হারিয়ে যাওয়া খেলাধুলা || পর্ব ৪ - বউছি ||

in আমার বাংলা ব্লগ12 hours ago

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা? আমি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কয়েকটি খেলা নিয়ে একটি সিরিজ লেখার পরিকল্পনা করেছি যেখানে আমি পুরোপুরি বিলুপ্ত কিংবা বিলুপ্তপ্রায় খেলা নিয়ে আলোচনা করব। আজকে থাকছে চতুর্থ পর্ব যেখানে আমি কথা বলব বউছি খেলা নিয়ে।

pexels-ron-lach-10045063.jpg

Photo by Ron Lach

সাংস্কৃতিক প্রভাব

বউছি খেলা মূলত মেয়েদের একটি খেলা। অবশ্য ছোটবেলায় আমি নিজেও এই খেলা খেলেছি। সেক্ষেত্রে কেবলই মেয়েদের খেলা তা বলা যাবেনা। তবে, মেয়েরাই এই খেলাটি বেশি খেলে থাকে। সাংস্কৃতিক ভাবে আমাদের মেয়েরা স্বাধীনতা কম ভোগ করার সুযোগ পায়। বাড়ির আঙ্গিনার বাইরে যাতায়ত তাদের অন্য এক প্রকার বাঁধা। এজন্য, আঙ্গিনার মধ্যেই খেলা যায় এমন একটি খেলা তাদের প্রয়োজন ছিল। বউছি হচ্ছে সেই খেলা যা বাড়ির আঙ্গিনার মধ্যেই খেলা যায়।

খেলার নিয়ম ও নামকরণ

বউছি খেলার নিয়ম খুবই সাধারণ। খেলার নামকরণ করা হয়েছে খেলার মধ্যে বউকে ঘিরে উত্তেজনাকে কেন্দ্র করে। দুই পক্ষ থাকে খেলায়। একপক্ষে একজন বউ থাকে। যাকে ঘিরে এই খেলা। দুটি দাগ টানা থাকে স্থান ভেদে ৫ মিটার থেকে ১০ মিটার দূরত্বে। এক দাগে যে পক্ষের বউ তারা থাকে। অপর দাগে থাকে বউ। তাদের কাজ হলো বউকে সেখান থেকে উদ্ধার করে নিজেদের দাগে নিয়ে আসা। এজন্য তদেরকে প্রতিপক্ষের সকলকে আউট করতে হবে। দুই দলেই সমান সংখ্যক খেলোয়াড় থাকে।

প্রতিপক্ষের খেলোয়াড়েরা পাহারা দিবে বউ যাতে নিতে না পারে। এজন্য তারা দুই দাগের মাঝখানে বা বউয়ের দাগের পিছনে অপেক্ষা করে। বউয়ের পক্ষের একজন একজন করে ছুটে যাবে বউ আনার জন্য। তখন উচ্চশব্দে কিছু বলতে বলতে যাবে। যতক্ষণ সে বলতে পারবে ততক্ষণ প্রতিপক্ষ তাকে ছুঁলে বা সে প্রতিপক্ষকে ছুঁলে সেই প্রতিপক্ষ আউট বলে গণ্য হবে। এরমধ্যে সে বউকে বাঁচিয়ে আনতে পারলে নিয়ে আসবে। যদি তার দম শেষ হয়ে যায়, তবে প্রতিপক্ষ তাকে ছুঁতে পারলে সে আউট। এভাবে সাত বারের মধ্যে হয় সব প্রতিপক্ষকে আউট করে বউ নিয়ে আসতে হবে, না হয় ফাঁকি দিয়ে বউকে উদ্ধার করতে হবে। অন্যথায় হয় বউ কানে ধরে নিজের ঘরে আসবে না হয় তাদের পর্ব শেষ হিসাবে গণ্য হবে। তখন তারা হবে পাহারাদার আর প্রতিপক্ষ হবে বউয়ের পক্ষ।

উপকরণ

অন্য অনেক গ্রামের খেলার মত এই খেলারও কোন উপকরণ লাগে না। মোটামুটি দৌড়ানো যাবে এমন খালি জায়গা আর কিছু সংখ্যক খেলোয়াড় থাকলেই এই খেলা খেলা যায়।

কোথায় অনুষ্ঠিত হত, কখন হত

অন্য গ্রাম্য খেলাগুলোর মত এই খেলাও উৎসব আকারে পালিত হত না। গ্রামের বালিকা, কিশোরী কিংবা বউরাই এই খেলা খেলত তাদের অবসর সময়ে। সাধারণত বিকাল বেলায়। এতে শারীরিক ব্যায়ামও হতো, খেলার আনন্দও হতো।

বিলুপ্তির কারণ

বাংলাদেশের বেশিরভাগ খেলার বিলুপ্তির কারণ ক্রিকেট ও ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া। কিন্তু সেক্ষেত্রে এই খেলাটিকে ভাগ্যবান বলতে হবে কারণ খেলাটি মেয়েলি খেলা। এজন্য স্বল্প পরিসরে হলেও গ্রামে খেলাটি টিকে আছে। কিন্তু বালিকা-কিশোরীদের পড়াশুনার ব্যস্ততার কারণে তারা সময় সুযোগ কম পায় খেলাধুলার জন্য। তাছাড়া, বর্ধিষ্ণু জনগণের জন্য খেলার জায়গাও দিনদিন কমে যাচ্ছে মেয়েদের জন্য। তাই, বিলুপ্তপ্রায় হয়ে খেলাটি এখনও টিকে আছে।


1276844325812178975remix-1724592984622.png


এই ছিল আমার আজকের হারিয়ে যাওয়া খেলাধুলার পর্ব। আগামী পর্বে দেখা হবে অন্য কোন খেলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, এই কামনা রইল।


puss_gif.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63422.01
ETH 2688.96
USDT 1.00
SBD 2.58