কবিতার খাতা থেকে - তোমার যত উপমা।

in আমার বাংলা ব্লগ26 days ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। কবিতাটা অনেক আগের লেখা, কিন্তু কোথাও কখনো প্রকাশ করা হয়নি। আসলে আমার লেখা কবিতা ফেসবুক/টুইটার ছাড়া কেবল এখানেই প্রকাশিত হয়। তাই অন্য কোথাও প্রকাশের প্রশ্নই আসে না। তেমনই একটি কবিতা আজ আপনাদের সাথে শেয়ার করব।


pexels-fillipephotos-2332040.jpg

Photo by Fillipe Gomes

তোমার যত উপমা

তুমি মনখারাপের দিনে
সেইন্ট মার্টিন দ্বীপের শেষ রাতের বাতাস।
ছুঁয়ে যাও শরীরের প্রতিটি বিন্দু।
মুহূর্তেই ভালো হয়ে যায় মন।

তুমি আনন্দের দিনে
ভোর বেলার সুবর্ণ এক্সপ্রেস।
অবাদ গতিতে ছুটে যাওয়া ট্রেন।
যা মানেনা কোন বাধা।

তুমি বেদনার দিনে,
ঘন বর্ষায় তীব্র স্রোতের মেঘনা নদী।
সারা বাংলার পানিগুলোর মতো,
বয়ে নিয়ে যাও বেদনা যতো।

তুমি প্রাপ্তির দিনে,
সঞ্জীবের নিখুত অভিনয়।
তীব্র আবেগ সঞ্চালন করে।
প্রতিটি শ্বেত রক্ত কনিকায়।

তুমি হারানোর দিনে,
গত দশকের শাহরুখ খান।
বহু চেষ্টার পরও ম্লান।
ভুল যে কোথাও হয়ছে, তা মনে করিয়ে দেয়া।

তবুও, তুমি তুমিই।
তুমি অনন্য, তুমি শৈল্পিক,
তুমি স্রষ্টার পরম যত্নে তৈরি।
তুমি অপরূপ, মহিমাময়।

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSfQKFP87GjNCaLdCLKkYFWdxRmYuKurkfDpnYWoUUypXiwgziwKKNP24nNC65i32Am8Fp.png

আমি মাঝে মাঝেই কবিতা লেখি। মন ভালো থাকলে লেখি। মন খারাপ থাকলেও লেখি। যখন ইচ্ছা হয় তখন লেখি। যখন ইচ্ছা হয় না তখনও লেখি। এটা সম্ভবত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু আমার কবিতা পড়তে ভালো লাগেনা। কেবল লেখতেই ভালো লাগে।


20241113_202356.jpg

নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।

Sort:  
 25 days ago 

সব সময় কবিতা লিখতে পারলে তো বেশ ভালো হয় ভাইয়া। আমার তো কবিতার লাইন মাথাই আসেনা। মাঝে মাঝে হুটহাট মাথায় আসছে। তখন লিখে রাখি। যাই হোক আপনার আজকের কবিতাটি বেশ ভালো লেগেছে। এরকম সহজ ভাষায় লেখা কবিতাগুলো পড়তে বেশি ভালো লাগে।

 25 days ago 

ধন্যবাদ আপু। আসলে, আমার কেন যেন কবিতা এসে যায়। যাইহোক, খুব উৎসাহ পেয়েছি শুনে।

 25 days ago 

একেই বলে সমর্পণ। প্রেমিকার প্রতি মন থেকে সমর্পণ নিয়ে এত সুন্দর কবিতা আপনি লিখেছেন। নিজের প্রিয়সির প্রতি এমন সুন্দর এবং মুগ্ধ অনুভূতি সত্যিই প্রশংসার। আপনি বেশ ভালো কবিতা লেখেন।

 25 days ago 

ধন্যবাদ দিদি। আপনার প্রশংসা শুনলে এমনিতেই মনেহয় ভালো লিখেছি।

 25 days ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো আমার অনেক ভালো লেগেছে। আসলে কবিতা লিখতে এবং কবিতা পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তাই আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।

 25 days ago 

ধন্যবাদ ভাই। শুনে বেশ খুশি হয়েছি।

 24 days ago 

ভালোবাসার মানুষ কে অনেক কিছুর সাথেই তুলনা দিতে দেখেছি। কিন্তু সত্যি বলতে সেন্ট মার্টিনের বাতাস সুবর্ণ এক্সপ্রেসের সাথে তুলনা দিতে এই প্রথম দেখলাম হা হা। দারুণ ছিল কিন্তু কবিতা টা ভাই। সত্যি চমৎকার লিখেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 24 days ago 

হাহা। উপমা তো কতকিছুই দেয়া যায়। যাইহোক, আপনার ভালো লাগলো শুনে খুশি হয়েছি। ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.043
BTC 97476.17
ETH 3744.85
USDT 1.00
SBD 3.55