শীতের সকালে তোলা ফুলের কিছু আলোকচিত্র। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কয়েকদিন আগে আমি আপনাদের সঙ্গে কয়েকটি ফুলের এবং ফুল গাছের ছবি শেয়ার করেছিলাম। আমি প্রতিদিন সকালে হাঁটতে বের হই। সাধারণত বেশিরভাগ সময় আমি একই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি। তবে মাঝে মাঝেই আমি চেষ্টা করি অন্য কোথাও যাওয়ার। নতুন রাস্তায় নতুন জায়গায় হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে। তবে চলতি পথে কোন ভালো দৃশ্য দেখলে সেটা ক্যামেরাবন্দি করতে ভুলি না। শীতের এই সময়টাতে নানান রকম ফুল ফুটতে শুরু করে। এমনি সময়ে গাছগুলি দেখলে খুব একটা কিছু বোঝা যায় না। যখন ফুল গাছে ফুল ফোটে তখন সেখানে একটি অন্যরকম দৃশ্যের অবতারণা হয়।

আগে যে সমস্ত জায়গা দিয়ে হাঁটতাম তার আশেপাশে যে অনেক ফুল গাছ ছিল এটা বুঝতে পারতাম না। কিন্তু শীত আসার পর প্রতিটা গাছ ফুলে ফুলে সেজে উঠেছে। এখন সেই সব জায়গা দিয়ে হাঁটতে বেশ ভালই লাগে। রংবেরঙের নানা রকম ফুল দেখা যায় হাঁটার সময়। শখের বাগানিরাও এই সময়ে খুব আনন্দে থাকে। কারণ এই সময়ে তাদের গাছগুলো ফুলে ভর্তি থাকে। আমার মত যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এটি একটি চমৎকার সময়। কারণ ফুটন্ত ফুলের ছবি তোলার ভিতরে একটা দারুণ মজা আছে। শীতের স্নিগ্ধ সকালে বাগান ভর্তির ফুল দেখলে সবারই ভালো লাগে। তো চলুন আজ আপনাদের সাথে আরও কিছু ফুলের ছবি ভাগ করে নিই।

IMG_20211213_074117.jpg

IMG_20211213_074111.jpg

লোকেশন- লিংক

এই ফুলটি আমার খুবই পছন্দের একটি ফুল। এই ফুলের নাম রঙ্গন ফুল। গাছ ভরে যখন থোকা থোকা এই ফুলগুলি ফুটে থাকে তখন দেখতে খুবই চমৎকার লাগে। এখন আমাদের শহরে এই গাছ বেশ ভালো পরিমাণে দেখা যাচ্ছে। গাছগুলি যখন লাল রঙের ফুলে ভরে থাকে তখন সত্যিই দেখতে অনেক ভালো লাগে।

IMG_20211213_074055.jpg

IMG_20211213_074049.jpg

লোকেশন- লিংক

একটি কমলা রঙের গাঁদা ফুল। এই ফুলটি আমার বিশেষ পছন্দের ফুল। গাঁদা ফুল দেখতে যেমন আমার কাছে অনেক ভালো লাগে তমনি এর ঘ্রানটাও চমৎকার। এই ফুলের খুব একটা কদর সাধারণ মানুষের কাছে নেই। কিন্তু আমার কাছে খুবই প্রিয় এই ফুলটি।

IMG_20211213_074037.jpg

IMG_20211213_074023.jpg

লোকেশন- লিংক

এটি হলুদ গাঁদা ফুল। আমার কাছে গাঁদা ফুলের এই রংটা খুব একটা ভালো লাগে না। তবে অনেকেই গাঁদা ফুলের এই রংটি পছন্দ করে।


IMG_20211213_075939.jpg

IMG_20211213_075857.jpg

IMG_20211213_080015.jpg

IMG_20211213_075917.jpg

লোকেশন- লিংক

IMG_20211213_075438.jpg

লোকেশন- লিংক

এখানে আরো কয়েকটি ফুলের ছবি। যে ফুল গুলির নাম আমি জানিনা। কিন্তু ফুলগুলি দেখতে খুবই সুন্দর লাগে। পথচারীদের জন্য এই ফুলগুলি একটি অন্যরকম আকর্ষণ হিসেবে কাজ করছে।


IMG_20211213_075419.jpg

লোকেশন- লিংক

এটি সম্ভবত একটি জবা ফুল। আমি আগে লাল জবা দেখেছি। কিন্তু এই ধরনের জবাফুল আগে কখনো দেখিনি। যদিও ফুলটি দেখতে বেশ ভালই লাগছে।


IMG_20211213_075410.jpg

লোকেশন- লিংক


এই ফুলটির নাম আমার জানা নেই। কিন্তু ফুলটি দেখতে খুবই সুন্দর।

IMG_20211213_075403.jpg

লোকেশন- লিংক

এই ফুলটির নাম নয়ন তারা। আগে এই ফুল খুব একটা বেশি দেখা যেত না আমাদের এলাকায়। কিন্তু এখন সর্বত্রই এই ফুলের দেখা মেলে। ফুলটি দেখতে খুব আহামরি সুন্দর না হলেও বেশ ভালোই লাগে।

IMG_20211213_075342.jpg

লোকেশন- লিংক

IMG_20211213_075331.jpg

লোকেশন- লিংক

IMG_20211213_075314.jpg

লোকেশন- লিংক

উপরের এই ফুল তিনটি সবারই পরিচিত। গোলাপকে বলা হয় ফুলের রানী। সাদা গোলাপ, লাল গোলাপ এবং গোলাপি গোলাপ। একই বাগানে এই তিনটি গোলাপের দেখা পেলাম। সাথে সাথেই গোলাপ গুলির ছবি তুলে নিলাম। আমাদের দেশে ফুলের ভিতর গোলাপের মর্যাদা সবচেয়ে বেশি। গোলাপ ফুল অন্য ফুলের থেকে সবাই একটু বেশি পছন্দ করে। এর অন্যতম কারণ হচ্ছে গোলাপের সৌন্দর্য এবং এর মৃদু ঘ্রাণ।

ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে বিরল। পৃথিবীতে কবি-সাহিত্যিকরা ফুলের সৌন্দর্যে বিমোহিত হয়ে অনেক কবিতা গল্প রচনা করেছেন। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন-


জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি,

দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিয়ো হে অনুরাগী।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্রহুয়াই নোভা ২আই
ফটোগ্রাফার@rupok

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok


Polish_20211012_184119287.jpg

আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।

Sort:  
 3 years ago 

  • ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ছবি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে গোলাপের ছবি গুলো আমার খুবই ভালো লেগেছে। গোলাপ আমার খুবই প্রিয় একটা ফুল। শুভকামনা রইল ভাই আপনার জন্য

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

শীত কালীন সময়ে এই ধরনের ফুল বেশি ফোটে। আপনি ফুলগুলোর খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ।ফুল গুলো দেখতে চমৎকার লাগছে। আমরা একুশে ফেব্রুয়ারীতে গাঁদা ফুল দিয়ে শহীদদের স্মরণ করতাম। আপনি গাঁদাফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ।আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

আপনি অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। হ্যাঁ ভাইয়া আপনি আরও বেশ কয়েকটি পোষ্টটি লিখেছেন আপনি সকালবেলা হাঁটাহাঁটি করেন। এবং কি আপনি আপনার স্বাস্থ্য কন্ট্রোল রাখার জন্য প্রতিদিন সকালবেলা হাঁটাহাঁটি করেন। এটা খুবই ভালো শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে। তার মাঝে আমাদের মধ্যে অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেইসাথে বিস্তারিত আলোচনা করেছে। হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন রংগণফুল দেখতে অসম্ভব সুন্দর। আপনি যে জবা ফুলটি দেখিয়েছেন আমি এইরকম সাদা জবা ফুল দেখিনি। আমি দেখেছি লাল জবা ফুল। আপনি অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন এবং অসম্ভব সুন্দর ছিল। আপনার জন্য কামনা রইল।

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

সকালে হাঁটাহাঁটি করলে আমাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে। তবে আপনি যদি প্রতিদিন নতুন নতুন রাস্তায় হাঁটাহাঁটি করেন সেটাও ভালোর একটি বিষয়।

হা এটা জবা ফুল। এটা হল আকাশী কালারের জবা।
তাছাড়াও সমস্ত ফুলের ফটোগ্রাফিক গুলো অসাধারণ কোলে তুলে ধরেছেন আমাদের সামনেই। ধন্যবাদ শেয়ার করার জন্য অসাধারণ ফুলের ফটোগ্রাফি গুলো

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 
রঙ্গন ফুল আমারও ভালো লাগে আপনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া তারপরে গাঁদা ফুল তো আমরা সকলেই চিনি।দেখতে অনেক সুন্দর লাগে এবং হলুদ টাও অনেক সুন্দর তারপর আরেকটি ফুল দেখলাম আপনি বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আর জবাফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর ভালোভাবে ক্লিক করেছেন। হ্যাঁ এটা ঠিক যে গোলাপকে ফুলের রানী বলা হয়। গোলাপ দেখতে খুবই ভালো লাগে আর নয়ন তারা ফুল আমরা কমবেশি সকলেই চিনি। আপনি দারুন ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া। অনেক ভালো লাগলো

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

বাহ ভাইয়া আপনার প্রত্যেকটি ফুলের ছবি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

শীত আসলেই ফুলের সব থেকে বড় মৌসুম শুরু হয়ে যায় ।বাসায় ,বাসার ছাদে, বাগানে রাস্তায় বিভিন্ন জায়গায় আমরা ফুলের সমারোহ দেখতে পাই। ফুলের সুবাসে আমাদের মন আনন্দে ভরে ওঠে ।প্রকৃতি সাজিয়ে উঠে নতুনভাবে । তবে শীতকালে সবথেকে বেশি যে ফুলটি রাঙিয়ে তুলেছে তা হচ্ছে গাঁদা ফুল। এমন কোন জায়গা নেই যেখানে গাঁদা ফুলের সমারোহ নেই। আমাদের সবার প্রিয় গোলাপ ফুল তো থাকবেই আপনার ফটোগ্রাফিতে গাঁদাফুল রঙ্গন, গোলাপ সহ বিভিন্ন ধরনের ফুল স্থান পেয়েছে। আপনি এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন যা সত্যি অনেক ভালো লেগেছে। গোলাপের সৌন্দর্য এবং সুঘ্রাণ আমাদের সত্যিই মুগ্ধ করে।

ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago (edited)

ওয়াও কি চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফি গুলো ছিল চোখে পড়ার মতো প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার ভীষণ ভালো লেগেছে হাটার মধ্য দিয়ে এই সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর কিছু ফুলের আলোক চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল গুলো দেখতে অসাধারণ লাগছে।
বিশেষ করে জবা ফুলটি।
এই জাতের জবা আমার বাগানে ও আছে।

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

ভাই আপনার ফটোগ্রাপি গুলো দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফিগুলো করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার বেশি ভাল লেগেছে।

ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96601.54
ETH 3445.82
USDT 1.00
SBD 3.09