Device :Oppo
Location
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে লাইফস্টাইলপোস্ট নিয়ে হাজির হলাম। প্রতিনিয়ত চেষ্টা করতেছি ভালো কোয়ালিটি ফুল পোস্ট করার জন্য। দুদিন আগে শ্বশুরবাড়ি থেকে মার বাসায় এসেছি ফুফুর বিয়ে খাওয়ার জন্য। বিয়ে মানে আনন্দ। কিছুদিন আগে বড় ফুফুর ছেলের বিয়ে খেলাম। আজকে নিজের ফুফুর বিয়ে খেলাম।বিয়ের ডেট ছিল মঙ্গলবার তারপর পানির কারণে ডেট শুক্রবার দেয়া হয়েছিল। সেদিনও আবার পানি হয়েছিল। |
Device :Oppo
Location
আশা করি ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। উঠে হালকা পাতলা নাস্তা করে নিলাম।হাজবেন্ড ঘুমিয়েছিল তাকে আর ডাকলাম না। সে একটু পর উঠল তারপর বিয়ে বাড়ির যেরকম অবস্থা হয় সকলে মিলে আনন্দ উদযাপন করছিল। সকাল সকাল খিচুড়ি রান্না করার জন্য সকলে ব্যস্ত হয়ে পড়ছিলো।দুইটা ডেজকি তে করে বাড়ির সামনে রান্না করা হচ্ছে।এগুলো বাড়ির মানুষজন ও আত্মীয়-স্বজনের জন্য সকাল সকাল রান্না করা হলো। |
Device :Oppo
Location
তারপর আমি খিচুড়ির ছবি তোলার জন্য চলে গেলাম। প্রতিটা মানুষ খিচুড়ি নিয়ে গেল।অনেক রান্না করা হয়েছিল লাস্টে অবশেষে ছিল সেগুলো বাড়ির মানুষজন নিয়ে গেল এবং খিচুড়িতে প্রচুর স্বাদ হয়েছিল ভীষণ ভালো লাগছিল। এরপর ভাত মাংস রান্না করার সময় হঠাৎ করেই পানি নেমে আসলো। যেটার ভয় করছিল ওটাই হল পানির কারণে রান্না স্থগিত রাখা হলো। |
Device :Oppo
Location
অতঃপর দেখতে পারতছেন পুরা উঠান পানিতে কাদা হয়ে গেছে ও এ আমার সামনে আব্বু ও ভাই রান্না করতেছে।পোলাও ভাত রান্না করতেছে। পানিতে রান্না করতে বেশ কষ্ট হচ্ছিল অনেক মানুষজন দাড়ানোর জায়গা পাচ্ছিল না। পানি হয়ে মনে হচ্ছিল যে আজকে অনুষ্ঠানটা আর হবে না।কিছুক্ষণ পর আবার রোদ উঠলো আবারও স্বাভাবিক হয়ে গেল। তাও কাঁদা থেকে যাচ্ছিল হাটতে বেশ কষ্ট হচ্ছিল। তারপরে একে একে সবার রান্না হয়ে গেল।গেট সাজানো হলো বরের আসার টাইম হয়ে গেল।আমরা বরের সামনে চলে গেলাম গেটের কাছে। |
Device :Oppo
Location
আপনারা দেখতে পারতেছেন গেট অনেক সুন্দরভাবে সাজানো লাইটিং মিউজিক সেট করা হয়েছিল। অতঃপর বর আসলো ফিতা কাটলো। বর আসনে বসলো। বিয়ে পড়ানোর জন্য সবাই মসজিদে গেল।ওখানে করানো হলো। বর বলছিল বিয়ে করলে মসজিদে বিয়ে করব। তার পর খাওয়া দাওয়ার জন্য সকলে চলে আসলো। |
Device :Oppo
Location
তারপর টেবিলগুলো অনেক সুন্দর ভাবে সাজানো ছিল। আগে বরপক্ষ খেয়ে নিল তারপর আমরা সকলে একসঙ্গে মিলে বসে পড়লাম। অতিরিক্ত গরমের কারণে খুব একটা খেতে পারি নাই।
Device :Oppo
Location
তারপর বরপক্ষ আমার ফুফুকে নিয়ে চলে গেল অতঃপর আমরা কিছুক্ষণ আড্ডা দেয়ার পর সন্ধ্যা হয়ে গেল অতঃপর প্রিয় মানুষটির হাত ধরে একটি ছবি উঠলাম। প্রিয় মানুষটির পাশে থাকলে সব সময় ভীষণ ভালো লাগে সৃষ্টিকর্তা যেন আমাদের সবসময় একসঙ্গে রাখে। এই ছিল আজকের বিয়ের দিনের মুহূর্তটি। আশা করব আপনারা সকলেই ভালো থাকবেন আবারো সুন্দর কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনার মাঝে।
সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়
আমার নাম সাদিয়া।আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার বাসা হচ্ছে মেহেরপুর জেলার গাংনী থানার বামুন্দিতে। পড়াশোনার পাশাপাশি আমি ব্লগিং সাইট বেছে নিয়েছি। এখানকার কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। সত্যিই ফেসবুকে যে সময়টুকু দিয় এখানে দিলে হয়তোবা ভালো কিছু আশা করব।আমার প্রিয় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, রান্না করা আর এখানে এসে অনেক কিছু শিখতে পারছি। কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করার আগ্রহ। আমি চেষ্টা করছি আমার স্বামীর পাশাপাশি তাকে হেল্প করার। আমার আর্ট অরিগ্যামি ওয়ালমেট ইত্যাদি তৈরি করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। 💗
Posted using SteemPro Mobile</center
আপনি দেখতেছি ফুপুর বিয়েতে বেশ সুন্দর মুহূর্ত উদযাপন করেছেন। আসলে বিয়ের দিন পানি হলে আনন্দটাই নষ্ট হয়ে যায়। আপনি আপনার প্রিয় মানুষটির সাথে বেশ সুন্দর মুহূর্ত কাটানোর চেষ্টা করেছেন। সকলে খিচুড়ি খেয়েছেন ও দুপুরে খাওয়া-দাওয়া করে বেশ ভালো সময় পার করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ফুফুর বিয়ের দিনে কিছু সুন্দর মুহূর্ত। আপনার ফুপুর বিয়েতে অনেক সুন্দর ভাবে বেশ আয়োজন করেছিলেন দেখেই বোঝা যাচ্ছে। বিয়ের গেট মিউজিক লাইট এর মাধ্যমে বেশ দারুণভাবে সাজিয়েছিলেন। এত সুন্দর একটি আনন্দঘন মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া বেশ আনন্দের সাথেই বিয়েটি হয়েছিল । ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনার ফুফুর বিয়ের সুন্দর কিছু মুহূর্ত আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। বিয়ের দিন প্রতিটা বাড়িতে সকালে খিচুড়ি রান্না করা হয়। তবে খিচুড়ি রান্না করার পর যখন মাংস রান্না করতে গেল তখনই বৃষ্টি নামে পড়ল। বিয়ের দিন এরকম বৃষ্টি হলে আনন্দটাই কেমন যেন মাটি হয়ে যায়। যাই হোক সন্ধ্যার দিকে প্রিয় মানুষটার হাত ধরে সুন্দর করে একটি ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
হ্যাঁ ঠিকই বলেছেন বিয়ের দিন যদি বৃষ্টি হয় তাহলে আর ভালো লাগে না নতুন পোশাক বা হাঁটাহাঁটি করা লাগে প্রচুর ।তখন এই কাঁদার মধ্যে ভালো লাগেনা।আপনার আমার পোস্টটি পড়ে ভালো লাগলো জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।।
একের পর এক বিয়ের দাওয়াত খেয়ে যাচ্ছেন। কিছুদিন আগে ফুফাতো ভাইয়ের বিয়ের দাওয়াত খেয়েছেন এখন আবার নিজের ফুফুর বিয়েতে আনন্দ করছেন। বেশ দারুন মুহূর্ত কাটিয়েছেন। বিয়েতে আসলেই অনেক মজা করা হয় সবাই মিলে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
কয়দিন আগে ফুপি শাশুরির একমাত্র ছেলের বিয়ে খেয়েছিলাম। তার কিছুদিন পরেই আবার নিজের ফুপুর বিয়ে খেলাম। আসলেই বিয়ে ময় দিন যাচ্ছে আমাদের। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
তবে এটি ঠিক বলেছেন আপু বিয়ে মানে আনন্দ বিয়ে মানে মজা। আপনি দেখতেছি ফুফুর বিয়ে খেয়েছেন মজা করে। তবে ভাগ্য ভালো ফুফুর বিয়ে খেলেন। আর বিয়ে বাড়িতে এমনিতে মানুষজন বেশি থাকে তাই আনন্দটাও বেশি হয়। তবে মজার ব্যাপার হলো আমাদের ভাইকে ঘুমে রেখে আপনি নাস্তা করেছেন। যাই হোক খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
বিয়ে মানে অনেক মজা কারণ অনেক আত্মীয়দের সাথে বিয়ের দিনে দেখা হয় এমনিতে তাদের সাথে দেখা তেমন হয় না। আসলে কাউকে ঘুম থেকে ডেকে তুলতে আমার খারাপ লাগে। কারণ একটা মানুষের ঘুম আসতে অনেক সময় লাগে তার জন্যই আর কি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে গ্ৰামের বিয়ে গুলোর মধ্যে একটু বেশি আনন্দ হয়।গ্ৰামের বিয়ে গুলোর মধ্যে দেখা যায়, সকাল বেলা তারা খিচুড়ি রান্না করে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু শহরের বিয়ে গুলোর মধ্যে এমনটা দেখা যায় না। যাইহোক আপনি আপনার ফুফুর বিয়ের দিনে বেশ দারুন একটি সময় কাটিয়েছেন।
কারণ অনেক আত্মীয় থাকার কারণে তারা কি খাবে সকালে। তাই চিন্তা করে নাস্তা হিসেবে খিচুড়ি রান্না করা হয় সকালে। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আসলে বিয়ের অনুষ্ঠানে গেলে ভীষণ ভালোই লাগে। আপনার ফুফুর বিয়ের অনুষ্ঠান দেখে ভালো লাগলো। সকাল সকাল দেখছি সবাই বেশ ভালো করে খিচুড়ি খেয়েছেন। তবে সব থেকে বেশি ভালো লেগেছে, আপনি আর ভাইয়া হাত ধরে ছবি তুলেছেন দেখে। ঠিক বলেছেন প্রিয় মানুষ পাশে থাকলে সব সময় ভালো লাগে। আপনাদের দুজনের সম্পর্ক যেন এরকমই থাকে সারা জীবন।
বিবাহের দিন মানে আনন্দের সময়। আর সেখানে যদি হয় আপনজনদের বিবাহ আর নিজের উপস্থিতি মানে অন্যরকম ভালোলাগা। ঠিক তেমনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আপনার সুন্দর এই পোস্ট দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। যা বুঝতে পারলাম খুব ইনজয় করেছেন।
বিয়ে বাড়ি মানে আনন্দের জোয়ার। আর সেই আনন্দের জোয়ারে যদি বৃষ্টি এসে যায়, তাহলে খানিকটা সময়ের জন্য হলেও আনন্দের ব্যাঘাত ঘটে। যাই হোক, বৃষ্টিকে উপেক্ষা করে আপনার ফুপুর বিয়ে বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে, জেনে খুব ভালো লাগলো। প্রিয় মানুষটির হাত ধরে বেশ সুন্দর ছবিও তুলেছেন, সব মিলিয়ে আপনার সময়টা বেশ উপভোগ্য হয়েছিল তা বেশ বুঝতে পারছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ফুফুর বিয়ের দিনে সুন্দর মুহূর্ত কাটানো নিয়ে পোস্ট উপস্থাপন করার জন্য।
বিয়ের দাওয়াত খাওয়ার মজা কত আনন্দ তা বলে বোঝানো যায় না। আপনি দেখতেছি ফুফুর বিয়ের দাওয়াত খেয়েছেন। আসলে নিজস্ব লোকদের বিয়ে হলে খুব মজাই হয়। বিশেষ করে আপন মানুষগুলোর সাথে দেখা হয় এবং কথা বলা হয়। তবে কিছু কিছু বিয়ে আছে সারা জীবন মনে থাকে স্মৃতিগুলো। আর আমাদের ভাই মনে হয় বিয়েতে ভালো ঘুম গেলেন। তবে আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ফুফুর বিয়েতে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন।