রেনডম ফটোগ্রাফি পোস্ট। ১০% সাই-ফক্স।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


পায়ের সমস্যার কারণে দীর্ঘদিন ধরে সকালে হাটাহাটি প্রায় বন্ধ আছে। এর ভেতরে শুধু একদিন বের হয়েছিলাম হাঁটতে। যদিও খুব বেশিক্ষণ হাটতে পারিনি। অল্প কিছুক্ষণ হাঁটার পরে কিছুটা সমস্যা অনুভব করছিলাম। কয়েক দিন পর আজ সকালে আবার চিন্তা করলাম। আবার চেষ্টা করে দেখা যাক কতদূর হাঁটতে পারি। প্রথমে ইচ্ছা ছিলো বাসা থেকে বাইরে গিয়ে হাঁটাহাঁটি করার। পরে অলসতার কারণে মনে হলো ছাদেই আজকের হাঁটাহাঁটি পর্ব সেরে নিই।

সেজন্য ছাদে উঠে ছিলাম হাঁটতে। ভোর বেলায় ছাদে উঠে মনটা ভাল হয়ে গেলো। চারপাশের নির্মল প্রাকৃতিক পরিবেশ দেখে ভালো লাগছিলো। প্রথমে চিন্তা করেছিলাম ২০ মিনিট হাঁটবো। কিন্তু হাটতে হাটতে কখন প্রায় ৩৫ মিনিট পার করে দিয়েছি বুঝতেই পারিনি। ছাদে হাঁটাহাঁটি করা যদিও খুব একটা কাজে আসবে না। তার পরেও পুরোপুরি বসে থাকার থেকে সেটা অনেক ভালো। এজন্যই ছাদে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ছাদে দেখতে পেলাম বেশ কিছু গাছ আছে। সেগুলির কয়েকটা গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ফুলগুলি দেখে মনে হল সেগুলোর ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করি।

সকাল বেলার এই সময়টাতে মন এমনিতেই ভালো থাকে। তারপর ছাদে উঠে যখন মৃদু হাওয়া গায়ে পরশ বুলিয়ে গেলো তখন এক অন্যরকম ভাললাগায় মন আবিষ্ট হয়ে গেলো। যা দেখছিলাম সেটাই ভালো লাগছিলো। পুব আকাশে তখন কেবল সূর্যমামা উঁকি দিচ্ছিলো। আর তার সোনালী আভায় চারপাশ রঙিন হয়ে উঠছিলো। পাখিরা সবে আড়মোড়া ভেঙে তাদের নিরাপদ আশ্রয়ে ছেড়ে আকাশে উড়াল দিয়েছিলো। মৃদুমন্দ হাওয়া ছাদ বাগানের গাছগুলো কে তাদের স্পর্শে সতেজ করে তুলছিলো। সবকিছু মিলিয়ে চমৎকার এক পরিবেশ বিরাজ করছিলো।

IMG_20220517_125215.jpg

IMG_20220517_055550.jpg

IMG_20220517_055358.jpg

IMG_20220517_055426.jpg

IMG_20220517_055416.jpg

IMG_20220517_055445.jpg

IMG_20220517_055432.jpg

IMG_20220517_055543.jpg

IMG_20220517_055459.jpg

উপরে যে ফুলগুলি দেখা যাচ্ছে। এর ভেতরে আছে কয়েক রকমের নয়ন তারা।এই ফুলগুলি আমাদের দেশে এখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বেশিরভাগ বাগানে আপনি এইধরনের ফুল দেখতে পাবেন। এই ফুলগাছ গুলিতে সুবিধা হচ্ছে এখানে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। যার ফলে সবার বাগানেই ফুলগুলি কম বেশি দেখতে পাওয়া যায়।

আর আছে কাঁটামুকুট। এই ফুলটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। যদিও এই ফুলের চারপাশ দিয়ে ভয়ঙ্কর কাটা ছড়িয়ে থাকে। ভয়ঙ্কর কাটা বেষ্টিত হওয়ার জন্যই বোধহয় এই ফুল দেখতে সুন্দর লাগে। আগে এই বাগানে আরও বেশ কিছু ফুলের গাছ ছিলো। কিন্তু বেশ কিছুদিন আমরা বাড়িতে না থাকার কারণে বাগানের অনেক গাছ মরে গিয়েছে।

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

ভাইয়া, ভোরবেলা ছাদে হাঁটাহাঁটি করতে গিয়ে আপনার চারপাশের নির্মল প্রাকৃতিক পরিবেশের হাওয়ায় মনটা ভালো করে নিলেন অপরদিকে আমাদের জন্য খুবই সুন্দর একটি পোস্ট তৈরী করে ফেললেন। আপনার পোস্টে উপস্থাপিত ফটোগ্রাফি অত্যন্ত সুন্দর হয়েছে। ফুলগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর চোখ ধাঁধানো ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এখন যখনি কোথাও যাই তখন কাজের ব্যাপারটা মাথার ভেতর থেকেই যায় । সুযোগ পেলে ছবি তুলে ফেলি ।

 2 years ago 

তোমার ছাদ বাগানের গাছের ছবি ইতিমধ্যেই আমরা ভাবির পোষ্টের মাধ্যমে দেখে ফেলেছি। আর সকালে হাঁটাহাঁটির জন্য ছাদ একেবারে খারাপ না। কথায় আছে না নাই মামার চেয়ে কানা মামা ভাল।

 2 years ago 

ভাইয়া আপনার আজকের সকালটা অসাধারণ ছিল। আপনি দীর্ঘদিন যাবৎ পায়ের সমস্যায় ভুগছেন। দোয়া করি আল্লাহ যাতে দ্রুত আপনাকে সুস্থতা দান করেন। এত সমস্যার পরেও আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এবং নিজের মনের ভাবগুলো প্রকাশ করেছে খুবই ভালো লাগছে। আর আপনি ঠিকই বলেছেন সকালবেলার মৃদু হাওয়া শরীরের যখন ধোলা দেয় তখন অলৌকিক একটা আনন্দ অনুভব হয়। আপনাদের ফুলের বাগান ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারন ছিল। আমাদের সাথে আপনার রেন্ডম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার মন্তব্যের জন্য। ঠিকই বলেছেন ভোরের বাতাস যখন গায়ে লাগে তখন এক অন্যরকম অনুভূতি হয়।

 2 years ago 

আশা করি ভাইয়া, ভালো আছেন? আপনার রেনডম ফটোগ্রাফি পোস্ট দেখে খুব ভালো লাগলো । আপনি খুব সুন্দর ভাবে প্রাকৃতিক দৃশ্য এবং ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন‌ সত্যি নয়নতারা ফুল দেখে বেশ ভালো লাগলো। এতো অসাধারণ পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই । ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

নয়ন তারা ফুল গুলো কিন্তু দেখতে এমন আহামরি সুন্দর না। তারপরেও ভালোই লাগে।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে এমনিতেই ফুল খুব ভালো।নয়ন তারা কাটামুকুট সবগুলো ফুল দেখতে খুবই সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে কিন্তু কাটামুকুট ফুলটি দেখতে বেশি সুন্দর লাগে।

 2 years ago 

খুবই সুন্দর কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন।সত্যি আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি আমার কাছে বেশী ভালো লেগেছে এবং ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি আপনার ছাদ বাগানের অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি তুলেছেন। প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখতে দুর্দান্ত লাগছে ভাইয়া। তবে আমার কাছে নয়ন তারা ফুল গুলো অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে ছাদ বাগানের এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ছিল ভাই। বিশেষ করে নয়ন তারা ফুলের তিনটি কালার আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে নয়ন তারা ফুলের সাতটি কালার আমি এ পর্যন্ত দেখেছি, তার মধ্যে তিনটি কালার আপনার এখানে উপস্থিত রয়েছে। বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

ভাইয়া ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

ভাইয়া আপনার রেনডম ফটোগ্রাফি পোস্টে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ফুলের ফটোগ্রাফি গুলো । ফুল আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি কেননা ফুল হলো সৌন্দর্যের প্রতীক এবং ফুল আমাকে সবসময় আনন্দদায়ক করে। যাইহোক আপনি আমাদের মাঝে চমৎকারভাবে ফটোগ্রাফিক উপস্থাপন করার চেষ্টা করেছেন পোস্টটা দেখে আমি খুবই আনন্দিত আপনার প্রতি শ্রদ্ধা রইল ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29