শীত নিয়ে কবিতা - শীতের নানা রূপ
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শীত নিয়ে একটি কবিতা শেয়ার করব।

শীত, তীব্র শীত, হাঁড় কাঁপানো শীত।
শীত, শিশির ভেজা ভোরের শীত।
শীত, কুয়াশা ঢাকা ভোরের শীত।
শীত, উত্তরের বাতাসে ঝাঁঝালো শীত।
শীত, পিঠা-পুলির ঘ্রাণের শীত।
শীত, খেঁজুরের রসের মিষ্টি শীত।
শীত, সরিষা ফুলের বর্ণীল শীত।
শীত, পাঁকা ধানের সোনালী শীত।
শীত, অলস দুপুরের ক্ষীণ শীত।
শীত, সন্ধ্যা বেলায় আগুন জ্বালানো শীত।
শীত, ভোর রাতের কনকনে শীত।
শীত, দোকানে জড়োসড়ো হয়ে বসা শীত।
শীত, জ্বর-সর্দি-কাশির শীত।
শীত, খুশখুশে কাশির শীত।
শীত, মেরুদণ্ড ব্যথার শীত।
শীত, হাঁড় ব্যথার শীত।
শীত, ব্যাডমিন্টন খেলার শীত।
শীত, খোলা মাঠে ক্রিকেটের শীত।
শীত, জলপাই কুড়ানোর শীত।
শীত, খালের জলে গোসলের শীত।
শীত আমার অন্যতম প্রিয় একটি ঋতু। শহরে শীতের আমেজ পুরোপুরি ভাবে উপভোগ করা যায় না। গ্রাম হচ্ছে শীত উপভোগ করার একটি আদর্শ স্থান। আগে শীতকাল আসলেই আমি গ্রামে চলে যেতাম শীত উদযাপনের জন্য। এখন অবশ্য গ্রামে আর যাওয়া হয় না যার কারণে শীত পুরোপুরি উপভোগ করতে পারছি না। যাইহোক কবিতার মাধ্যমে আমি শীতের রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

শীতের খেলাধুলা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সবকিছুই দেখছি আপনি তুলে ধরেছেন ভাইয়া কবিতার মধ্যে। সব মিলিয়ে অনেক সুন্দর ভাবে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কবিতা লিখেছেন। আপনার লেখা শীতের এই কবিতাটি আমার ভীষণ ভালো লাগলো। পিঠা পুলি আমার ভীষণ পছন্দ তাই পিঠে পুলির লাইন গুলো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
শীত নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
কবিতার ভাষাগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার ভালো লাগছে। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
শীতকে নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলেই শীত বিভিন্ন ধরনের হয়ে থাকে। কবিতার লাইনগুলো পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ
শুভকামনা রইল।
কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।