা রেসিপি তৈরি করার। রেসিপি তৈরি করার জন্য আমি ইউনিক কিছু চিন্তা-ভাবনা করতে শুরু করি। তখনই আমি ভাবলাম যদি কচুর ডগা দিয়ে চপ তৈরি করে তাহলে কেমন হবে। আসলে এই রেসিপিটি আমি কখনো তৈরি করিনি। এমন কি কেউ খেয়েছে কিনা সেটাও বলতে পারব না। এইজন্য আমি ভাবলাম কচুর ডগা দিয়ে ডোনাট চপ তৈরি করব। আমি আমার কথামতো চপ তৈরি করে নিলাম। আসলে প্রথমে ভাবতে পারছিলাম না কি রকম হবে। পরবর্তীতে দেখলাম খেতে খুবই সুস্বাদু হয়েছে। যদিও এই রেসিপিটি প্রথম তৈরি করলাম। এমনকি আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় প্রথম জয়েন করলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

1679327794926.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
কচুর ডগাপরিমাণ মতো
আলু সেদ্ধবড় গুলো ৩টা
ব্রেডক্রাম১ কাপ
ডিম১ টা
পেঁয়াজ কুচি১ কাপ
কাঁচামরিচ৬/৭ টা
গোলমরিচের গুঁড়ো১ টেবিল চামচ
চাট মসলা১ টেবিল চামচ
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১চা চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

1679409609044.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি কচুর ডালাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপরের পরিষ্কার করা একটি পাতিলে নিয়ে নিলাম। হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে নিলাম।

1679409662659.jpg

ধাপ - ২ :

এরপর চুলায় কিছুক্ষণ রেখে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে একটা ছাকনিতে পানি সরিয়ে নিলাম।

1679409697870.jpg

ধাপ - ৩ :

এরপরে ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম।

1679409721205.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি সেদ্ধ আলু গুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিলাম।

1679409735500.jpg

ধাপ - ৫ :

এরপরে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এপারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

1679409780434.jpg

ধাপ - ৬ :

এরপরের মধ্যে সবগুলো গুঁড়ো মসলা দিয়ে দিলাম। মসলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম।

1679409797167.jpg

ধাপ - ৭ :

এরপরে এরমধ্যে ব্লেন্ড করা কচুর ডগা দিয়ে দিলাম। নেড়ে ভালোভাবে মসলাগুলোর সাথে মিশিয়ে নিলাম।

1679409815914.jpg

ধাপ - ৮ :

এভাবে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে রান্না করবো।

1679409836931.jpg

ধাপ - ৯ :

এরপরে এরমধ্যে মেখে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

1679409859085.jpg

ধাপ - ১০ :

এভাবে আরও কিছুক্ষণ চুলায় রেখে ভালোভাবে একদম শুকিয়ে নিব। এরপর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব।

1679409883977.jpg

ধাপ - ১১ :

এরপর ঠান্ডা হয়ে গেলে কিছুটা পরিমাণে নিয়ে একটা ডোনাটের মতো করে কেটে নেব।

1679409925794.jpg

ধাপ - ১২ :

এরপরে একটা ডিম ভেঙ্গে ফেটিয়ে নিব। তৈরি করা ডোনাট ডিমের মধ্যে দিয়ে দিব দিব। এরপরে ডিম থেকে উঠিয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিব।

1679409943050.jpg

ধাপ - ১৩ :

এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব।

1679409961590.jpg

ধাপ - ১৪ :

এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরমধ্যে তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে ডোনাট ছেড়ে দিবো।

1679409982096.jpg

ধাপ - ১৫ :

এরপর এইভাবে একটু উল্টোপাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে এক এক করে সবগুলো ভেজে নিব।

1679410050763.jpg

শেষ ধাপ :

এরপর ডেকোরেশন করে পরিবেশন করলাম। আশা করি আমার আজকের চপের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1679327794847.jpg

1679327794731.jpg

1679327794657.jpg

1679327794998.jpg

1679327794772.jpg

1679327794962.jpg

1679327794565.jpg

1679327794926.jpg

1679327794695.jpg

1679327794614.jpg

1679327794808.jpg

1679327794888.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@sadia7
লোকেশনফেনী

ধন্যবাদ সবাইকে

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপু কচুর ডগা দিয়ে এভাবে চপ রেসিপি তৈরি করা যায় আমি জানতাম না। আপনার রেসিপি পরিবেশন দেখেই খেতে ইচ্ছে করছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রেসিপি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়েছেন তাই আপনাকে আবারো ধন্যবাদ।

 2 years ago 

কোনদিন ভাবিও নি যে কচুর ডগা দিয়েও চপ তৈরি করা যায়। আপনার রেসিপির মাধ্যমে আজকে দেখলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন সব চপ তৈরি করা দেখতে পাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। কচুর ডগা দিয়ে ডোনাট চপ রেসিপিটা খুব ইউনিক হয়েছে। কচুর ডগা দিয়ে চপ তৈরির আইডিয়াটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। খেতেও নিশ্চয়ই দারুণ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

কচুর ডগা দিয়ে ডোনাট চপ রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি পরিবেশন দেখ শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবো ইনশাআল্লাহ।

 2 years ago 

ডোনাট এর আকারে চপ তৈরি তাও আবার কচুর ডগা দিয়ে সত্যিই ইউনিক আইডিয়া। কচুর ডগা দিয়ে চপ তৈরি করা সম্ভব এটাই জানতে পেরে অনেক খুশী হলাম। অনেক সুন্দর হয়েছে রেসিপিটি দেখতে। নিশ্চয়ই খেতেও খুব ভালো হয়েছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62817.54
ETH 2573.14
USDT 1.00
SBD 2.74