কবিতার খাতা থেকে - তোমার যত উপমা।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। কবিতাটা অনেক আগের লেখা, কিন্তু কোথাও কখনো প্রকাশ করা হয়নি। আসলে আমার লেখা কবিতা ফেসবুক/টুইটার ছাড়া কেবল এখানেই প্রকাশিত হয়। তাই অন্য কোথাও প্রকাশের প্রশ্নই আসে না। তেমনই একটি কবিতা আজ আপনাদের সাথে শেয়ার করব।
তুমি মনখারাপের দিনে
সেইন্ট মার্টিন দ্বীপের শেষ রাতের বাতাস।
ছুঁয়ে যাও শরীরের প্রতিটি বিন্দু।
মুহূর্তেই ভালো হয়ে যায় মন।
তুমি আনন্দের দিনে
ভোর বেলার সুবর্ণ এক্সপ্রেস।
অবাদ গতিতে ছুটে যাওয়া ট্রেন।
যা মানেনা কোন বাধা।
তুমি বেদনার দিনে,
ঘন বর্ষায় তীব্র স্রোতের মেঘনা নদী।
সারা বাংলার পানিগুলোর মতো,
বয়ে নিয়ে যাও বেদনা যতো।
তুমি প্রাপ্তির দিনে,
সঞ্জীবের নিখুত অভিনয়।
তীব্র আবেগ সঞ্চালন করে।
প্রতিটি শ্বেত রক্ত কনিকায়।
তুমি হারানোর দিনে,
গত দশকের শাহরুখ খান।
বহু চেষ্টার পরও ম্লান।
ভুল যে কোথাও হয়ছে, তা মনে করিয়ে দেয়া।
তবুও, তুমি তুমিই।
তুমি অনন্য, তুমি শৈল্পিক,
তুমি স্রষ্টার পরম যত্নে তৈরি।
তুমি অপরূপ, মহিমাময়।
সব সময় কবিতা লিখতে পারলে তো বেশ ভালো হয় ভাইয়া। আমার তো কবিতার লাইন মাথাই আসেনা। মাঝে মাঝে হুটহাট মাথায় আসছে। তখন লিখে রাখি। যাই হোক আপনার আজকের কবিতাটি বেশ ভালো লেগেছে। এরকম সহজ ভাষায় লেখা কবিতাগুলো পড়তে বেশি ভালো লাগে।
ধন্যবাদ আপু। আসলে, আমার কেন যেন কবিতা এসে যায়। যাইহোক, খুব উৎসাহ পেয়েছি শুনে।
একেই বলে সমর্পণ। প্রেমিকার প্রতি মন থেকে সমর্পণ নিয়ে এত সুন্দর কবিতা আপনি লিখেছেন। নিজের প্রিয়সির প্রতি এমন সুন্দর এবং মুগ্ধ অনুভূতি সত্যিই প্রশংসার। আপনি বেশ ভালো কবিতা লেখেন।
ধন্যবাদ দিদি। আপনার প্রশংসা শুনলে এমনিতেই মনেহয় ভালো লিখেছি।
অসাধারণ একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো আমার অনেক ভালো লেগেছে। আসলে কবিতা লিখতে এবং কবিতা পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তাই আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।
ধন্যবাদ ভাই। শুনে বেশ খুশি হয়েছি।
ভালোবাসার মানুষ কে অনেক কিছুর সাথেই তুলনা দিতে দেখেছি। কিন্তু সত্যি বলতে সেন্ট মার্টিনের বাতাস সুবর্ণ এক্সপ্রেসের সাথে তুলনা দিতে এই প্রথম দেখলাম হা হা। দারুণ ছিল কিন্তু কবিতা টা ভাই। সত্যি চমৎকার লিখেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
হাহা। উপমা তো কতকিছুই দেয়া যায়। যাইহোক, আপনার ভালো লাগলো শুনে খুশি হয়েছি। ধন্যবাদ ভাই।