উরুগুয়ে কি পারবে তাদের পালকে আরেকটি পদক যোগ করতে?

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামুআলাইকুম। লাতিন আমেরিকান ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা চলমান রয়েছে এবং এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে আমেরিকায়। ইতিমধ্যে, গ্রুপ স্টেজের ম্যাচগুলো শেষ হয়ে গিয়েছে। প্রত্যাশিত দলগুলো সবাই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আমন্ত্রিত দল মেক্সিকো এবং আমেরিকা অবশ্য বাদ পড়ে গিয়েছে।


Image Source Wikimedia

ফুটবল অঙ্গনে এখন বড় একটি প্রশ্ন হচ্ছে উরুগুয়ে কি পারবে তাদের পালকে আরেকটি পদক যোগ করতে? সময়ের অন্যতম সেরা মাস্টারমাইন্ড কোচ মার্সেলো বিয়েলসা এর অধীনে যেভাবে খেলছে লুইস সুয়ারেজ, ফেদেরিকো ভালভেরদেরা; তাতে অনেকেই মনে করছেন এবারের আয়োজনে তারা হট ফেভারিট।

গ্রুপ পর্বের তিনটি ম্যাচের তিনটিতেই বিজয়ী হয় উরুগুয়ে। নয় গোলের বিপরীতে গোল খেয়েছে মাত্র একটি, সেটি হচ্ছে পানামার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে। মার্সেলো বিয়েলসা গত বছরের মে মাসে যোগ দেয়ার পর নিজেদের ১৩ ম্যাচের ১০টিই জিতেছে তারা। এরমধ্যে, বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও জিতেছে তারা। CONMEBOL অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার ঠিক পরেই তাদের অবস্থান।

বিয়েলসার অধীনে প্রতিপক্ষ ইকুয়েডরের মাঠে বাছাইপর্বের একটি ম্যাচ আর কোট ডি'আইবোরের বিপক্ষে তারকাহীন একটি ফ্রেন্ডলি ম্যাচ হেরেছে তারা যার একটি গত বছরের সেপ্টেম্বরে এবং অপরটি এবছরের মার্চের ঘটনা।

এবারের কোপা আমেরিকায় দারুণ ফর্মে রয়েছে ফেদেরিকো ভালভার্দের নেতৃত্বাধীন প্রথম বিশ্বকাপ জয়ী দলটি। দলের প্রধান স্ট্রাইকার লিভারপুলের ডারউইন নুনেজ রয়েছেন দুর্দান্ত ফর্মে। ইতিমধ্যে দুইবার জালে জড়িয়েছেন বল। মিডফিল্ডার ম্যাক্সিমিলিয়ানো আরাউজোও রয়েছেন ছন্দে। জোড়া গোল রয়েছে তারও। এছাড়া, চ্যাম্পিয়নস লীগ জয়ী ভালভার্দেও নিংড়ে দিচ্ছেন নিজের সেরাটা।

কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে জায়ান্ট ব্রাজিলের। কিন্তু ছন্দ হীন ব্রাজিল খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তাদের জন্য। গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটি ড্র আর একটি মাত্র ম্যাচ জিতে গ্রুপে ২য় হয়ে নক আউট রাউন্ডে এসেছে ঐতিহ্যবাহী দলটি। তারা যে রেকর্ড ১৫বার কোপার শিরোপাজয়ী উরুগুয়ের জন্য বাধা হয়ে দাড়াতে পারবেনা; এটাই বলছেন ক্রিড়া বিশেষজ্ঞরা। যদি এই ম্যাচে তারা জয় পায় তবে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া-পানামা ম্যাচের বিজয়ী দল।

মার্সেলো বিয়েলসা
Image Source Wikimedia

ফুটবলের অন্যতম সেরা কোচ বিয়েলসাকে বলা হয় কোচদের গুরু। তার অনন্য দর্শন অনুকরণ করছেন অনেক বিশ্বসেরা ও প্রতিষ্ঠিত কোচ। তারা সফল হলেও বিয়েলসা রয়ে গেলেন পদকহীন। হয়ত উরুগুয়েকে সাথে নিয়ে পদক জিতবেন তিনি এবার। কিন্তু সেখানে সবচেয়ে বড় বাধা তার নিজ দেশ আর্জেন্টিনা। সবকিছু ঠিকঠাক এগুলো ফাইনালে মুখোমুখি হবে এই দুইদল। লিওনেল স্কালোনির বর্তমান বিশ্ব ও কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে নিজেদের সেরা ছন্দে। ফুটবল সম্রাট লিওনেল মেসি রয়েছেন নির্ভার। গোলবার থেকে শুরু করে ফরোয়ার্ড পর্যন্ত সবাই নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছে আর্জেন্টিনার হয়ে আরেকটি শিরোপা জেতার জন্য। পারবে কি উরুগুয়ে? ভবিষ্যৎই আমাদের বলে দিবে।


WOX Sports কমিউনিটিতে আমি ইংরেজি ভার্সনে লেখাটি লিখেছিলাম যার লিংক এখানে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62497.97
ETH 2428.72
USDT 1.00
SBD 2.65