দাদা ও বৌদিকে উৎসর্গ করে কবিতা | ভালোবাসার ছোঁয়া |
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমাদের সকলের প্রিয় দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকী। আমি তাদেরকে ছোট্ট একটি উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু আমার মত নগণ্য মানুষ কি এমন উপহার দিতে পারে? চিন্তা করে দেখলাম তাদের নিয়ে একটি কবিতা লেখা যায়। এ কবিতাটি হতে পারে তাদের জন্য আমার উপহার।
ভালোবাসার ছোঁয়া
বাগিছা ভরে উঠেছে ফুলে ফুলে;
লাল গোলাপ, সন্ধ্যামালতি, হাসনাহেনায়।
পাখিরা কিচমিচ করছে মনখুলে;
স্নিগ্ধ, মনোরম, হলুদাভ, গোধূলি বেলায়।
নদীর জল গড়িয়ে যাচ্ছে কুলকুল ধ্বনিতে,
উৎসব মিশে আছে আজকের আবহাওয়ায়।
রাতের আলোয় জোনাকিরা করছে খেলা,
বাতাসে ভেসে বেড়াচ্ছে অদ্ভুত এক মায়া।
তারার আলো করছে দারুণ ঝিকমিক,
চাঁদ আর মেঘ খেলছে আলো-ছায়া।
ঈশান কোণে উঠেছে নতুন সূর্য,
কোথায় যেনে লেগেছে ভালোবাসার ছোঁয়া।
বীণায় উঠেছে আজ নতুন এক সূর,
চারদিকে বইছে উৎসবের আমেজ।
পাখিরা সব উজাড় করে গাইছে গান,
গাছের পাতারাও হয়ে গেছে সতেজ।
নদীও আজ ফুলে আছে ভরা জোয়ারে,
চাঁদেরও যেনো বেড়ে গেছে খুব তেজ।
প্রশ্ন জাগলো, পৃথিবী আজ এত খুশি কেন?
ঘটেছে কোথাও নতুন কিছু কী?
উত্তর আসলো, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজ খুশির দিন।
দাদা আর বৌদির বিবাহ বার্ষিকী।"
তাইতো বলি, কেন এত সাজ সব জায়গায়?
ভরে উঠেছে সব ভালোবাসার ছোঁয়ায়।
শুভ বিবাহ বার্ষিকী, দাদা এবং বৌদি।
দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।তাদের আগামীর পথ চলা অনেক সুন্দর থেকে সুন্দরতর হোক।দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি।কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে খুবই সুন্দর কবিতা লিখেছেন। ভালোবাসার এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।
ধন্যবাদ ভাই। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
দাদা বৌদির জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা দোয়া করি তাদের একসাথে পথ চলার বিষয়টা আরো সামনের দিকে এগিয়ে যাক। চমৎকার কবিতা লিখেছেন ভাই লাইনগুলো বেশ ভালো লেগেছে দাদা বৌদির বিবাহ বার্ষিকীতে এমন শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাই। ভালো লেগেছে জেনে খুশি হলাম।
বাহ ভাইয়া আপনি তো দেখতেছি দাদা এবং বৌদিকে উৎসর্গ করে চমৎকার কবিতা লিখেছেন।ভালোবাসার ছোঁয়া কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে তারা আমাদের খুব আপনজন। আর আপনি মনের অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতার প্রতি লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম।
ধন্যবাদ আপু। আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।
দাদা এবং বৌদির জীবনের বিশেষ দিনটিকে ঘিরে আপনি চমৎকারভাবে কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দাদা ও বৌদির জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ আপু। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।