পুশ ইউটিলিটি নিয়ে কবিতা

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন ধরেই আপনাদের সাথে আমি পুশ নিয়ে কোন কবিতা শেয়ার করিনি। তাই আজ ভাবলাম আপনাদের সাথে আমাদের সকলের প্রিয় পুশ কয়েনের ইউটিলিটি নিয়ে একটি কবিতা শেয়ার করব।


Yellow_and_Silver_Modern_Business_Roadmap_Presentation.png.png

পুশের ইউটিলিটি


‎পুশ কয়েন চিনো সবাই
মিম কয়েনের রাজা,
নানা রকম ইউটিলিটিতে
দিচ্ছে মোদের মজা।

শুরুতে আছে স্টেকিং
দুই রকমের ভাই।
এবিবি কিউরেশনে করলে
বোনাস আপভোট পাই।

এনএফটি সুবিধা আছে
আর্টিস্টদের জন্য।
প্রযুক্তির নব আবিষ্কার
নয় যে কোন পন্য।

পুশ্টিমের মাধ্যমে
আয় করা বেশি।
ব্লগাররা সুযোগ পেয়ে
হয়েছে অনেক খুশি।

স্টিম আইডি খোলা এখন
হয়েছে অনেক সরল।
পুশ দিয়ে খোলা যায়
নেই যে কোন গরল।


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83R34kXBLphQ7cfrMVMDQE...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

‎যদিও সর্বপ্রথম একটি মিম কয়েন হিসেবে যাত্রা শুরু করেছিল সকলের প্রিয় কয়েন পুশ; কিন্তু বর্তমানে পুশ একটি ইউটিলিটি কয়েনে পরিণত হয়েছে। বলা ভালো, সানপাম্পে জন্ম হওয়া কয়েনগুলোর মধ্যে ইউটিলিটির দিক থেকে পুশ সবার উপরে অবস্থান করছে। এমনকি ট্রন-বেজড মিম কয়েনগুলোর মধ্যেও পুশ বেশ ভালো একটি অবস্থানে রয়েছে। ব্যক্তিগত ভাবে আমি পুশ কয়েনের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী।


gif.gif

Sort:  
 3 months ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পুশ ইউটিলিটি নিয়ে একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি কবিতার লাইন গুলো একদম সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।

 3 months ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 108756.59
ETH 4284.49
USDT 1.00
SBD 0.83