হর্টিকালচার সেন্টারে ভ্রমণের অভিজ্ঞতা (প্রথম পর্ব)। ১০% সাইফক্স।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


বেশ কিছুদিন থেকেই চিন্তা করছিলাম আমাদের শহরের সবচাইতে বড় হর্টিকালচার সেন্টারে যাবো। কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আর সেটা হয়ে উঠছিল না। এর ভিতরে আবার শুরু হয়ে গেল রোজা। রোজার দিনে ঘোরাফেরা এমনিতেই একটু কম হয়। কারণ রোজা থেকে ঘোরাফেরা করতে গেলে শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। তাছাড়া বাইরে যে কাঠফাটা রোদ। এর ভেতরে বাইরে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে।


IMG_20220413_105729.jpg

IMG_20220413_105839.jpg

তাই বেশ কয়েকদিন বাড়িতে বসে থাকার পর আজ বন্ধু ফেরদৌস এর সঙ্গে বের হয়েছিলাম ঘোরার জন্য। আমাদের মূল উদ্দেশ্য ছিল একটি আম বাগানে যাওয়া। যেখান থেকে সাধারণত আমরা প্রতি বছর আম কিনে থাকি। যদিও ফেরদৌসের খুব একটা ইচ্ছা ছিল না সেখানে যাওয়ার। কারণ ও বলছিল এখনো আম বড় হয়নি। তবুও আমি নাছোড়বান্দার মতো লেগে থাকলাম সেখানে যাওয়ার জন্য। আজ সকালে আমরা দুজন বের হয়েছিলাম সেই আম বাগানের উদ্দেশ্যে।


IMG_20220413_105747.jpg

IMG_20220413_105658.jpg

কিন্তু যাওয়ার পথে পড়ল সেই হর্টিকালচার সেন্টার। যেখানে অনেকদিন থেকেই যাওয়ার ইচ্ছা ছিলো। আমরা আগে মাঝে মাঝে এখানে আসতাম ঘুরতে। কারণ এই হর্টিকালচার সেন্টারের ভিতর দেশি-বিদেশি বিভিন্ন রকমের গাছপালা আছে। তাছাড়া পুরো এলাকাটা প্রচুর গাছপালা দিয়ে ভরে আছে। এজন্য পুরো এলাকাটা ছায়া ঢাকা। তাছাড়া এই হর্টিকালচার সেন্টারে আসলে অনেক সুন্দর সুন্দর ফুলের দেখা পাওয়া যায়। কিন্তু আজ হর্টিকালচার সেন্টারে গিয়ে কিছুটা হতাশ হয়েছি। কারন আমি ভুলে গিয়েছিলাম যে এই ঋতুতে খুব বেশি ফুল দেখা যায় না।


IMG_20220413_105643.jpg

IMG_20220413_105610.jpg

সাধারণত শীতকালে এখানে আসলে প্রচুর ফুল দেখা যায়। কিন্তু আজ ফুল না দেখতে পেলেও ফল ভরা গাছ দেখেছি বেশ কিছু। গাছে গাছে আম, লিচু, সফেদা আরো বিভিন্ন রকমের ফল ধরে রয়েছে।ফল ভরা গাছ গুলি দেখে মনে মনে পরিকল্পনা করেছি যখন ফল পাকার সময় হবে তখন অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবো। কারণ পাকা ফলভর্তি গাছ দেখার মজাই অন্যরকম। আবার গাছ থেকে যদি দু'চারটে ফল পেড়ে খাওয়া যায় তাতেও বা মন্দ কি। গাছ থেকে টাটকা ফল পেড়ে খেতে সবারই ভালো লাগে।


IMG_20220413_105552.jpg

IMG_20220413_105542.jpg

আমরা বেশ কিছুক্ষণ সেই হর্টিকালচার সেন্টার এর ভিতরে ঘোরাফেরা করলাম। আমি প্রচুর ছবি তুলেছি সেখান থেকে। বন্ধু ফেরদৌস এর বাড়ি এখান থেকে খুব কাছেই। এই হর্টিকালচার সেন্টার নিয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। এই হর্টিকালচার সেন্টার নিয়ে তার বিভিন্ন রকম অভিজ্ঞতার গল্প আমার শুনলাম। সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করে তারপর আমরা রওনা দিলাম আম বাগানের উদ্দেশ্যে।


IMG_20220413_105521.jpg

IMG_20220413_105518.jpg

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে এই ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানলিংক

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

আমাদের এলাকার হর্টিকালচারে প্রায় ১ হাজার প্রজাতির গাছ আছে। আসলে হর্টিকালচারে গেলে মন ভালো হয়ে যায়। আমাদের কলেজ ছিলো হর্টিকালচারের পাশেই। মাঝে মাঝে ক্লাশ মার দিয়ে হর্টিকালচারে গিয়ে আড্ডা দিতাম। 🤣

 2 years ago 

জায়গাটা আসলেই চমৎকার। এখানে গেলেই মন ভালো হয়ে যায়। চার পাশে শুধু সবুজ আর সবুজ।

 2 years ago 

আমার কখনো হর্টিকালচারে যা হয়নি তবে খুব সুন্দর লাগলো এর পরিবেশ আপনার ছবি এবং পোষ্টের মাধ্যমে সেই দিনের অভিজ্ঞতা আমি অনুভব করতে পারছি না, গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে মন শীতল হয়ে গেল আপনার দারুন দারুন ছবি দেখে।

 2 years ago 

এই ধরনের জায়গায় গেলে আপনি বিভিন্ন রকমের গাছপালা দেখতে পাবেন। ফলের গাছ ফুলের গাছ। আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে।

 2 years ago 

হর্টিকালচার, এর নাম আগে মনে হয় আমি শুনিনি কখনো। হয়তো একেক জায়গায় একেক নামে পরিচিত। তবে এটা ভালো ছিল এক জায়গাতে এতগুলি ফলের গাছ। আর যখন যে ফলের সিজন থাকবে সেই ফলে কিনে আনা যাবে। পরিবেশটা খুবই সুন্দর। ভালো লাগলো।

 2 years ago 

বেশিরভাগ জেলাতেই এই ধরনের একটি প্রতিষ্ঠান আছে। খোজ নিয়ে দেখেন হয়তো আপনার আশেপাশেই আছে। সমস্যা হচ্ছে এখান থেকে চাইলেই ফল কেনা যায় না। তবে আপনি যে কোন রকম গাছের চারা এখান থেকে কিনতে পারবেন।

 2 years ago 

হর্টিকালচার সেন্টার এই নামটি আজ ই শুনলাম।বেশ সুন্দর জায়গাটি।

 2 years ago 

আপনার হর্টিকালচারে ভ্রমণের চিত্র গুলো অনেক সুন্দর হয়েছে এবং ভ্রমণ ও ছিল খুব সুন্দর। এখনো সত্যিই আম তেমন একটা বড় হয়নি কিন্তু তারপরেও আমরা বিশেষ বিশেষ স্থানে কিছু আম পেয়ে থাকি । আপনার বন্ধুর সাথে আপনার ভ্রমণটি খুব সুন্দর কেটেছে এর জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67388.31
ETH 3311.98
USDT 1.00
SBD 2.74