DIE ইভেন্টে আমার প্রথম অভিজ্ঞতা।কাগজ দিয়ে শাপলা ফুলের কলি তৈরি।১০% shy-fox এর জন্য।

Polish_20211003_232327826.jpg

আসসালামুআলাইকুম, প্রাণ প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি প্রথম অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছে।সেটা হলো প্রথম বারের মত আমি @rme দাদার DIE ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি।আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে কাগজ দিয়ে শাপলা ফুলের কলি বানাতে হয়।চলুন তাহলে শুরু করি।আশা করছি আমার সাথেই থাকবেন।

ধাপ ১


IMG_20211003_111314.jpg

IMG_20211003_111247.jpg
প্রথমে আমি একটি কাগজের টুকরা বর্গাকার করে নিয়েছি।কাগজটি দুই দিক থেকে ভাঁজ করে নিয়েছিলাম।

ধাপ ২

IMG_20211003_111332.jpg
তারপর কাগজের ভাঁজ গুলো ছাড়িয়ে নিলাম।দেখা যাচ্ছে চার কোনায় চারটি দাগের মত দেখতে পাচ্ছেন।

ধাপ ৩

IMG_20211003_111439.jpg

IMG_20211003_111503.jpg

IMG_20211003_111531.jpg
তারপর ভাঁজ করা কোনা গুলো উল্টো দিকে ভাঁজ করে দিতে হবে।

ধাপ ৪

IMG_20211003_111601.jpg
কোনা গুলো ভাঁজ করার পর এরকম চতুর্ভুজের মত হবে।

ধাপ ৫

IMG_20211003_111625.jpg

IMG_20211003_111644.jpg

IMG_20211003_111724.jpg

তার পর এরকম ভাবে চারপাশ থেকে দুই দিকে ভাঁজ করে দিতে হবে।ভাঁজ করতে করতে তিন নং ছবির মত হবে।

ধাপ ৬

IMG_20211003_111724.jpg

IMG_20211003_111810.jpg

IMG_20211003_111810.jpg

এবারে আপনাকে একটু কষ্ট করে প্রথম ছবিটির নিচ থেকে ফু দিতে হবে।ফু দেওয়ার পর কাগজের কলিটি ফুলে উঠবে

ধাপ ৭

IMG_20211003_111908.jpg

IMG_20211003_112015.jpg

এরপর তৈরি হয়ে গেলো আমার তৈরি শাপলা ফুলের কলি।এভাবেই কাগজ দিয়ে শাপলা ফুলের কলি তৈরি করেছি।

IMG_20211003_112120.jpg

DIE ইভেন্টে এটা আমার প্রথম অভিজ্ঞতা।কেমন হয়েছে জানিনা তবে চেষ্টা করেছি শতভাগ।
সবাইকে অনেক ধন্যবাদ।


cc:@rme দাদা

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে চমৎকার শাপলা ফুল বানিয়েছেন।ভালো লাগলো দেখে।শুভ কামনা রইলো আপনার জন্য

অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি কাগজ দিয়ে শাপলা ফুলের কলি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে যেন সত্যিই শাপলা ফুলের কলি ।আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু মূল্যবান মন্তব্যের জন্য।

কাগজ দিয়ে শাপলা ফুল খুব সুন্দর করে তৈরি করেছেন ভাইয়া। প্রজেক্টটি সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভাইয়া।

অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

শাপলা ফুলটি দেখতে চমৎকার হয়েছে। আর আপনি খুব সুন্দরভাবে শাপলা ফুল তৈরির ধাপগুলোর বিবরণ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

ছোটবেলায় আমি এটি বানাতে পারতাম এবং অনেক সুন্দর লাগতো আজকে আবার আপনার পোস্ট দেখে মনে হচ্ছে পারব। খুব চমৎকার হয়েছে এবং আমার কাছে মনে হয় তিনটি তিন রকম রং দিয়ে করলে আরো সুন্দর হতো।

অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে আগে ছোটবেলায় এইরকম ফুল বানাতাম, বেশ ভালো লাগতো। আপনার এই কাগজ দিয়ে তৈরি ফুলটি দেখে আবার সেই কথা মনে পড়ে গেলো। আপনার কাগজের ফুলটি ভালো হয়েছে।

অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে শাপলা ফুলের কলি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে ভাই আপনার জন্য শুভকামনা রইলো

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্যে।

 3 years ago 

ভাই কাগজ দিয়ে চমৎকার শাপলা ফুল বানিয়েছেন।ভালো লাগলো দেখে।শুভ কামনা রইলো আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হাতের কাজ টি অনেক গুছিয়ে বানিয়েছেন। আমার কাছে দারুন লেগেছে। এক কথায় অনবদ্য ।প্রথম বারেই বাজি মাত দুর্দান্ত । শুভেচ্ছা রইলো অনাবিল

অনেক ধন্যবাদ ভাই মূল্যবান একটি মন্তব্য করার জন্য।

সাব্বির ভাইয়া জাতীয় ফুল শাপলা ডাই অনেক ভালো ছিলো শুভকামনা রইলো 🥰🥰🥰

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64106.00
ETH 3129.71
USDT 1.00
SBD 4.16