আমার বাংলা ব্লগ:🌼 ফুল ও পাতা🌿
আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে।আমার বাংলা ব্লগে ফুল ও পাতা নিয়ে আপনাদের সামনে কিছু ফটোগ্রাফি এবং বর্ণনা উপস্থাপন করবো।
https://w3w.co/revivals.nutrient.personalities
ছবিটিতে একটি সুন্দর ফুল দেখতে পাচ্ছেন। এই ফুলটি আমি ছোট বেলা থেকেই চিনি।তবে এই ফুলটির নাম জানি না।ছোট বেলায় এই ফুল দিয়ে অনেক খেলাধুলা করেছি।ফুলটি দেখতে মোটামুটি হাতির শুরের মত লাগে।
https://w3w.co/dejectedly.grandest.evoking
এই ছবিটিতে দেখতে পাচ্ছেন কিছু ক্ষুদ্র ফুল। এটা এক ধরনের গুচ্ছ ফুল।এই ফুলটি ফাটালে চিরি চিরী বিচি বের হয়। এই ফুলটিকে ছোট বেলায় আমরা সেমাই ফুল বলটামেই ফুলেরও সঠিক নাম আমার জানা নেই।
https://w3w.co/cabins.strings.austerely
ছবিটিতে একটি রোগাক্রান্ত পাতা দেখতে পাচ্ছেন। এই গাছটিকে আমি পিঠা কুমড়া গাছ বলে জানি।গাছের পাতার উপরে ছোট গোটার মত দেখতে এটাকে রোগ বলে জানি।কিন্তপাতাটি কি আসলেও রোগাক্রান্ত নাকি সুস্থ?
https://w3w.co/giggling.blackboard.populating
ছবিটিতে একটি ফুল দেখতে পাচ্ছেন। ফুলের উপরে দেখছেন একটি কালো পোকা, পোকাটি ফুলের উপরে ঘুরে বেড়াচ্ছে।ফুল ও পোকা মিলিয়ে একটি পরিপূর্ণ সৌন্দর্য ফুটে উঠেছে।
https://w3w.co/clerics.prolongs.gallons
এই ছবিতে দেখা যাচ্ছে পুঁইশাক এর পাতা।পাতাটি মনে হচ্ছে কীটপতঙ্গের আক্রমণে পরেছে।পাতায় অনেক গুলো ছিদ্র দেখা যাচ্ছে।ছিদ্র গুলো দেখে মনে হচ্ছে কোন পোকায় আক্রমণ করেছিল পাতায়।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।আশা করছি আপনাদের কাছে আমার এই ক্ষুদ্র ব্লগটি ভালো লেগেছে।
ফটোগ্রাফি | প্রকৃতি |
---|---|
ফটোগ্রাফার | @sabbirrr |
লোকেশন | বাংলাদেশ টাঙ্গাইল |
ক্যামেরা | মোবাইল ফোন |
cc:@rme এবং @rex-sumon
শুভেচ্ছায় আমি @sabbirrr
অতি সাধারণ বিষয়গুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। আমার সব গুলো পোস্টেই আপনি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন🥰 এতে আমি আরো অনুপ্রাণিত হই।ভালোবাসা রইলো ভাই।
Hi, @sabbirrr,
Thank you for your contribution to the Steem ecosystem.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP