বাঁশ ঝাড়ের ভৌতিক গল্প।

in আমার বাংলা ব্লগ2 years ago

20230214_104022_0000.jpg
ক্যানভা দিয়ে তৈরি

হ্যালো প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম। আমি আশা করি সবাই আল্লাহ তায়ালার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রত্যেকে ভীষণ সুন্দর সুন্দর কাজ শেয়ার করে দেখে ভালো লাগে। এজন্য আজকে আমিও নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। আসলে আমার কাছে লেখালেখি করতে ভীষণ ভালো লাগে। এই প্লাটফর্মে সবার লেখাগুলো পড়তে ও ভীষণ ভালো লাগে। সবার থেকে অনেক বেশি উৎসাহ পাই। সবার লেখাগুলো পড়ে আমার নিজেরও লিখতে ইচ্ছে করে। এজন্য আমি আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটা গল্প নিয়ে আসলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালই লাগবে।

কিছুদিন আগে আমরা কাজিনরা মিলে আমাদের বাড়ির মধ্যে একটি খালামণিকে বললাম আমাদের একটা ভূতের গল্প শোনানোর জন্য। এরপর খালামনি বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে একটি গল্প বলতেছি তোমরা শোনো তাহলে। এরপর আমরা সকলে অধীর আগ্রহে বসে রইলাম সেই গল্পটি শুনার জন্য। গল্পটি হচ্ছে একটি বাঁশ ঝাড়ের ভৌতিক গল্প। তখন আমার খালামণি ছোট ছিল। আমার খালামণির নাকি একটা মামা ছিল। তার মামা একটি দোকানে চাকরি করতো। তিনি প্রতিদিন রাত দশটা কিংবা এগারোটার মধ্যে বাড়ি ফিরতো। তার একটি সাইকেল ছিল।

একদিন রাত এগারোটা বেজে গেলো। তখন পুরো রাস্তা খালি। চারিদিকে কোন মানুষ নেই। সকলে ঘুমিয়ে পড়েছিল। এরপর তিনি খুব ভয়ে ভয়ে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি বাঁশঝাড় বাতাসে নাড়তে লাগলো। কিন্তু অন্যান্য সব গাছগুলো স্তব্ধ হয়ে রইল। শুধু ওই বাঁশ ঝাড় টি নাড়তে লাগলো বাতাসে। এরপর তিনি ভয় পেয়ে গেলেন। কিন্তু তিনি তারপরেও সাহস নিয়ে সামনের দিকে এগোতে লাগলেন। এরপর তার সামনে একটি বাঁশ পড়ে গেল। তাদের সেই গ্রামের সকল মানুষই বলতো ওই বাঁশঝাড়ের মধ্যে নাকি কিছু একটা রয়েছে।

তখন তার সেই কথাটি মনে পড়ে গেল। এরপর তিনি সাইকেল থেকে নেমে তাড়াতাড়ি করে বাঁশটির উপরে সাইকেলটিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে লাগলো। এরপর ধীরে ধীরে তিনি পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এরপর অনেক কষ্টে বাড়ি ফিরে গেলেন। এর পরের দিনের কথা। পরের দিন তিনি যখন রাত্রে ঘুমাতে লাগলেন। তখন হঠাৎ তার মোবাইলে একটি কল আসলো। তিনি ভাবলেন হয়তো তার কোন বন্ধু হবে। এরপর তিনি মোবাইলে কথা বলতে লাগলেন। তার একটি বন্ধু তাকে বলতেছিল যে তারা একটি পুকুরপাড়ে তার জন্য অপেক্ষা করতেছে।

সে যেন তাড়াতাড়ি সে পুকুরপাড়ে আসে। তিনি ভাবলেন হয়তো তখন রাত সাতটা বাজে। এরপর তিনি ঘড়ি না দেখে চলে গেলেন সেই পুকুর পাড়ে। পুকুর পাড়ে গিয়ে দেখলেন সেখানে কিছুই নেই। চারিদিকে অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে। এরপর হঠাৎ করে তার মোবাইলে একটি মেসেজ আসলো। তখন তিনি মোবাইলের দিকে তাকিয়ে দেখলেন রাত ঠিক দুইটা বাজে। তখন তিনি ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। কিন্তু কাউকে দেখতে পেল না। এরপর তিনি নিচের দিকে তাকিয়ে বাড়ি চলে গেল। এর পরের দিন বন্ধুকে বলল তুই কি কালকে রাতে আমাকে কল দিয়ে পুকুরপাড়ে যেতে বলেছিস। তার বন্ধু বলল না আমি তোকে কেন রাত্রে কল দিয়ে বলবো পুকুর পাড়ে যেতে। এরপর ওর মামাটি ভাবলো যে ওই রাত্রে বাঁশ ঝাড়ের সেই ঘটনাটি তার সাথে ঘটলো পরের দিন। এরপর থেকে তার সাথে প্রায় সময় এই ধরনের ঘটনা ঘটে থাকতো।

ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.034
BTC 89237.53
ETH 3129.21
USDT 1.00
SBD 2.76