You are viewing a single comment's thread from:

RE: ছোটবেলার স্কুল জীবনের স্মৃতি || 10% Beneficiary To @shy-fox 🦊}]

আপনার শৈশবের স্মৃতির সাথে আমার অনেক কিছুই মিলে গেলো। যদিও আমাদের ছোটবেলায় স্কুলের সামনে ফুচকা পাওয়া যেতে না। ছিল ঝালমুড়ি, আচার এবং বিভিন্ন ধরনের চকলেট। আমার পছন্দ ছিল ঝাল মুড়ি। ওই যে খেলার কথা বললেন বরফ পানি বা কুমির কুমির। আমরাও ছোটবেলায় অনেক খেলেছি খেলা গুলি। একটা কথা ঠিকই বলেছেন এখনকার বাচ্চারা আর শৈশবের সেই মজাটা পায় না আমাদের মতো। আমাদের শৈশবটা ছিল অনেক সুন্দর। সেই সময়ে তো আর ফিরে যাওয়া সম্ভব না। তাই সেই পুরনো স্মৃতি রোমন্থন করেই আনন্দ পাই। ধন্যবাদ আপনাকে।

Sort:  
 3 years ago 

আমাদের স্কুলের সামনে ছোট ছোট ফুসকা থাকতো,অনেকগুলো টকপানিতে ভিজিয়ে দেওয়া হতো।ভালোই লাগতো।কুমির ও বরফ পানির খেলার অন্যরকম মজা ছিলো৷ ভালো লাগলো।ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112022.58
ETH 4290.11
SBD 0.84