You are viewing a single comment's thread from:

RE: গ্রাম্য মেলায় আমার ছোটবেলার স্মৃতি।

ছোট বেলার স্মৃতি মনে হচ্ছে প্রায় সকলেরই একই হয়।আমিও আপনার মতই ছোট সময় 20 টাকা নিয়ে মেলায় যেতাম। মেলায় গিয়ে আমার পছন্দ মতো খেলনা কিনে আনতাম।সময়টা কতই না সুন্দর সুন্দর ছিল।ছিলনা কোন ব্যস্ততা ছিলনা কোন টেনশন।এক গাদা খেলনা হলেই চলে যেত দিনের পর দিন।

অনেক কিছু কিনেছিলাম তখন ৩০০ টাকায়। এখনকার চেয়ে দশগুণ বেশি জিনিস কিনতে পাওয়া যেত ঐ সময়ে।

ঠিকই বলেছেন ভাই আমি যখন ছোট ছিলাম 1 টাকায় সিঙ্গারা পাওয়া যেত যেটা এখন 5 টাকা।

মজার ব্যাপার হল ওই ব্যাংকে ১১ টাকা জমানোর পর ভেঙ্গে ফেলেছিলাম। আমার ১৭ টা টাকাই লস।

একেই বলে পাঁচ টাকার ঘোড়ার জন্য দশ টাকার খাবারের ব্যাবস্থা করা।

অনেক সুন্দর হয়েছে ভাই। সম্পূর্ণ পোস্ট শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়।

Sort:  
 3 years ago 

১ টাকার সিঙ্গারা আমাদের বাজারে পাওয়া যেত।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67104.23
ETH 3509.43
USDT 1.00
SBD 3.21