হারিয়ে যাওয়া খেলাধুলা || পর্ব ২ - গোল্লাছুট ||

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা? আমি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কয়েকটি খেলা নিয়ে একটি সিরিজ লেখার পরিকল্পনা করেছি যেখানে আমি পুরোপুরি বিলুপ্ত কিংবা বিলুপ্তপ্রায় খেলা নিয়ে আলোচনা করব। আজকে থাকছে ২য় পর্ব যেখানে আমি কথা বলব গোল্লাছুট খেলা নিয়ে।

pexels-dev-raj-30037406-11344261.jpg

Photo by Dev Raj

সাংস্কৃতিক প্রভাব

গোল্লাছুট গ্রাম বাংলার অন্যতম একটি জনপ্রিয় খেলা ছিল। আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম, তখনও আমাদের অঞ্চলে গোল্লাছুট ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা স্কুলে প্রতিদিনই এই একটি খেলা খেলতাম। বর্ষাকালে হয়ত ফুটবল খেলতাম, কিন্তু গোল্লাছুটই আমাদের সবচেয়ে প্রিয় খেলা ছিল। খেলাটির ঐতিহ্য সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, তবে আমার চেয়ে বয়স্কদের কাছেও শুনেছি, তাদেরও সবচেয়ে প্রিয় খেলা ছিল গোল্লাছুট।

খেলার নিয়ম

গোল্লাছুট একটি দলীয় খেলা। হাডুডুর মত, একদল পয়েন্ট নেয়ার জন্য খেলবে, আরেকদল পয়েন্ট না দেয়ার জন্য খেলবে। ফুটবল মাঠের মত মাঠটি আয়তাকার বা বর্গাকার হয়ে থাকে। যেকোন এক প্রান্তের ঠিক মধ্যখানে একটি গোল্লা থাকবে। এই গোল্লা হচ্ছে আস্তানা যেখানে পয়েন্টের জন্য থাকা দল থাকবে। এর বাইরে যেকোন স্থানে প্রতিপক্ষ তাদের ছূঁতে পারলে সে ওই রাউন্ডের জন্য অনুপযুক্ত বিবেচিত হবে।

কিন্তু কেউ যদি প্রতিপক্ষকে কাঁটিয়ে বা এড়িয়ে অপর প্রান্তের সীমানা পর্যন্ত পৌঁছাতে পারে তবে সে তার দলকে এক পয়েন্ট এনে দিল। প্রতিপক্ষের কাজ থাকে কেউই যাতে সীমানা পর্যন্ত না যায় তা নিশ্চিত করা। পয়েন্ট নেয়া দলের সর্বশেষ খেলোয়াড় যদি প্রতিপক্ষের সবাইকে ফাঁকি দিয়ে সীমানা পার হতে পারে তখন তাকে বলা হয় গোল্লা। আর গোল্লা হলে ওই দল আবারও পয়েন্টের জন্য ছুটতে পারত। কিন্তু গোল্লা হওয়ার আগেই যদি সবাই আউট হয়ে যায়, তবে প্রতিপক্ষ দল আস্তানায় আসবে আর তারা পাহারা দিবে সীমানা

উপকরণ

এই খেলার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই খেলায় কোন উপকরণ লাগে না। সীমানা আর গোল্লা থাকলেই হল। কোন খরচ ছিল না বলেই হয়ত আমাদের কাছে সবচেয়ে প্রিয় ছিল এই খেলা।

কোথায় ও কখন খেলা হত

আগেই বলেছি এই খেলায় কোন উপকরণ লাগেনা। যেকোন স্থানেই এই খেলার আয়োজন করা যায়। যেকোন সময় এই খেলা খেলা যায়। তবে, আগেকার দিনে যেসব প্রতিযোগীতা হতো, বেশির ভাগই শীতকালের বিকালে অনুষ্ঠিত হত। যেহেতু খেলাটি দৌড় নির্ভর, তাই ওই সময়টাই সবচেয়ে পারফেক্ট ছিল খেলার জন্য।

হারিয়ে যাওয়ার কারন

বাংলাদেশের বেশির ভাগ খেলা বিলুপ্ত হওয়ার কারন ক্রিকেট এবং ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া। তাছাড়া, এই খেলার বিলুপ্তি হওয়ার আরও দুটি বড় কারন রয়েছে। প্রথমত, পুরো খেলাটাই দৌড় নির্ভর খেলা। এখানে একটুও বিশ্রামের সুযোগ নেই। কিন্তু বর্তমান প্রজন্ম এমন পরিশ্রমী খেলা খেলতে আগ্রহ বধ করে না। দ্বিতীয় বড় কারন হচ্ছে জায়গার অভাব। একটা আদর্শ গোল্লাছুট মাঠের যে দৈর্ঘ্য ও প্রস্থ থাকার দরকার, তা আধুনিক পরিবেশ বেশির ভাগ সময়ই নিশ্চিত করতে ব্যর্থ হয়। এটিও খেলাটি হারিয়ে যাওয়ার অন্যতম একটি বড় কারন।


পাঠক, এই ছিল গ্রাম-বাংলার এক জনপ্রিয় খেলা গোল্লাছুট নিয়ে আমার আলোচনা। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আগামী পর্বে আলোচনা করব অন্য কোন বিলুপ্তপ্রায় খেলা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন এই কামনা রইল।


আমার সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year (edited)

পোষ্ট করার পর একটু রিভিউ করা প্রয়োজন, না হলে অনাকাংখিত ভুল থেকেই যেতে পারে।

text.png

 last year 

ধন্যবাদ ভাই। সংশোধিত।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 111217.61
ETH 4398.44
SBD 0.84