বিকেল বেলায় ছাদে কাটানো চমৎকার কিছু মুহূর্ত ।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


দু তিন দিন হলো বাড়িতে এসেছি। দীর্ঘদিন পর বাড়িতে এসে মনটা ভালো হয়ে গিয়েছে। আমি যখনই বাইরে থেকে বাড়িতে আসি তখন চেষ্টা করি ছাদে কিছুটা সময় কাটাতে। এমনিতে আমি ছাদে খুব বেশি সময় থাকি না। তবে যখন বেশ কিছুদিন বাইরে থেকে তারপর আসি। তখন ছাদে যাওয়ার জন্য মনটা যেন কেমন করে। আজ বিকেলে তাই আমি আমার মেয়েকে নিয়ে ছাদে গিয়েছিলাম। বিকেলের চমৎকার আবহাওয়ায় ছাদে থাকতে বেশ ভালই লাগছিল।

IMG_20221027_162802.jpg

চারপাশে শীতের হালকা আমেজ টের পাওয়া যাচ্ছিলো ইতিমধ্যেই। এই সময়ে বিকালের দিকে সূর্যের আলো তার তেজ হারিয়ে ফেলে। যার ফলে সেই সূর্যের আলো গায়ে লাগলে একরকম আরামের অনুভূতি হয়। ছাদে ওঠার পর সূর্যের আলো গায়ে পড়ায় ঠিক তেমনি অনুভূতি হচ্ছিল।

IMG_20221027_162833.jpg

IMG_20221027_162825.jpg

তবে ছাদে উঠে একটি দৃশ্য দেখে মন কিছুটা খারাপ হয়ে গেলো। আমাদের ছাদে দুটো লেবু গাছ ছিলো। তার ভিতরে একটি বেশ কিছুদিন আগে মারা গিয়েছে। অন্য আরেকটি লেবু গাছ ছিলো যেটাতে মোটামুটি ভালোই লেবু ধরতো। যদিও সেই লেবুগুলোর আকার ছিল খুবই ছোটো। আজকে ছাদে উঠে দেখি সেই লেবু গাছ যে ড্রামের ভেতর ছিল। সেই ড্রাম টা ভেঙে পড়ে আছে। ড্রামের বয়স হয়েছে অনেক দিন। সেজন্যই হয়তো আর গাছটাকে ধরে রাখতে পারেনি।

IMG_20221027_162856.jpg

IMG_20221027_162844.jpg

দৃশ্যটা দেখে বেশ খারাপ লাগলো। এখন কি করব সেটা নিয়ে চিন্তা করছিলাম। লেবু গাছটা দেখার পর ছাদের চারপাশে ঘুরে অন্য গাছগুলো দেখতে লাগলাম। সবগুলো গাছ দেখা শেষ হওয়ার পর ছাদের শেষ মাথায় গিয়ে সামনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। কারণ সেখান থেকে তাকালে সামনে অবারিত সবুজ প্রকৃতি দেখা যায়। সামনের দিকে তাকালেই মনে হয় সামনে কোন ঘন অরণ্য। আসলে মোটেও তা নয়। সেদিকে কিছু গাছপালা আছে বেশ ঘন ভাবে লাগানো। সেই গাছপালার বেষ্টনী দৃষ্টিসীমা অতিক্রম করতে পারেনা। যার ফলে মনে হয় সামনে বোধ হয় গহীন অরণ্য।

IMG_20221027_162915.jpg

IMG_20221027_162903.jpg

ছাদে সময় কাটাতে আসলে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আমাদের বাড়িটা তিনতলা। যখন আমাদের বাড়িটা করা হয় তখন আমাদের বাড়ির আশেপাশে আর কোন উঁচু বিল্ডিং ছিল না। যার ফলে আমাদের ছাদে দাঁড়ালে বেশ অনেকটা দূর পর্যন্ত দেখা যেতো। তাই মাঝে মাঝে বিকালের দিকে উঠে চারদিকটা দেখতাম। তখন বেশ ভালই লাগতো। একটা সময় ছিল যখন বন্ধুবান্ধবের সাথেও ছাদে বেশ আড্ডা দিয়েছি।

IMG_20221027_163027.jpg

IMG_20221027_162943.jpg

আর এখন আমাদের বাড়ির দুই পাশে দুটো বড় বিল্ডিং হয়েছে। একটা আট তলা আর একটা ছয় তলা। এই দুটো বিল্ডিং হওয়ার ফলে আমাদের বাড়ির উত্তর এবং দক্ষিণ দিকটা পুরোপুরি ঢাকা পড়ে গিয়েছে। এখন আর আমাদের ছাদ থেকে উত্তর দক্ষিণ দিকের কিছু দেখা যায় না। তারপরেও আমার ছাদে আসতে বেশ ভালোই লাগে। আমি আমার মেয়েকে নিয়ে ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ঘরে ফিরে গেলাম।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

ফলন্ত লেবু গাছের ড্রাম এভাবে ভেঙে পড়ে যাচ্ছে দেখে খুবই খারাপ লাগছে। আসলে যে কোন গাছ অনেকদিন যাবত থাকলে সেটি যদি মারা যায় অথবা খারাপ হতে শুরু করে তখন সত্যি খুব কষ্ট লাগে। আমাদেরও এরকম একটি লেবু গাছ আছে,অনেক লেবু ধরে এখনো আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে কলপ করে একটি নিয়ে এসেছি শ্বশুর বাড়িতে।মেয়েকে নিয়ে ছাদে এতটা সময় কাটিয়ে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। চারদিকের পরিবেশ দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে। খুবই ভালো লাগলো আপনার আজকের পোস্টটি দেখতে পেরে ভাইয়া।ভালো থাকবেন সবাইকে নিয়ে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65