বহু প্রতীক্ষিত ঘুড়ি উৎসবের অভিজ্ঞতা (প্রথম পর্ব)।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত কয়েকদিন আগে থেকেই একটি অনুষ্ঠানের প্রচার প্রচারণা বেশ জোরেশোরে দেখতে পাচ্ছিলাম। বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে। গত কয়েক বছর যাবত এই অনুষ্ঠানটি আমাদের শহরের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। ফরিদপুর শহরটি পদ্মা নদীর তীরে অবস্থিত। প্রতিবছর শীত মৌসুমে এই পদ্মা নদীতে বিশাল আকারের চর পড়ে। গত কয়েক বছর যাবত এই চরে শহরের কিছু ছেলে আর সাথে বাইরের কিছু ছেলে মিলে একটি প্রাইভেট ভার্সিটির তরফ থেকে ঘুড়ি উৎসবের আয়োজন করে আসছে।

IMG_20221230_164446.jpg

IMG_20221230_164822.jpg

গত কয়েক বছরে ক্রমাগত এই উৎসবের কদর শহরবাসীর কাছে বেড়েছে। কতটা বেড়েছে সেটা এবার ঘুড়ি উৎসবে যোগ দিতে গিয়ে টের পেয়েছি। প্রথমে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩১ তারিখে। ৩০ তারিখ শুক্রবার হওয়ায় চাকরিজীবীদের কথা চিন্তা করে পরবর্তীতে ঘুড়ি উৎসবের সময় ঠিক করা হয় ৩০ তারিখ। তারা যাতে এই উৎসবে যোগ দিতে পারে সে জন্যই শুক্রবারে আয়োজন করা হয়েছিলো। প্রথমে পরিকল্পনা ছিল বন্ধুদের সাথে সেখানে যাব। যেহেতু ফেরদৌস নেই তাই আমার অন্য বন্ধুদের সাথে যোগাযোগ করলাম সেখানে যাওয়ার জন্য। তবে তাদের অন্য প্রোগ্রাম থাকায় তারা যেতে অপারগতা প্রকাশ করল।

IMG_20221230_165055.jpg

IMG_20221230_164826.jpg

তখন আমি সিদ্ধান্ত নিলাম একা একাই ঘুড়ি উৎসবে যাবো। বেলা চারটার দিকে বাসা থেকে তৈরি হয়ে বের হয়েছিলাম। কিন্তু রাস্তায় বের হয়ে বুঝতে পারলাম আজকে সেখানে যাওয়া খুব একটা সহজ হবে না। কারণ শুক্রবার হওয়ার কারণে রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা খুবই কম। যানবাহনের সংখ্যা কম হলেও রাস্তাঘাটে রীতিমতো উপচে পড়া ভিড় দেখতে পারছিলাম। মনে হচ্ছিল পুরো শহরের মানুষের গন্তব্য একই জায়গায়। ঘুড়ি উৎসবে যোগ দেয়ার উদ্দেশ্যে একটা অটো রিক্সায় চেপে বসে ছিলাম। তবে সেটা টেপাখোলা নামক একটি স্থানে যাওয়ার পর আর সামনে যেতে অপারগতা প্রকাশ করল।

IMG_20221230_165229.jpg

IMG_20221230_164750.jpg

অগত্যা সেখান থেকে হেঁটে পদ্মা পাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে হাঁটতে গিয়ে টের পাচ্ছিলাম যে এইবার সম্ভবত ঘুড়ি উৎসবে সবচাইতে বেশি লোক যোগ দিতে এসেছে। শুধু যে আমাদের জেলার লোকজন এখানে এসেছে তা নয়। আশেপাশের জেলা থেকেও লোকজন সেখানে এসেছিল ঘুড়ি উৎসবে যোগ দিতে। মূলত এই ঘুড়ি উৎসবটি অনুষ্ঠিত হয় একটি প্রাইভেট ভার্সিটির ও জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায়। অটো রিক্সা থেকে নামার পর প্রায় দু কিলোমিটার হেঁটে ঘুড়ি উৎসবে পৌঁছেছিলাম। এতদূর হাঁটার ফলে সেখানে পৌঁছে বেশ ক্লান্ত লাগছিল।

IMG_20221230_165033.jpg

কিন্তু সেখানকার উৎসবমুখর পরিবেশ দেখেই মুহূর্তেই ক্লান্তি কেটে গেল। আস্তে আস্তে পুরো অনুষ্ঠানস্থল ঘুরে দেখার চেষ্টা করলাম। দূর থেকে দেখতে পাচ্ছিলাম বিশাল বড় চরে অসংখ্য মানুষের আনাগোনা এবং সেখানে যে মানুষজন রয়েছে তারাই শেষ নয়। আরো অনেক মানুষজন আসছে যোগ দিতে। তবে সমস্যা হয়েছে ঘুড়ি উৎসব যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছে সেখানে যাওয়ার রাস্তাঘাট খুব একটা ভালো নয়। সরু রাস্তা যার ফলে এত লোকজনের চাপ সেই রাস্তা নিতে পারছে না। সেজন্য বিভিন্ন জায়গায় রীতিমতো জ্যাম লেগে গেছে। সেখানে পৌঁছে ঘুরে ফিরে সবকিছু দেখতে লাগলাম। সেখানে পৌঁছানোর পর তেমন কোনো বড় ঘুড়ি দেখতে পেলাম না। অন্যান্য বছর এখানে বিভিন্ন আকৃতির অনেক বড় আকৃতির ঘুড়ি দেখা যায়। তবে এবার সেই সংখ্যা ছিল একেবারেই কম। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানপদ্মার চর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

প্রতি বছর শীত মৌসুমে পদ্মা নদীতে বিশাল আকারে চড় পরে।সেখানে প্রাইভেট ভার্সিটির তরফ থেকে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। ফেরদৌস ভাইয়া এখানে নেই তাই অন্য বন্ধুদের বললেন কিন্তু তাদের প্রোগ্রাম থাকার কারনে একাই বিকাল ৪ টায় গেলেন। সব যেন সেখানেই ছুটে চলছে।শুধু আপনার জেলাতে নয় অন্য জেলা থেকে লোকজন এসেছে এই ঘুড়ি উৎসবে।আপনি হেঁটেই গেলেন তাই ক্লান্ত লাগছিল আপনার।কিন্তু সেখানে পৌঁছে উৎসব মুখর পরিবেশ দেখে আপনার ক্লান্তি দুর হয়ে গেল।অনেক ভাল লাগলো ভাইয়া। তবে প্রতি বছর অনেক বড় বড় ঘুড়ি দেখা যায়। এবার তেমন দেখেননি।খুব সুন্দর বর্ননা করে ঘুড়ি উৎসবের আয়োজন আপনি তুলে ধরেছেন অনেক ভাল লাগলো। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আরে বাহ ঘুড়ি উৎসব যে এতো সুন্দর পরিবেশে উদযাপন হয় ৷ তা এবার প্রথন জানলাম ৷ যা হোক সরকারি কর্মকর্তাদের কথা চিন্তা করে ৷ আগেই উৎসব টি পালিত করেন৷ আপনি তো দেখি একটি সময় অতিবাহিত করেছেন ৷ সেই সাথে প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল ৷ এক জাঁকজমক পূর্ন মেলা তা বলাই যায় ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39