You are viewing a single comment's thread from:

RE: বই বন্ধু।। শিশুদের বই পড়ার অভ্যাস তৈরি সম্পর্কে দু'চার কথা।। জেনারেল রাইটিং

in আমার বাংলা ব্লগ2 months ago

নিয়মিত লেখকদের লেখায় ছাপটা বোঝা যায়। সাবলীল, মনোরম। একটুখানি বন্দুরও নয়।

এবার পয়েন্টে আসি। আমার বই পড়ার অভ্যাস তৈরি হয়েছে ছোটবেলায় মা হাতে ঠাকুমার ঝুলি তুলে দেয়াতেই৷ সবাই যখন ঈদের সময় খেলনা কিনত, আমরা দুই বন্ধু কিনতাম নজরুল আর রবি ঠাকুরের কবিতার বই। শরতের সাধু ভাষার বই কিংবা স্বদেশী হুমায়ুন, মুজতবা, ওয়ালীউল্লাহর বই। মা হাতে বই তুলে না দিলে পড়া হতো না রোলিন্সের অ্যামাজোনিয়া কিংবা কোয়েলহোর দ্য আলকেমিস্ট। হুমায়ুনের কোথাও কেউ নেই অথবা আবু ইসহাকের সূর্য দীঘল বাড়ি নতুবা শহীদুল্লাহ্ কায়সারের সারেঙ বৌ মনে দাগ কাটত না।

এখনতো আর এসব উপন্যাসেও আগ্রহ পাইনা। নিয়মিত সায়েন্স রিলেটেড ফিচার পড়ি মাদাগাস্কারের প্রাণীর বৈচিত্র্যময়তা নিয়ে। ইন ল্যান্ড টাইকুন আর কোস্টাল টাইকুনের পার্থক্য নিয়ে। ব্লাকহোল নিয়ে।

সবই সম্ভব হয়েছে মায়ের ঠাকুমার ঝুলি তুলে দেয়াতে। সবাই যখন রবিনহুডের মুভি/কার্টুন দেখেছে আমি তখন রজার এল. গ্রিনের বইটাই পড়ে ফেলেছিলাম।

অনেককিছু বলে ফেললাম। আসলে নষ্টালজিক হয়ে গিয়েছি। অনেকদিন পর মাকে মিস করলাম। আপনার লেখা অনেক গুছানো৷ ভালো লাগলো। চালিয়ে যাবেন।

Sort:  
 2 months ago 

একটা বাচ্চার অভ্যেস ঠিক কেমন হবে তার জন্য তার পরিবারই দায়ী৷ আমরা বুঝলেই হবে৷

আসলে কি জানেন তো আঙুলটা অপরের দিকেই তাক করে ওঠে৷ নিজের দিকে তাক করা আঙুলগুলো তলায় চাপা পড়ে যায় বলে দেখতে পাইনা৷ আর আয়না? তার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর দেখাতেই ব্যস্ত। আমরা অসুন্দর হতে বা ভাবতে পারি না৷ এটাই সমস্যার৷

আপনার পড়ার অভ্যেস দেখে খুব ভালো লাগল৷

কমেন্ট পড়ে ভালো লাগছে৷ ধন্যবাদ৷

 2 months ago 

স্বাগতম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58551.10
ETH 2514.90
USDT 1.00
SBD 2.35