You are viewing a single comment's thread from:

RE: অনেকদিন পর ব্যান্ড মিউজিক পাগল ভাই ব্রাদার মিলে "avoidrafa" এর কনসার্টে || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

এখনো যে কিছু মানুষের মাঝে ব্যান্ডসঙ্গীত এতোটা জনপ্রিয় হয়ে আছে সেটা জেনে ভালো লাগলো। নব্বইয়ের দশক ছিল ব্যান্ড সংগীতের স্বর্ণালী সময়। তবে অবশ্য হেভি মেটালের খুব বেশি প্রচলন ছিল না। আমার যতদূর মনে পড়ে আমি একটি ব্যান্ড দলের নাম জানতাম যারা হেভি মেটাল গাইতো। সম্ভবত সেই ব্যান্ডের নাম ওয়ারফেজ। একটা সময় কলেজের কোন অনুষ্ঠান মানেই ছিল নামিদামি কোন ব্যান্ডদলের পারফরম্যান্স। এখন আমাদের এলাকায় সেই রেওয়াজটা নষ্ট হয়ে গিয়েছে। তবে আপনার একটি কথা নিয়ে আমি সন্দিহান। এই রাফা দক্ষিণ এশিয়ার সবচাইতে ট্যালেন্টেড মিউজিসিয়ান। এই স্বীকৃতি তাকে কে দিয়েছে বা আপনি কোথা থেকে শুনেছেন আমাকে একটু জানাবেন প্লিজ। আপনার পোস্টটা আপনি দারুন ভাবে গুছিয়ে লিখেছেন। পোস্টটা পড়ে বেশ ভালো লেগেছে। যদিও কিছু ভুল আছে। সেগুলো সংশোধন করে নেবেন অনুগ্রহ করে। ধন্যবাদ আপনাকে।

জার

জমাচ্চিলাম

প্লাগার্ড

এখানে প্লাকার্ড হবে।

Sort:  
 2 years ago 

বানান গুলো ঠিক করে নিয়েছি ভাইয়া।

প্রথম বাংলাদেশের ব্যান্ড মিউজিক হচ্ছে পুরো বিশ্বের মধ্যে প্রমিসিং ব্যান্ড গুলোর মধ্যে অন্যতম।শুধু মাত্র ভাষার কারণে আমরা একটু পিছিয়ে আছি তারপরেও সারা বিশ্বের টপ 10 band গুলোর মধ্যে ওয়ারফেজ তিন নম্বরে আছে।তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের ব্যান্ড মিউজিক কতটা শক্তপোক্ত অবস্থানে।আর 90 এর দশকে ব্যান্ড মিউজিক এর জৌলুস বেশি ছিলো এটা সত্য ভাইয়া কারণ ওইসময় সবাই কোয়ালিটি জিনিস টা বুঝত।কিন্তু এখন সোশ্যাল মিডিয়া এর যুগে এসে সবাই অখাদ্য খায় আর সস্তা মানের ভাইরাল কনটেন্ট দেখে এখন সবাই অভ্যস্ত। তবে এই সময়ে এসেও প্রচুর মিউজিক ফ্যান রয়েছে।কিন্তু যারা ম্যাচিউরড বিশেষ করে ছাত্র ছাত্রীরা বেশি শুনে থাকে ব্যান্ড মিউজিক,এবং যারা ব্যান্ড মিউজিক এর লিরিক্স বুঝতে পারার ক্ষমতা রাখে তাদের কাছে ব্যান্ড মিউজিক সবসময় সেরা।আর কোন কনসার্ট আর গান গুলোর ভিউজ দেখলেই বোঝা যায় মানুষ এখনও ব্যান্ড মিউজিক ভালোবাসে তবে সর্বস্তরের লোক নয় কেবল যারা ম্যাচিউরড।আর দক্ষিণ এশিয়ায় avoidrafa এর মত একজন মিউজিশিয়ান খুঁজে পাওয়া অনেক টাফ।আমি আবারও বলছি মিউজিশিয়ান কোনো ভোকালিস্ট বা শিল্পী হিসেবে না।তিনি একটা কমপ্লিট প্যাকেজ তিনি একাধারে একজন ভোকালিস্ট,লেখক,সুরকার,মিউজিক কম্পোজার,সাউন্ড মিক্সিং মাস্টার, প্রযোজক,গিটারিস্ট,ড্রামার,বেজ গিটারিস্ট,কিবোর্ড,বঞ্জো, সেতার, মান্ডলিন,হারমোনিয়াম, উকুলেলে সব বাজাতে পারেন আর শুধু বাজানো নয় সব গুলোতেই উনি সেরা। এমনকি সব ইনস্ট্রুমেন্ট বাজিয়ে তার সাথে ভোকাল ও দিতে পারেন যেটা মোটেও সহজ ব্যাপার না।আর সত্যিই বলতে ওনার ভোকাল এত সফট জে ওনার কোন অটো টিউন এর দরকার পড়ে না।আর এমন একজন মিউজিশিয়ান দক্ষিণ এশিয়া পরে ধরলাম পুরো বিশ্বে খুব কম সংখ্যক আছে।আর তাইতো তাকে অলিখিত ভাবে ব্যান্ড মিউজিক এর ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সেরা একজন মিউজিশিয়ান ধরা হয়।আর এটাতে কোনো সন্দেহ নাই আর তাকে এই উপাধি দেওয়া হয় বাংলা ব্যান্ড মিউজিক এর পক্ষ থেকে।আর নিসন্দেহে বলাই চলে রাফা একজন সেরা মিউজিশিয়ান দক্ষিণ এশিয়ায়।তবে ইন্টারনেটে এরকম কোনো লিস্ট খুঁজে পাবেন না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57630.83
ETH 3105.65
USDT 1.00
SBD 2.33