আমার বাংলা ব্লগ: ভালো লাগা একটি বিকেল।[10% @shy-fox এর জন্য।]


আসসালমুআলাইকুম বন্ধুরা আমি @sabbirrr বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বিকেলের সুন্দর মুহুর্ত গুলো তুলে ধরবো।আশা করি সাথেই থাকবেন।

IMG_20210819_172129.jpg
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired

বিকেল সাড়ে চারটায় আসরের নামাজ আদায় করে বাহিরে হাটতে বের হয়েছিলাম।বাহিরে গিয়ে আমি আমার ভাই ব্রাদারের সাথে হাটতে লাগলাম। বিকেলের মনোরম পরিবেশে হাটতে সত্যিই খুব ভালো লাগছিল।রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং বিকেলের আধো আলো আধো ছায়া উপভোগ করছিলাম। গাঢ় সবুজ ঘাসের উপরে সূর্যের আলো এবং গাছের আধো ছায়া খুব ভালো লাগছিলো।

IMG_20210819_172247.jpg
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired

আমরা হাটতে ছিলাম এবং একজন আরেকজনের সাথে কথা বলছিলাম। এদিকে আমি ফটোগ্রাফি করার জন্য ব্যাস্ত ছিলাম।ওরা হাঁটছিলো আমি তাদের পেছন থেকে ছবিটি ক্যাপচার করেছিলাম।

IMG_20210819_172027.jpg
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired

হাটতে হাটতে আমরা ভাঙ্গা ব্রিজের কাছে গেলাম।যখন ব্রিজটি নতুন ছিলো তখন থেকেই এই ব্রিজের নাম ছিল ভাঙ্গা ব্রিজ।মূলত এই ব্রিজটি আমাদের এলাকার সকলেই ভাঙ্গা ব্রিজ নামেই জানে।ব্রিজে গিয়ে আমরা বসলাম।

IMG_20210820_174827.jpg
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired

ব্রিজে গিয়ে দেখলাম ব্রিজের নিচে একজন লোক মাছ ধরছে, এবং ব্রিজের উপরে বসে বসে কিছু লোক তার মাছ ধরা দেখছে।এদিকে ব্রিজের অপজিট পাশে লক্ষ্য করলাম যে পানির উপরে আকাশের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। নিস্তব্দ পানির ওপরে আকাশের প্রতিবিম্ব দেখে মনে হচ্ছিল এটা যেন এক বিশাল আয়না।

IMG_20210820_174721.jpg
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired

তারপর আমরা আরো কিছুক্ষণ ব্রিজের উপরে বসে বসে আড্ডা দিলাম।আড্ডা দেওয়ার ফাঁকে ফাঁকে আমি আকাশের রং পরিবর্তন গুলো ক্যামেরায় বন্ধী করছিলাম।

IMG_20210820_174741.jpg
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired

আকাশের এমন প্রতিনিয়ত রং পরিবর্তন আমার কাছে খুবই ভালো লাগে।মাঝে মাঝে ভাবি আকাশের রং পরিবর্তন এর কি কোন সীমা আছে?অবশ্যই এর রং পরিবর্তনের কোনো সীমা নেই।তবুও মনে হয় একই রূপ কি বার বার দেখা যাবে?সেটাও সম্ভব না আর এজন্যই আমি আকাশের রং পরিবর্তনের সুন্দর মুহুর্ত গুলো ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি।

IMG_20210819_172003.jpg
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired

এভাবেই বিকেলটা প্রকৃতির সাথে কাটিয়ে দিলাম।বিকেলের পরিবেশটা সত্যিই আমার কাছে খুবই ভালো লাগছিলো।সবাইকে অনেক অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

ফটোগ্রাফিপরন্ত বিকেল
ফটোগ্রাফার@sabbirrr
লোকেশনবাংলাদেশ টাঙ্গাইল
ব্যবহৃত ক্যামেরামোবাইল ফোন

cc:@rme @rex-sumon @hafizullah @winkels @moh.arif

Sort:  
 3 years ago 

গ্রামের অপুর্ব কিছু দৃশ্য ক্যামেরা বন্দী করেছেন। সাথে আপনাদের উপভোগ্য মুহূর্ত গুলো। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ

অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি কমেন্ট করার জন্য।

তোমার একটা খুব সুন্দর গ্রাম আছে.

হুমম আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি।

 3 years ago 

খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। অসাধারণ লাগছে।

image.png
এ ছবিটি দেখে আমি মুগ্ধ।

অনেক ধন্যবাদ আপনাকে প্রশংসা মূলক মন্তব্যের জন্য 🥰❤️

 3 years ago 

😊

Hi, @sabbirrr,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.034
BTC 66785.29
ETH 3229.75
USDT 1.00
SBD 4.30