আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে রঙ্গিন কাগজ দিয়ে ডাই প্রজেক্ট ♨️🫰

in আমার বাংলা ব্লগ17 days ago

IMG20240609203939.jpg

IMG20240609203926.jpg

IMG20240609203732.jpg

ফটোরুম স্ন্যাপড থেকে এডিট

💗💗💗

💗💗💗

আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম 🥰আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে দাদার বিশেষ আয়োজনে তৃতীয় বর্ষপুর্তি উপলক্ষে কনটেস্ট জয়েন করতে যাচ্ছি।দেখতে দেখতে তিনটা বছর পার হয়ে গেল। আজকে তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি শামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি।প্রথমত হাজব্যান্ড কাজ করতো তার কাজগুলো আমার ভীষণ ভালো লাগতো যখন আমি নতুন মেম্বার হয়ে আছি সকলের সাথে আমি বেশ ভালোভাবে কথা বলতে থাকি। তখন নিজের কাছে অনেকটাই ভালো লাগতো।আস্তে আস্তে যখন দীর্ঘ আটটা মাস পর এবিবি স্কুলের মাধ্যমে আমি সুন্দরভাবে সবকিছু বুঝে ভেরিফাইড হতে পেরেছি তখন নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করছিল। হঠাৎ করেই মন বললো যে অংশগ্রহণ করেই ফেলি হাতে খুব একটা সময় নাই। অত্যান্ত সুন্দর ভাবে দাদে আমাদের মাঝে প্রতিযোগিতার বিষয়বস্তু তুলে ধরেছে যে যে কাজে পারদর্শী সবাই সেটাতে অংশগ্রহণ করতেছে তাই আমি আজকে ডাই পোস্ট নিয়ে হাজির হলাম। আমার বাংলা ব্লগ ও স্টিমিটকে কেন্দ্র করে।আমাদের ছোট দাদা ও বড় দাদা আমাদের মাথার উপর রয়েছে। পাশাপাশি ছোট বৌদি ও বড় বৌদি রয়েছে। তাদের মাধ্যমে কিন্তু আমরা সুন্দরভাবে ব্লগিং করতে পারতেছি।সকল এডমিন মডারেটরদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো যারা নির্লস পরিশ্রম করে যাচ্ছে আমাদের জন্য। তো কথা না বাড়িয়ে চলন শুরু করা যাক। প্রথমেই শুভ জন্মদিন আমার বাংলা ব্লগকে।এই বছরে আমি শামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি।

প্রয়োজনীয় উপকরণ

IMG20240609165901.jpg

  • সাদা পেজ
  • রঙিন কাগজ
  • মার্কার পেন
  • জলরং
  • রং পেন্সিল
  • ব্রাশ
  • স্কেল
  • কাটার
  • গ্লু গান

১ম ধাপ

IMG20240609170731.jpg

প্রথমত আমি গোলাপী কালারের কাগজ নিলাম অতঃপর পেন্সিল দিয়ে লাভ শেপের অঙ্কন করে নিলাম।অংকন করে নিলাম আমি এটা কে সুন্দর ভাববে সাইজ করে কাটার জন্য।
২য় ধাপ

IMG20240609171508.jpg

এরপর আপনারা দেখতে পারতেছেন আমি কাটার দিয়ে সুন্দরভাবে লাভ শেপের এই অংশটি আমি তৈরি করে নিলাম। একইভাবে আমি লাভ শেপের ছয়টি অংশ তৈরি করে নিলাম।
৩য় ধাপ

IMG20240609173815.jpg

IMG20240609175049.jpg

অতঃপর আমি ওপরে লাভ শেপের এই গোলাপি রঙের ও সাদা অংশ আমি তৈরি করে নিয়েছি। চতুর্ভুজ আকৃতির সমানভাবে চারটা অংশ ও সাদা অংশ আমি তৈরি করে নিয়ে প্রতিটি গোলাপি অংশের মাঝে সাদা অংশগুলো আমি গ্লু গান দিয়ে জোড়া লাগিয়ে দিয়ে দিলাম।

❇️৪র্থ ধাপ ❇️

IMG20240609193725.jpg

IMG20240609195328.jpg

এরপর আমি গ্লু গান দিয়ে একটা লাভ শেপ ও একটা চারকোনা চতুর্ভুজের মত অংশ আমি কোনাকুনি ভাবে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম। এরপর আমি একটা লাভ-শেপ ও আরেকটা চতুর্ভুজের অংশ পরপর লাগিয়ে আমি সুন্দরভাবে একটা নকশা তৈরী করে নিলাম।

❇️৫ম ধাপ❇️

IMG20240609195729.jpg

এরপর আমার বাংলা ব্লগের লোগোটি আমি চেষ্টা করলাম। খুব একটা ভালো পারি নাই তাও নিজের ইচ্ছামত আমি তৈরি করলাম পেন্সিল দিয়ে।

❇️ষষ্ঠ ধাপ❇️

IMG20240609200553.jpg

অতঃপর আমি লোগোটি সম্পূর্ণ করলাম ও ভিতরে সুন্দর কালারের মাধ্যমে আমি নকশা ডিজাইন করে নিলাম। নিচে আমি লাল ও কালো কালো কালার দিয়ে আমার বাংলা ব্লগ লিখলাম।

❇️৭ম ধাপ❇️

IMG20240609201143.jpg

অতঃপর আমি সুন্দরভাবে স্টিমিটের লোগোটি সম্পন্ন করলাম ও জল রং দিয়ে আমি ভিতরে রং করে নিলাম। ওপাশে দাদার নামটি লিখলাম।

❇️অষ্টম ধাপ❇️

IMG20240609201536.jpg

অতঃপর এবারের দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষে যে লোগোটা ওটা আমি চেষ্টা করলাম তৈরি করার জন্য।ভিতরে সুন্দরভাবে কালার কম্বিনেশন সম্পন্ন করলাম।

❇️৯ম ধাপ❇️

IMG20240609203516.jpg

IMG20240609202857.jpg

অতঃপর আমি সাদা অংশটি মাঝখানে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম ও প্রত্যেকটা লাভ শেপে আমি আমার বাংলা ব্লগ ও বড় দাদা বড় বৌদি ও ছোট দাদা ছোট বৌদির নাম লিখলাম। প্রতিটি অংশের নাম আমি লিখে রাখলাম ।

❇️১০ম ধাপ❇️

IMG20240609203732.jpg

অতঃপর আমি দুই হাত ধরে এটা আমি দেয়ালে টাঙ্গিয়ে যাওয়ার চেষ্টা করলাম ও সাইফক্স টি দেখতে পারতেছেন আমার দিকে তাকিয়ে আছে, কি দারুন লাগছে।

IMG20240609203926.jpg

IMG20240609203732.jpg

IMG20240609203939.jpg

অবশেষে সম্পূর্ণ করে ফেললাম ডাই পোস্টটি। রঙ্গিন কাগজ দিয়ে আমি চেষ্টা করেছি আমার বাংলা ব্লগ ও স্টিমিটকে কেন্দ্র করে সুন্দর একটি বার্তা দেয়ার জন্য।আমাদের দাদা অনেক কষ্ট করতেছে আমাদের জন্য সব সময় চেষ্টা করতেছি সুন্দরভাবে প্রতিটা ইউজারকে সাধ্যমতো সাপোর্ট দেয়ার জন্য ও আমার বাংলা ব্লগে আসার কারণে আমি নিজের ভিতরে থাকা দক্ষতা গুলোকে জানতে পেরেছি ও এখানে প্রকাশ করতে পেরে অনেকটাই ভালো লাগতেছে। এরকম সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। সাথে এডমিন মডারেটররাও অনেক কষ্ট করে যাচ্ছে আমাদের জন্য সব সময় আমাদের দেখে শুনে রাখতেছে। সবার জন্য শুভকামনা রইল এই প্রতিযোগিতা যেন খুব সুন্দর ভাবে কাটে সবার।আজকের মত এখানেই শেষ করলাম আশা করি আপনারা সকলেই পাশে থাকবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Banner.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Sort:  
 17 days ago 

আপু আপনি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ডাই পোস্টে অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনি দেখছি খুব সুন্দর করে এই ডাই পোস্ট তৈরি করেছেন। এত সুন্দর করে এটি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 13 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার মন্তব্যটি আমার অনেক ভালো লাগছে।

 17 days ago 

অনেক ভালো লাগলো আপু আমার বাংলা ব্লগের তিন বছর পূর্তি উপলক্ষে আপনার সুন্দর রঙিন কাগজের ডাইপ্রজেক্ট দেখে। অনেক সুন্দর হয়েছে আপনার এত সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করা। দেখতে বেশ দারুন লাগলো।

 17 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি অসাধারণ একটি পোস্ট তৈরি করেছেন আপু। আমার বাংলা ব্লগের বিভিন্ন দিকগুলো আপনি আপনার পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। আপনার তৈরি করা প্রজেক্ট দারুণ হয়েছে আপু। শুভকামনা রইলো আপনার জন্য।

 13 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। পোস্টটি পড়ে সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61696.14
ETH 3401.11
USDT 1.00
SBD 2.52