দীর্ঘদিন পর সকালে হাঁটাহাঁটি এবং মাছ কেনার অভিজ্ঞতা (প্রথম পর্ব)।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago
বৃষ্টির মৌসুম শুরু হওয়ার পর থেকে আমার সকালের হাঁটাহাঁটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। মাঝে মাঝেই চিন্তা করি আগামীকাল থেকে হাটাহাটি শুরু করবো। কিন্তু বিভিন্ন কারণে আর সেটা হয়ে ওঠেনা। এমন অনেক হয়েছে সকালে উঠে হাঁটাহাঁটির জন্য প্রস্তুতি নিয়েছি। কিন্তু তখনই শুরু হয়েছে বৃষ্টি। যার ফলে আর হাঁটাহাঁটি করতে বের হওয়া হয়নি। কিন্তু বেশ কিছুদিন থেকেই চিন্তা করছিলাম দ্রুত হাঁটাহাঁটি শুরু করা দরকার। কারণ শরীরটা ভারি হয়ে যাচ্ছে। নিজের ভেতরেই এক ধরনের অস্বস্তি টের পাচ্ছিলাম। সেই কারণে আজ সকালে বদ্ধপরিকরছিলাম হাটাহাটি করার জন্য। ফজরের নামাজ শেষ করে যখন বাসায় ফিরলাম তখন বাজে সবে মাত্র সাড়ে পাঁচটা। চিন্তা করেছিলাম ছটার দিকে হাঁটতে বের হবো।

IMG_20230908_063736.jpg

কিন্তু শেষ পর্যন্ত হাঁটতে বের হতে কিছুটা দেরি হয়ে গিয়েছিলো। যাইহোক দেরি হলেও আজকে শেষ পর্যন্ত হাঁটতে বের হতে পেরেছিলাম। অনেকদিন পর হাঁটতে বের হয়ে বেশ ভালো লাগছিলো। হাটার সময় মনে মনে চিন্তা করছিলাম এখন থেকে আর হাঁটাহাঁটি বাদ দেয়া যাবে না। কারণ যতদিন আমি রেগুলার হাঁটাহাঁটি করি তখন শরীর এবং মন দুটোই ভালো থাকে। আবার যখন হাটাহাটি বাদ দেই তখন নিজের ভেতরেই একটা পরিবর্তন টের পায় যেটা খুবই অস্বস্তিকর। সকালের কোলাহলমুক্ত পরিবেশে হাঁটতে বের হয়ে বেশ ভালই লাগছিলো। যানবাহনের কোন সারা শব্দ নেই রাস্তাঘাটে মানুষজনও খুব একটা বেশি ছিল না। সবকিছু মিলিয়ে দারুন লাগছিলো।


IMG_20230908_065355.jpg

তবে হাঁটতে বের হওয়ার সময় পরিকল্পনা করেছিলাম ফেরার আগে নাস্তা করে তারপর ফিরবো। তাছাড়াও আজকে সিএনবি ঘাট যাওয়ার একটা পরিকল্পনা করেছিলাম মাছ কিনতে যাওয়ার জন্য। মাঝে মাঝে সেখানে বেশ ভালো মাছ পাওয়া যায়। তবে বেশিরভাগ সময় সেখানে নিলামের কারণে মাছের দাম উঠে যায় অনেক বেশি। তখন আর সেখান থেকে মাছ কেনা হয় না। আজকে সেখানে গিয়েছিলাম এই চিন্তা করে যদি পছন্দ সই দামে মাছ পাই তাহলে মাছ কিনবো। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমি ফরিদপুরের বিখ্যাত এবং অনেক পুরাতন ঠাকুরের হোটেল থেকে নাস্তা করে নিলাম। এখানকার নাস্তা আমার খুবই পছন্দের। নাস্তার আইটেম একেবারে সাদামাটা। লুচি, সবজি সহ ডাল আর মিষ্টি। তবে খেতে বসে আর ছবি তোলা হয়নি। যাই হোক নাস্তা করা শেষ হলে বিল মিটিয়ে সেখান থেকে বের হয়ে সিএনবি ঘাটের দিকে রওনা দিলাম। (চলবে)


IMG_20230908_063920.jpg


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে এই ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


@rupok

Sort:  

হ্যালো আমার বন্ধু আমি বৃষ্টির দিনে হাঁটতে পছন্দ করি

 11 months ago 

সকালে হাঁটাহাঁটি করলে অদ্ভুত এক শান্তি পাওয়া যায়। আমি হাঁটি, আমি আসলে সেই ফিলটা পাই।হাঁটাহাঁটি করলে শরীর ফুরফুরে লাগে।মনে হয় খুব বড় একটা কাজ শেষ করেছি।তবে বৃষ্টি আজকাল ভোরের দিকেই বেশী হয়।আর বৃষ্টি হলে বাইরে বের হওয়া হয় না।আপনি সকালে বের হলেন আর সুন্দর স্নিগ্ধ পরিবেশের ফটোগ্রাফি শেয়ার করলেন। খুব ভালো লাগলো। এরপর পুরোনো হোটেলে নাস্তা করলেন। মাছ কেনার জন্য সিএনবি ঘাটের দিকে রওনা দিলেন। আশাকরি পরের পর্বে জানতে পারবো মাছ পেয়েছেন কিনা।ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 11 months ago 

সকালে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হাটাহাটি করাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই সময় বাতাসে ধুলাবালি থাকে না আর যানবাহনের কলাহল থাকে না কোন প্রকারের। আসলে নিলাম এর কারণে অনেক সময়ই অল্প দামের মাছ চড়া দামে বিক্রি হয়।পছন্দ সই দামে মাছ কিনতে পেরেছিলেন কিনা সেটা তো জানালেন না ভাইয়া। আশা করি পরের পর্বে সেটা জানতে পারবো।

 11 months ago 

সকাল সকাল ঘুম থেকে উঠে হাটা যে কত উপকারী তা কেবল তারাই বুঝে যারা সকালে হাটে। সকাল সকাল হাঁটতে বেরিয়ে তো দেখছি আবার নাস্তা করেছেন। আবার ছুটে গেলেন মাছের বাজারে মাছ কেনার জন্য। কিন্তু মাছ কিনতে পেরেছিলেন? জানবো আগামি পড়বে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45