You are viewing a single comment's thread from:

RE: ধারাবাহিক নাটকের রিভিউ (সাকিন সারিসুরি)পর্ব -০২।। নভেম্বর -১৮/১১/২০২২।।

in আমার বাংলা ব্লগ2 years ago

বাংলাদেশে এখনকার নাটকের মান অনেক কমে গিয়েছে। কয়েক বছর আগে একদিন ইউটিউব সার্ফিং করতে করতে হঠাৎ করে নাটকটি দেখা শুরু করি। তারপরের কয়েকদিন টানা নাটকটা দেখে শেষ করেছি। সম্ভবত ১০০ পর্বের কাছাকাছি হবে নাটকটি।এই নাটকটির অভিনেতা অভিনেত্রীদের চমৎকার কাজ এই নাটকটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। আমার অত্যন্ত পছন্দের একটি নাটক এটি। এমনিতেই বৃন্দাবন দাসের রচনা এবং সালাউদ্দিন লাভলুর পরিচালনায় নাটকগুলো অনেক ভালো মানের হয়ে থাকে। কিন্তু এই নাটকটি আমার কাছে মনে হয় সবকিছু ছাড়িয়ে গিয়েছে। দীর্ঘদিন পর একটি নাটক টানা দেখেছিলাম শেষ পর্যন্ত। চমৎকার রিভিউ দিয়েছেন নাটকটির। নাটকটি যারা একবার দেখা শুরু করবে তারা শেষ না করে উঠতে পারবেনা। তবে একটি ব্যাপারে আপনার সাথে একমত হতে পারলাম না। নাটকটি পুরোপুরি দেখলে তখন বুঝতে পারবেন এই নাটকটির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশারফ করিম। যার চরিত্রের নাম রুইতন।

Sort:  

আমি নিজেও যখন এই নাটকটা দেখা শুরু করেছিলাম, তখন প্রায় এক মাস ধরে অল্প অল্প করে নাটকটা দেখে শেষ করেছিলাম। সত্যি কথা বলতে নাটকটা যখন দেখা শুরু করেছিলাম তখন থেকে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করছিল। শেষের দিকটাতে একটু কষ্ট লাগলেও পুরো নাটকটাই ছিল খুব মজার। আর আপনি ঠিকই বলেছেন কেন্দ্রীয় চরিত্রে মোশারফ করিম রয়েছে, যার নাটকে চরিত্রের নাম রুইতন। তবে এখনও তো তার অংশ আসেনি তাই উল্লেখ করিনি আরকি।🙂

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 63935.74
ETH 2749.19
USDT 1.00
SBD 2.65