আমার বাংলা ব্লগ:[মাঝি ও নৌকা]


আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মাঝি ও নৌকা নিয়ে কিছু কথা বলার জন্য।আমার আজকের ব্লগের নাম মাঝি ও নৌকা,চলুন শুরু করি।

IMG_20210729_130429.jpghttps://w3w.co/voluptuous.phonetics.legendary

বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশের বুকে বয়ে চলেছে অসংখ্য নদী।নদী দিয়ে চলাচল করে নৌকা ও মাঝি। নদীর বুকের প্রধান সৌন্দর্য হলো নৌকা ও মাঝি।নদীর বুকে নৌকা ছাড়া নদী যেন একটা মুরুভূমির মত।নৌকা অনেক দেশে ক্রীড়া ও প্রমোদের জন্য ব্যবহৃত হলেও আমাদের দেশে এটা চলাচলের জন্য একটি অন্যতম মাধ্যম।নৌকা তৈরির প্রধান উপাদান হলো কাঠ ও বাঁশ।এগুলো দিয়েই মূলত নৌকা তৈরি করা হয়।

IMG_20210729_130436.jpghttps://w3w.co/voluptuous.phonetics.legendary

নৌকা দিয়েই মাঝিরা নদীপথ চলাচল করে। ছবিটিতে একটি নৌকা দেখতে পাচ্ছেন,নৌকায় দুজন লোক রয়েছে যার মধ্যে একজন মাঝি এবং অপর জন নৌকার মাঝ খানে বসে রয়েছে।নদীর সাথে মাঝির সৌন্দর্য ফুটে ওঠে একটি সুন্দর নৌকায়। এই নৌকাটি ও অনেক সুন্দর এবং চাকচিক্য ছিলো।

IMG_20210729_125619.jpghttps://w3w.co/voluptuous.phonetics.legendary

এই ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি সৈ তোলা নৌকা।রোদের প্রখরতা থেকে রক্ষার জন্যই মাঝিরা নৌকার মাঝখানে একটি সৈ তুলে রাখে।যখন আকাশে প্রচণ্ড রোদ থাকে তখন মাঝিরা সৈ এর নিচে গিয়ে বিশ্রাম করেন।এই ছবিতে যে নৌকাটি দেখতে পাচ্ছেন তার উপরে একটি সৈ রয়েছে।নৌকাটিতে বেশ কয়েকজন লোক রয়েছে।একটি ছোট শিশু নৌকার লোগী বেয়ে যাচ্ছে।

IMG_20210729_125624.jpghttps://w3w.co/voluptuous.phonetics.legendary

নদীর কিনারায় চারটি নৌকা ভিড় করেছে।আরেকটি নৌকা কিনারায় চাপছে।নদী বা হাওর অঞ্চলে বেধে রাখা নৌকা দেখতে সত্যিই খুব ভালো লাগে।আমি নদী ও নৌকার ছবি গুলো একটি ব্রিজের উপর থেকে ক্যাপচার করেছি।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

ফটোগ্রাফিমাঝি ও নৌকা
ফটোগ্রাফার@sabbirrr
লোকেশনবাংলাদেশ, টাঙ্গাইল
ক্যামেরামোবাইল ফোন

cc:@rme, @rex-sumon এবং @hafizullah


Sort:  
 3 years ago 

ভাই ছবি গুলো খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে ড্রোন দিয়ে তোলা।

ব্রিজের উপর থেকে তুলেছিলাম ছবি গুলো। ব্রিজটি ও অনেক উচু।

আপনার পোষ্টটা অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ফটোগ্রাফিগুলো সুন্দর ছিল। মনে হচ্ছে ছবিগুলো ড্রোন বা উচু কিছু ব্যবহার করে তোলা।

উচু ব্রিজের উপর থেকে ছবি গুলো তুলেছিলাম।

ওহহ। ভাই বুঝতে পারছি। আমি ভাবলাম ড্রণ দিয়ে তোলা।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70956.31
ETH 3809.95
USDT 1.00
SBD 3.50