আমার গ্রামের একটি ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা°° ১৫% @shy-fox এর জন্য••

আসসালামুআলাইকুম সবাইকে
আমি সাব্বির রহমান
বাংলাদেশ থেকে


হ্যাল্লো বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে আমাদের এলাকার নৌকা বাইচ প্রতিযোগিতা নিয়ে একটি পোস্ট উপস্থাপন করবো।চলুন শুরু করি।

IMG_20210831_153613.jpg
পিকচার লোকেশন:https://w3w.co/enrichin.sweepstak.encrypt
ব্যবহৃত ক্যামেরা:redmi Y3 ক্লিক @sabbirrr

নৌকা বাইচ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতা।নৌকা বাইচ বাংলাদেশের আনাচে কানাচে নদী নালা খল বিলে অনুষ্ঠিত হয়ে থাকে।নৌকা বাইচ মূলত বর্ষার মাঝামাঝিতে বেশি হয়ে থাকে।নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রতিটি নৌকায় মাঝি সহ্য কমপক্ষে ৭ থেকে ১০০ জন পর্যন্ত লোক থাকতে পারে।হাত বৈঠার সাহায্যে নৌকা কে এগিয়ে নিয়ে সঠিক গন্তব্যে পৌঁছানো এবং প্রতিদ্বন্ধী নৌকাকে অতিক্রম করে যাওয়া হলো নৌকা বাইচের প্রধান লক্ষ্য।আজকে আমি আমাদের গ্রামে একটি দুর্দান্ত নৌকা বাইচ উপভোগ করেছি।সত্যি খুব ভালো সময় পার করেছি আজকের বিকেলে।

IMG_20210831_162440.jpg
পিকচার লোকেশন:https://w3w.co/enrichin.sweepstak.encrypt
ব্যবহৃত ক্যামেরা:redmi Y3 ক্লিক @sabbirrr

আনুমানিক বিকেল সাড়ে তিনটায় নৌকা বাইচ দেখার জন্য রওনা হলাম।পনের মিনিটের মধ্যে আমি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হলাম।রাস্তার পাশেই নৌকা বাইচ হচ্ছিল তাই রাস্তা দিয়ে হাঁটছিলাম আর নতুন নতুন নৌকা দেখতেছিলাম।খুব ভালো লাগছিল।

IMG_20210831_162906.jpg
পিকচার লোকেশন:https://w3w.co/enrichin.sweepstak.encrypt
ব্যবহৃত ক্যামেরা:redmi Y3 ক্লিক @sabbirrr

হাঁটতে হাঁটতে আমার একজন পরিচিত লোকের নৌকা দেখলাম।তারপর আমাকে ডেকে নিয়ে তার নৌকায় উঠালো।আমি নৌকায় গিয়ে বসলাম।অনেক দিন পর নৌকায় উঠে আমার খুব ভালো লাগছিলো।পুরো এক বছর পর নৌকায় উঠেছিলাম আজকে ভালো লাগার ই কথা। যাই হোক নৌকা এক জায়গায় বেধে রেখে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে লাগলাম।

IMG_20210831_154040.jpg
পিকচার লোকেশন:https://w3w.co/enrichin.sweepstak.encrypt
ব্যবহৃত ক্যামেরা:redmi Y3 ক্লিক @sabbirrr

ছবিটিতে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এটা আমাদের ইউনিয়নের একটি বড় নৌকা।নৌকাটি ৫০-৫৫ হাত লম্বা হবে।দেখতে খুব ভালো লাগছিল।এই নৌকাটির বিশেষ গুন রয়েছে।নৌকাটি অধিকাংশ সময় জয় লাভ করে। তাই এই নৌকার সাথে অনেকেই বাইচ প্রতিযোগিতা করতে ভয় পায়।নৌকাটি আমাদের পাশের গ্রামের হাসেম মেম্বারের।নৌকায় প্রায় ৪০ জনের মতো সদস্য ছিল।

IMG_20210831_152505.jpg
পিকচার লোকেশন:https://w3w.co/enrichin.sweepstak.encrypt
ব্যবহৃত ক্যামেরা:redmi Y3 ক্লিক @sabbirrr

নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনেক গুলো ছোট ছোট নৌকা এসেছিল।নৌকা গুলোর বাইচ খুব চমৎকার ভাবে উপভোগ করেছিলাম।ছবিতে দেখতে পাচ্ছেন দুটি নৌকা খুব দুর্দান্ত মুহূর্তে রয়েছে। কেউ কারো থেকে পিছিয়ে নেই। এমন মুহূর্তে নৌকার সদস্যদের বুকের ভেতর নাজানি কেমন করে।এমন মুহূর্তে আমারই কেমন যেন লাগছিল, হায় কে যেন জিতে যায় আর কে যেন হেরে যায়। যাই হোক এই বাইচ টি খুব প্রতিযোগিতা মূলক ভাবে শেষ হয়েছিলো।

IMG_20210831_161804.jpg
পিকচার লোকেশন:https://w3w.co/enrichin.sweepstak.encrypt
ব্যবহৃত ক্যামেরা:redmi Y3 ক্লিক @sabbirrr

অনেক দূর দুরন্ত থেকে লোকজন এসেছিল নৌকা বাইচ দেখতে।তারা খুব ভালোভাবে নৌকা বাইচ উপভোগ করছিল।যায় যার মতো করে নৌকা বাইচের স্মৃতি চারন মূল সময় ক্যামেরা বন্ধী করছিল।কেউ কেউ ফটোগ্রাফি কেউ কেউ ভিডিও করতে ব্যাস্ত ছিল।কতই না সুন্দর দৃশ্য ছিল যেটা উপভোগ করার মতো ছিল।

IMG_20210831_163410.jpg
পিকচার লোকেশন:https://w3w.co/enrichin.sweepstak.encrypt
ব্যবহৃত ক্যামেরা:redmi Y3 ক্লিক @sabbirrr

কিছুক্ষণ পর পর ছোট বড় নৌকা বেধে রেখে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতেছি।সকলের এক্সপ্রিয়েশন খুব দারুন ছিল।বছরের প্রথম প্রথম নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তাই লোকজনের সমাগম অনেক বেশি ছিল।কে ছুটে আসে কার উপর দিয়ে।এভাবেই সকলে খুব ভালোভাবে নৌকা বাইচ উপভোগ করেছিল।আমিও খুব সুন্দর সময় পার করেছিলাম।

IMG_20210831_151800.jpg
পিকচার লোকেশন:https://w3w.co/enrichin.sweepstak.encrypt
ব্যবহৃত ক্যামেরা:redmi Y3 ক্লিক @sabbirrr

সত্যি খুব ভালো সময় অতিবাহিত করেছিলাম।এমন সুন্দর মুহূর্ত উপভোগ করার মতোই ছিল।তবে পানি কম থাকার কারণে নৌকা গুলোর কালেকশন একটু কম হয়েছিলো।পানির যদি আরো বেশি থাকতো তাহলে আরো বেশি নৌকার সমাগম হতো। যাই হোক ভালো ছিল সময়টা।


সবাইকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্যে।আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে।এতক্ষণ সবাই ভালো থাকুন।


ফটোগ্রাফিনৌকা বাইচ
ফটোগ্রাফার@sabbirrr
লোকেশনবাংলাদেশ টাঙ্গাইল
ক্যামেরামোবাইল ফোন

cc:@rme @rex-sumon @hafizullah @winkels আপনাদের বিশেষ ভাবে ধন্যবাদ আপনাকে সর্বদা সাপোর্ট করার জন্য।


শুভেচ্ছায় আমি @sabbirrr


Sort:  

ভাই জীবনেও সামনাসামনি নৌকা বাইচ প্রতিযোগিতা দেখি নাই। আমার অনেক ইচ্ছে এ প্রতিযোগিতা দেখার। আমাদের এখানে কি প্রত্যেক বছরই হয়?

হুমম ভাই প্রতি বছরই হয়।আমাদের এলাকায় এসে একবার দেখে জাইয়েন ভাই😍

 3 years ago 

সামনা সামনি নৌকা বাইচ দেখার সৌভাগ্য এখনো হয় নাই। এটা গ্রাম বাংলার ঐতিহ্য বলা যায়। কিন্তু এই ঐতিহ্য এখন হারাতে বসেছি। এখন এইরকম প্রতিযোগিতার আয়োজন খুব একটা হয় না। আপনার রিভিউ টা খুব ভালো হয়েছে।।

অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

কিন্তু এই ঐতিহ্য এখন হারাতে বসেছি। এখন এইরকম প্রতিযোগিতার আয়োজন খুব একটা হয় না।

ঠিকই বলেছেন ভাই মানুষ এখন প্রাচীন ঐতিহ্য ভুলে যাচ্ছে। এমন সুন্দর সুন্দর মুহূর্ত গুলো হয়তো আর কয়েক বছর পর খুঁজে পাওয়া যাবে না,😢

 3 years ago 

যথার্থ বলেছেন।

 3 years ago 

বাহ এটা সত্যিই আশ্চর্যজনক, আমাদের এলাকায় বিশেষ করে আচে আমি এরকম নৌকা দৌড় কখনও দেখিনি ..

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

অনেক ধন্যবাদ আপনাকে। আমার এটা সৌভাগ্য যে গ্রামে প্রতি বছর ই হয়।

 3 years ago 

নৌকা বাইচ খুবই চমৎকার একটা খেলা। আমি আমার জীবনে একবার বা দু'বার নৌকাবাইচ দেখেছি। একসময় আমাদের দেশের গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল এই নৌকা বাইচ। কিন্তু দিন দিন এটা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। নৌকাবাইচ দেখতে খুবই মজা লাগে। আপনার সময়টা খুব ভালো কেটেছে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।

সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

নৌকা বাইচ আমি অনেক ছোট বেলায় একবার দেখেছিলাম।এখন তো এটা দেখাই যায় না।আপনার ছবি গুলি দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

মন্তপ বেনার দেহ পোস্টিংআন ইয়াং এবং লাকুকান আদালাহ দেঙ্গান মেংগুনাকান মেতোদে বারু ইয়াং লেবিহ বাইক
সায়া সুকা সেকালি দেঙ্গান আদানিয়া কেজিয়াতান ইয়াং দিলাকুকান ওলেহ সিওরাং ইয়াং সেটিয়া 👍

দয়া করে আপনি শুদ্ধ বাংলায় কমেন্ট করুন।ধন্যবাদ আপনাকে এর আগেও একবার বলেছিলেম।

cc:@rme @rex-sumon @hafizullah

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57431.51
ETH 3085.99
USDT 1.00
SBD 2.35