বন্ধুর সাথে বৈকালিক ভ্রমণ।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কয়েকদিন আগেও তীব্র দাবদাহে সবাই নাজেহাল ছিলো। কিন্তু গত কয়েকদিন হল হালকা বৃষ্টি হচ্ছে। সাথে আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকছে। যার ফলে সেই গরম থেকে আপাতত মুক্তি মিলেছে। কিন্তু আকাশ সবসময় মেঘাচ্ছন্ন থাকায় বাইরে খুব একটা বের হতে ভরসা পাচ্ছি না। কারণ যখন তখন বৃষ্টি শুরু হচ্ছে। যদিও খুব একটা ভারী বৃষ্টিপাত না। তার পরেও বৃষ্টি চলাকালীন সময় বাইরে গেলে নানা রকম বিরম্বনায় পড়তে হয়।

IMG_20220726_175311.jpg

বৃষ্টির সময় আমি ঘরে থাকতেই পছন্দ করি। তখন বৃষ্টিটাকে নিজের মত করে উপভোগ করা যায়। গতকালকে বন্ধু ফেরদৌসের সাথে বাইরে যাওয়ার কথা ছিল ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আর সেটা হয়ে ওঠেনি। তাই আজকে বিকালে দুজন বেরিয়ে পড়ি ঘুরতে। তবে বের হয়ে দূরে কোথাও যায়নি। আমাদের দুজনেরই অত্যন্ত পছন্দের একটি জায়গা পদ্মা নদীর পাড়ের একটি নিরিবিলি জায়গায় গিয়ে দুজন বেশ কিছুটা সময় কাটিয়েছি। নিজেদের ভেতর নানারকম গল্প গুজব করেছি সেখানে বসে।

IMG_20220726_175305.jpg

তবে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল দাদা আজকে বিবর্তনবাদ নিয়ে যে পোস্টটি করেছেন সেই পোষ্টের বিষয়বস্তু। যাইহোক সেটি নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলার পর আমাদের আলোচনা কিছুটা পরিবর্তন হয়ে চলে এলো বর্তমান আমাদের দেশের পরিস্থিতির দিকে। বিশেষ করে বিদ্যুৎ এর যে অসহ্য অবস্থা তৈরি হয়েছে দেশে সেটি নিয়ে। আমরা কথা বলছিলাম উন্নত দেশের সাথে নিজের দেশের তুলনা করে বিভিন্ন রকম আলাপ আলোচনা করছিলাম আমরা। বন্ধুদের আড্ডা যেমন হয় আর কি। এক এক সময় একেক টপিক নিয়ে আলোচনা হয়।

IMG_20220726_181022.jpg

যাই হোক বেশ কিছুক্ষণ সেখানে কাটানোর পর আমরা চিন্তা করলাম অন্য কোথা থেকে ঘুরে আসি। তখন আমি ফেরদৌসকে বললাম চলো নতুন সুইচগেট থেকে ঘুরে আসি। কথা না বাড়িয়ে ফেরদৌস সেদিকে রওনা দিলো। তবে কিছুদূর আগানোর পর আমরা দেখতে পেলাম একজন লোক আইসক্রিম তৈরি করে বিক্রি করছে। এই ধরনের আইসক্রিম তৈরি করা আমরা ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দেখতে পেয়েছি। তাই জিনিসটা দেখে আমাদের কিছুটা কৌতুহল হল। কৌতুহল নিবারণের জন্য আমরা সেই আইসক্রিম বিক্রেতার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি কি ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়? তখন তিনি আমাদেরকে জানালেন ম্যাংগো, চকলেট এবং ড্রাগন ফ্রুট এর আইসক্রিম তিনি বিক্রি করেন।

IMG_20220726_181018.jpg

আমরা দুজন আলাপ আলোচনা করে প্রথমে একটি চকলেট এবং একটি ম্যাংগো আইসক্রিমের অর্ডার দিলাম। তবে আমরা ইউটিউবে যে ভিডিওগুলি দেখি সেখানকার আইসক্রিম তৈরি করার যন্ত্র টা বেশ বড়ো। কিন্তু এই লোক ছোট্ট একটি যন্ত্র দিয়ে আইসক্রিম তৈরি করছে। ব্যাপারটা নতুন হওয়ার কারণে আমাদের কাছে বেশ ভালো লাগলো। আমাদের দেখাদেখি আরো কয়েকজন এসে আইসক্রিমের অর্ডার করলো। যখন লোকটি আমাদের জন্য ম্যাংগো আইসক্রিম বানাচ্ছিল তখন একজন এসে তার কাছ থেকে ড্রাগণ ফ্রুট এর আইসক্রিম নিলো।

IMG_20220726_181031.jpg

আমরা খেয়াল করে দেখলাম সেই লোককে একটি ছোট কাপ ভর্তি করে আইসক্রিম দিলো। তখনও আমাদের আইসক্রিম তৈরি হয়নি। এর ভেতর ফেরদৌস মত পরিবর্তন করলো। সে আইসক্রিম ওয়ালাকে বলল আপনি আমাদেরকে দুটো ম্যাংগো ফ্লেভার এর আইসক্রিম দিন। এই কথা শোনার সাথেই লোকটি কিছুটা চালাকি করলো। প্রথমে তিনি যে পরিমাণ আম নিয়েছিলেন সেটা মূলত একটি আইসক্রিম তৈরির জন্য ছিলো। কিন্তু যখনই ফেরদৌস বলল দুটি ম্যাংগো ফ্লেভারের আইসক্রিম দেন। তখন তিনি এই একটাই দু'ভাগ করে আমাদের দুজনকে দিয়ে দিলো। বলল এখানে দুটো আইসক্রিম আছে। কিন্তু বিষয়টি আমরা বুঝতে পারলাম যে লোকটি আমাদের সাথে চালাকি করেছে।

IMG_20220726_181544.jpg

ফেরদৌস লোকটিকে বেশ কিছু কথা শুনিয়ে দিলো। কারন আমরা খেয়াল করে দেখেছি লোকটি যখন অন্য আরেকজনকে ড্রাগন ফ্রুটের আইসক্রিম দিচ্ছিলো। তখন তাকে বেশ ভালো পরিমানে আইসক্রিম দিয়েছে। কিন্তু আমাদেরকে দিয়েছে তার অর্ধেক পরিমাণ আইসক্রিম। যদিও লোকটি স্বীকার করেনি যে সে আমাদেরকে কম দিয়েছে। কিন্তু দাম রাখার সময় সে কিছুটা কম দাম রাখলো। তখন আমরা পুরোপুরি নিশ্চিত হলাম যে লোকটি আমাদের সাথে প্রতারণা করেছে। যদিও আইসক্রিমটা খেতে বেশ ভালোই ছিলো। আইসক্রিম খাওয়া শেষ হলে সেখান থেকে আমরা অন্য জায়গার দিকে রওনা দিলাম।

IMG_20220726_181538.jpg


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানপদ্মারপাড়

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

দুই বন্ধু মিলে বেশ ভালোই ঘোরাঘুরি করেন।তবে আইসক্রিমের কাহিনী পড়ে বেশ মজা পেলাম।হা হা।আসলেই এই রকম প্রতারক সব জায়গায় থাকে।যাই হোক আইসক্রিম যে মজা তাই অনেক,যদিও আমি কখনো খাই নি।ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

দেশটাই আসলে প্রতারকদের দখলে চলে গিয়েছে। এই জন্য সবাই যার যার জায়গা থেকে প্রতারণা করার চেষ্টা করে।

 2 years ago 

বাহ্ জায়গাটা অনেক সুন্দর ,আমার ও এমন জায়গা অনেক বেশি ভালো লাগে,আর কথা বলতে বলতে দেখছি বেশ কিছু বিষয় নিয়েই আলোচনা করে ফেললেন। আর আমিও কিন্তু ইউটিউবে দেখেছি এভাবে আইসক্রিম তৈরী করার পদ্ধতি দেখে আসলেই ভালো ভালো লাগলো। তবে কি আর বলবেন ভাইয়া ধান্দামি ছাড়া মানুষ এখন টাকা ইনকাম করতেই পারেনা ,আর তার জন্যেই তাদের উন্নতি কখনই হয়না।

 2 years ago 

লোকটার ধান্দাবাজি করলেও তার আইসক্রিমটা খেতে কিন্তু বেশ মজা ছিল।

 2 years ago 

বৃষ্টির সময় আমারও ঘরে থাকতে ভালো লাগে কারণ বৃষ্টির একটি ফোটা মাথায় পড়লে ঠান্ডা লেগে যায়। বিকেলে বন্ধুদের সাথে খুব চমৎকার একটি সময় কাটিয়েছেন। আসলে অনেকদিন পর বৃষ্টি হল। সবাই দুই নম্বরী করে বড় হতে চায় এ কারণে কেউ বড় হতে পারে না।

 2 years ago 

বৃষ্টি হওয়ার কারণে এই দিনের আবহাওয়া টা খুবই ভালো লাগছিল।

 2 years ago 

ইশ আমার বন্ধুগুলো যদি থাকত এভাবে ঘুরতে যেতে পারতাম।আবার যে কবে সবাই ছুটি পাবে।আমাদের জন্যও কিছু আইসক্রিম পার্সেল করে দিন দাদা।

 2 years ago 

আমাদের এদিকে চলে আসুন দাদা। যত খুশি আইসক্রিম খেতে পারবেন। আপনার দাওয়াত রইলো।

 2 years ago 

পদ্মা নদীর পাড়ের এই দৃশ্যটি আপনার মাধ্যমে আগেও দেখেছি ,জায়গাটি খুবই নিরিবিলি।আমি এইভাবে ইউটিউবে দেখেছি আইসক্রিম বানাতে ,গ্রামে খুবই কম দেখা যায় এইভাবে বানাতে।যাইহোক লোকটি যারা খেয়াল করে না তাদেরকে এইভাবে বোকা বানিয়ে দেয়।দারুণ সময় কাটিয়েছেন,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

নদীর পাড়ের এই জায়গাটা আমার খুবই প্রিয়। এজন্য মাঝে মাঝে এখানে সময় কাটাতে আসি।

 2 years ago 

বৃষ্টির সময় আমারও ঘরে থাকতেই ভাল লাগে । বন্ধুদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে । আমিও পদ্মার এ পাড়ের ই মানুষ । ভালই লাগলো পড়ে, আইসক্রিম ওয়ালার কাণ্ড ।ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

বলেন কি আপনিও পদ্মা পাড়ের মানুষ। তাহলে তো আপনিও নিশ্চয়ই পদ্মার প্রেমে পড়েছেন?

 2 years ago 

বৃষ্টিতে বেশ আরাম পাওয়া গেল কয়েকটা দিন ধরে। তাছাড়া যা তাপদহ শুরু হয়েছিল তাতে বাঁচা কষ্টকর হয়ে যাচ্ছিল। চমৎকার একটা পরিবেশে ঘুরতে গিয়েছিলেন ভাই। নদীর পাড়ের নির্মল বাতাস সব সময় ভালো লাগে আমার। আইসক্রিম ওয়ালার ব্যাপারটা একটু কেমন কেমন লাগলো। চোখের সামনে ঠকাতে চেষ্টা করছে। ভালো যে ধরে ফেলেছিলেন।

 2 years ago 

বৃষ্টির পরে চারপাশটা কিছুটা ঠান্ডা হয়েছিল। এর ভেতরে নদীর পাড়ের চমৎকার পরিবেশ। সবকিছু মিলিয়ে সময়টা খুব ভালো উপভোগ করেছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50