জেনারেল রাইটিং- স্বপ্ন নিয়ে যত কথা!

in আমার বাংলা ব্লগ10 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আমাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে স্বপ্ন।


man-1867800_1280.jpg

Photo Source

স্বপ্ন বলতে আমরা আপাতত যা বুঝি তা হচ্ছে আমরা ঘুমের মধ্যে আমাদের অবচেতন মনের প্রভাবে যা অবলোকন করে থাকি। কিন্তু আমি যে স্বপ্ন নিয়ে কথা বলছি, তা ঘুমের মধ্যে যে স্বপ্ন আমরা দেখি তা নয়। আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের চারদিকের পরিবেশ নিয়ে, যা আমরা চাই, যা আমরা করতে পারি, সেই স্বপ্ন।

বেশিরভাগ সময় আমাদের স্বপ্ন হয় বাস্তবতা বিবর্জিত। অর্থাৎ, আমাদের বর্তমান কি অবস্থা আছে, তার সাথে আমাদের স্বপ্নের কোন মিল থাকেনা। যার কারণে স্বপ্ন হয়ে যায় অপ্রাসঙ্গিক এবং আক্ষেপ করে আমরা বলি স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।

অনেকেই স্বপ্নের সাথে লক্ষ্য গুলিয়ে ফেলেন। যদিও দুটি খুবই কাছাকাছি একটি বিষয়। লক্ষ্য সফল করাও একটি স্বপ্ন। তবে স্বপ্ন হোক আর লক্ষ্য হোক, তা যেন বাস্তবতা বিবর্জিত না হয়। আপনার স্বপ্ন যদি হয় আপনি বিশ্বমানের একজন নেতা হবেন, কিন্তু আপনার কথা মানে এমন একজন লোকও নেই। তবে আপনার বর্তমান অবস্থানের সাথে আপনার স্বপ্নের সামঞ্জস্য কতটুকু সে বিষয়ে আপনার মিলিয়ে দেখুন। অন্যথায় আপনিও একসময় আক্ষেপ করে বলবেন, স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।

স্বপ্ন স্বপ্নই রয়ে যাওয়ার অনেক কারণ থাকে। যে কারণটা আমি বলেছি, বাস্তবতা বিবর্জিত স্বপ্ন। বেশিরভাগ স্বপ্ন ব্যর্থ হওয়ার এটাই মূল কারণ। অনেক সময় আমরা জানি না স্বপ্ন সফল করতে হলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে। স্বপ্ন অবাস্তব হোক, আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হোক, কিন্তু আমরা যদি স্বপ্ন সফল করার উপায় জানি, তাহলে সেটা একসময় সফল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি না জানি কিভাবে আমাদের স্বপ্ন সফল করতে হবে, তাহলে সেই স্বপ্ন সফলতায় রূপ নেবেই।

তাই আমাদের অবশ্যই বাস্তবমুখী স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন কিভাবে সফল করতে হবে সেই পথ খুজতে হবে। সেই পথ খুঁজে পাওয়ার পর, সেই পথে হাঁটতে হবে। অর্থাৎ চেষ্টা চালিয়ে যেতে হবে। এমন কোন কথা নয় যে আপনার স্বপ্ন সফল হতেই হবে। কিন্তু বিফলতার মাঝেও এক ধরনের সফলতা আছে। আমাদেরকে সেই বিষয়টি চেষ্টা করে যেতে হবে।


new.gif

333333.png

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111066.81
ETH 4334.99
SBD 0.84