PUSSTEEM পাওয়ার আপ দেয়ার গল্প
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমি আমার PUSSTEEM একাউন্টে PUSSTEEM পাওয়ার আপ করেছি সে বিষয়ে। পদ্ধতিটি খুবই সহজ, সরল। একদম পানির মত। যাইহোক, চলুন আপনাদের সাথে ঘটনাগুলো শেয়ার করি।

পুশের ডাটাবেজে আমার যেই ট্রন অ্যাকাউন্ট লিংক করা সেখানে আগে থেকেই ৫ হাজারের কিছু বেশি পুশ কয়েন জমা ছিল। দুর্ভাগ্যজনকভাবে, আমার সেই একাউন্টে মাত্র ৫ TRX ব্যালেন্স ছিল। আমি যখন PUSSTEEM একাউন্ট একটিভ করি তখন ট্রানজেকশনের জন্য সেখান থেকে মোট দুই TRX এর বেশি খরচ হয়। এখানে আমার যেহেতু কোন TRX স্টেক করা নেই, যার কারণে আমার কোন এনার্জিও ছিল না। আমার এই গরীবি দশা সেখানে সবসময়ই বজায় থাকে। যার জন্য আমি খুবই মর্মাহত। যাইহোক, আমি আমার PUSSTEEM পাওয়ার আপ করার জন্য যখন পুশ ট্রান্সফার করতে গিয়েছিলাম, তখন বুঝতে পারলাম ট্রান্সফারের জন্য পর্যাপ্ত যে TRX দরকার তা আমার একাউন্টে নেই। যার কারণে তখন আমি ট্রান্সফার হোল্ড করি।
আমার স্টিম একাউন্টে কিছু স্টিম পড়েছিল। আমি সেগুলো বাইন্যান্সে ট্রান্সফার করি। সেখান থেকে তা TRX-এ কনভার্ট করি। অতঃপর বাইনান্স থেকে আমার সেই ট্রন একাউন্টে সেন্ড করি। ভাবলাম, অযথা বাড়তি TRX ফেলে রেখে লাভ কি? সেখান থেকে আরো কিছু পুশ কয়েন কিনি। তারপর সেগুলো PUSSTEEM একাউন্টে পাঠিয়ে দেই।

PUSSTEEM এর পুরো সিস্টেম পানির মত সহজ সরল। ডাটাবেজ আপডেট হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট সময় নিয়েছিল। আমি জানতাম না আমার PUSSTEEM ব্যালেন্স মাইনাস অবস্থায় আছে। কারণ আমি তা আগে চেক করিনি। আপডেট দেখে বুঝতে পারলাম সে মাইনাস ব্যালেন্সটি অ্যাডজাস্ট করা হয়েছে। তখন আমি আমার বার্ণ হিস্টোরি চেক করলাম। তখন বিষয়টি বুঝতে পারলাম।
আমার গরীবি দশার জন্য আমি বেশি PUSSTEEM পাওয়ার আপ করতে পারেনি। যতটুকুই করেছি আমার ধারণা মোটামুটি কিছুদিন চলতে পারব। ব্যালেন্স শেষ হওয়ার আগেই আবারো পাওয়ার আপ করে ফেলব।

আপনারা যারা এখনো PUSSTEEM পাওয়ার আপ করেননি, দ্রুতই পাওয়ার আপ করে ফেলুন। কারণ PUSSTEEM খুব শীঘ্রই আমাদের PussFi প্রজেক্ট এবং পুশের দাম বৃদ্ধিতে সাহায্য করবে। সেই গল্প অন্য একটি পোস্টে আমি আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।

Link 1: https://x.com/akib_66/status/1919017268068884666
Link 2: https://x.com/akib_66/status/1918913767384965329
Link 3: https://x.com/akib_66/status/1918186142282948796