নিজের সাথে যুদ্ধ।।
আসসালামু আলাইকুম
আমাদের পুরো জীবনটাই একটা যুদ্ধক্ষেত্র। যেখানে আমাদের প্রতিনিয়ত নিজেকে নিজের সাথে যুদ্ধ করতে হয়।এই পৃথিবীতে সেই সব চেয়ে সুখী যে নিজেকে কঠিন বাস্তবতার সাথে মানিয়ে নিতে পারে।জীবনে একবার হলেও হুচুট খাওয়া দরকার জীবনে একবার হলেও বড় ধাক্কা খাওয়া দরকার কারণ ধাক্কা বা হুচুট খেলেই আমরা বুঝতে পারি বাস্তবতা কি। কে আপন কে পর। বিপদে পরলেই আমরা বুঝতে পারি কার কাছ থেকে দূরে থাকতে হবে আর কাকে আপন করতে হবে। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু আমরা নিজেরাই। কারণ আমাদের নিজেদের কিছু ভুলের জন্য আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়।জীবনটা এতো সহজ নয় এখানে সবাই শুধু আমাদের অর্জনটায় দেখে। তাই আবেগ কে দূরে ঠেলে নিজের সাথে যুদ্ধ করি আমরা।অলসতা ও একাকিত্ব আমাদের চুইতে চাইবে আশে পাশে না তাকিয়ে আমাদের লক্ষের দিকে এগিয়ে যেতে হবে। অন্ধকার রাতের পরে যেমন আলোকিত সুন্দর সকাল আসে ঠিক তেমনি খারাপ সময়ের পরেই ভালো সময় আসে! সফলতার দিকে না ছুটে লক্ষের দিকে ছোটা উচিত আমাদের। লক্ষ ঠিক থাকলে সফলতা এমনি চলে আসবে। ঘুমন্ত সপ্নের পিছনে না ছুটে যে সপ্ন ঘুমাতে দেয় না সেই সপ্নের পিছনেই ছোটা দরকার, উচিত। আমাদের নিজের সাথে নিজে প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যেতে হবে কারণ যে নিজের সাথে যুদ্ধ করতে পারে সে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারবে।হেরে থাকা মানে চুপ করে থাকা নয় হেরে যাওয়া মানে নতুন কিছু শুরু করা। নিজের সাথে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত পারো চালিয়ে যাও সফলতা তোমার হাতের মুঠোয়।
নিজের সাথে যুদ্ধ করে বার বার বলে উঠি উঠে পর আজকে দিনটায়! নিজেকে বদলে ফেল। জীবনটাকে বদলে ফেল নিজের সপ্ন টাকে পূরণকর।নিজের খারাপ গুণ গুলোকে মেরে ফেল।উঠে পর কারণ শুয়ে থাকলে কিছুই পরিবর্তন হবে না।উঠলেই তোর রক্ত গরম হবে।শুয়ে থাকলে তোহ তোর রক্ত জল হয়ে যাবে। তার পর নিজেকে বলি এখন ভেবে দেখ তুই জীবনে কি করতে পারবি! যদি সময়ের প্রথমে জেগে যাস তবে সবার থেকে আগে এগিয়ে থাকবি নাহলে তুই পিছনে পরে থাকবি।নিজেকে বলি আর বলিস না তুই আর ৫মিনিটে উঠে যাবি কারণ এই ৫মিনিট তোর সারাজীবন নষ্ট করে দিবে।আর কোন বাহানা দিস না।আর নিজে নিজেকে কোন মিথ্যা বলিস না নাহলে কিভাবে হাসিল করবি তুই তোর গোল! সপ্ন তোর অনেক বড়।আর সেটাকে পাওয়ার জন্য তোকে পরিশ্রম করতে হবে অনেক বড় কিন্তু এভাবে শুয়ে থাকলে কোনদিনও হবে না তোর নাম। উঠে যা আজকের দিনটা কিছু করার। কিছু পরিবর্তন করার কিছু করে দেখানোর উঠে পর। প্রতিদিন এভাবে নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছি।
জীবন যুদ্ধে জয়ী হতে চান নিজের সাথে নিজে যুদ্ধ করুন। নিজের সাথে নিজে যুদ্ধ করে নিজের রাগ নিজের ক্রোধ, হিংসা এই গুলোকে পরাজিত করে নিজের ভবিষ্যত স্বপ্নকে জাগ্রত করুন।নিজের বিবেককে জাগ্রত করুন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে ঘরে উঠুন।তবেই জীবন সুন্দর তবেই জয়ী হতে পারবেন।
দেখুন সমস্যা হীন পৃথিবী হয় না। সমস্যা অভাব নেগেটিভিটি অবসার এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তে গেছে। ফলে এগুলো থেকে পালিয়ে লাভ নেই থাকুক না এগুলো জীবনের বা ঘরের যেকোনো কোনে চলুক না আমাদের সঙ্গে হোক না মন খারাপ তাতে ভয় কি! মনের জানালা টা এতো বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পরে।নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না মনে রাখবেন এটা আপনার এসপ্রেস এটা আপনার জন্য ধার্য। মনে রাখবেন জীবনটা আপনার।কমেডি হোক বা ট্রাজেডি এই জীবন নাটকের নায়ক আপনি। আজকের আলোচনা এখানেই শেষ। আজকের বিষয়ে আপনার চিন্তা শেয়ার করুন. সকলের জন্য শুভেচ্ছা দোয়া ও আশীর্বাদ। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাংলা ব্লগ এর সাথেই থাকুন
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য, তবে লেখাগুলো ছোট ছোট প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করলে আরো বেশী সুন্দর হতো আর বেশ কিছু বানান ভুল আছে, এগুলোর ব্যাপারে যত্নশীল হতে হবে। বানান ভুল থাকলে পোষ্ট কিউরেশন করা হবে না।
দাদা আমি আমার পরবর্তী পোস্ট গুলো ছোট ছোট প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করার চেষ্টা করবো। আর আমি আমার পোস্টের মধ্যে যেনো বানান ভুল না হয় সে জন্য পরবর্তী পোস্ট গুলোতে সর্তক থাকার চেষ্টা করবো। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর করে আমার ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য।