আদিগন্ত বিস্তৃত শ্বেত শুভ্র কাশবন ভ্রমণ।১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


IMG_20210920_152058.jpg

স্থান-লিংক

কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট দেখে আমার খুব ভালো লেগে যায়। সেই পোস্টে একটি জায়গার কয়েকটি ছবি দেয়া ছিলো। ছবিগুলো দেখেই আমি সে জায়গাটার প্রেমে পড়ে যায়। তখনই মনে মনে পরিকল্পনা করি যেভাবে হোক এই জায়গাটাতে যেতে হবে।

IMG_20210920_151958.jpg

স্থান-লিংক

পরদিন আমার যে বন্ধুর সাথে আমি ঘুরে বেড়াই। তার সঙ্গে সেখানে যাওয়ার ব্যাপারে কথা বলি। কথা বলার সময় জানতে পারি আমার বন্ধু ও ফেসবুকে সেই পোষ্টটি দেখেছেন। সেও ওই জায়গায় যাওয়ার ব্যাপারে আগ্রহী। আমরা দুজনে পরিকল্পনা করলাম পরবর্তী দিনে যাওয়ার। কিন্তু পরের দিন আবহাওয়া খারাপ থাকায় এবং দুজনেরই কিছু কাজ থাকায় আর যাওয়া হয়নি। এর ভিতরে আমাদের আরেক বন্ধু ঢাকা থেকে ফরিদপুর এসেছে। ওর সাথে কথা বলার সময় সেই জায়গার ব্যাপারে ওকে বললাম। শুনে ও সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করল।

IMG_20210920_161559.jpg

স্থান-লিংক

পরবর্তীতে আমরা পরিকল্পনা করলাম। আমরা চার বন্ধু সেখানে যাব দুটো মোটর সাইকেলে করে। আজ বিকেলে সেখানে যাওয়ার কথা ছিলো। এর ভিতরে আমাদের ব্যবসায়ী বন্ধু সে জানালো বিকেলে যেতে তার সমস্যা বরং সকালের দিকে গেলে সে আমাদের সাথে যেতে পারবে। কয়েক মিনিটের ভেতর সবার সঙ্গে ফোনে যোগাযোগ করে আমরা যাওয়ার ব্যাপারে মন স্থির করলাম। সবার সাথে কথা বলে বেলা বারোটার সময় এক জায়গায় মিলিত হওয়ার পরিকল্পনা করলাম। যথারীতি আমি বারোটা বাজার কিছুক্ষণ আগে বাসা থেকে বের হলাম তারপর সময়মত যেখানে মিলিত হওয়ার কথা সেখানে উপস্থিত হলাম।

IMG_20210920_174146.jpg

স্থান-লিংকl

তারপর শুরু হল আমাদের যাত্রা। জায়গাটা আমাদের বাসা থেকে প্রায় ৪০-৪৫ কিলোমিটার দূরে গ্রামের ভিতরে এবং আমাদের সবার কাছেই মোটামুটি অপরিচিত জায়গা। যার ফলে আমরা খুব দ্রুত সেখানে যেতে পারছিলাম না। সেখানে পৌঁছতে পৌঁছতে আমাদের তিনটা বেজে গেলো। লোকজনের কাছে শুনে শুনে সেখানে আমরা পৌঁছেছি। পৌঁছে দেখি মোটরসাইকেল সেখানে যাবে না। মোটরসাইকেল নদীর এপারে রেখে নৌকায় নদী পার হয়ে ওপারে গিয়ে কিছুক্ষণ হাঁটার পর সে জায়গায় পৌঁছানো যাবে। তো আমরা কিছুটা বিরক্ত হলাম এই ব্যাপারটাতে। কিন্তু কিছু করার নেই। যেহেতু এতদূর এসেছি এখন জায়গাটা না দেখে আর যেতে চাচ্ছি না।

IMG_20210920_154420.jpg

স্থান-লিংক

আমরা ছোট্ট একটি নৌকায় করে নদীটা পার হলাম। পার হওয়ার পরে সবাই যার যার স্যান্ডেল খুলে হাতে নিলাম। কারণ এখন আমাদেরকে কাঁদা পানি পেরিয়ে তারপর সেখানে যেতে হবে। মেজাজটা আরও খারাপ হয়ে গেলো। তারপর আমরা হাঁটতে শুরু করলাম সেই জায়গাটার উদ্দেশ্যে। সবাই বলেছিল অল্প একটু সামনেই জায়গাটা। কিন্তু গ্রামের লোকজনের অল্প একটু জায়গা শহরের মানুষের কাছে অনেকখানি রাস্তা। তো আমরা বেশ কিছুক্ষণ হাঁটার পরে যখন সে জায়গাটাতে পৌঁছলাম। আমরা চার বন্ধু সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেলাম।

IMG_20210920_154634_1.jpg

স্থান-লিংক

এ যেন কাঁশবনের সমুদ্রে এসে পৌঁছেছি। চারিদিকে যতদূর চোখ যায় শুধু শ্বেত শুভ্র কাশবন। আমাদের এ বিস্ময়ের ঘোর কাটতে কিছুক্ষণ লেগে গেলো। বিস্ময়ের ঘোর কাটার পর সবাই যার যার মতো করে তার মনের আনন্দ প্রকাশ করতে থাকলো। কেউ গান গেয়ে কেউ চিৎকার করে। আমরা সে কাশবনের ভেতর দিয়ে হাঁটতে থাকলাম আর চারপাশের সৌন্দর্য দুচোখ ভরে দেখতে থাকলাম। কি অপরূপ সুন্দর চারপাশ। সে জায়গাটি আমরা দেখার পর আমাদের মনে হল ছবিতে আমরা যা দেখেছিলাম জায়গাটি তার থেকে অনেক বেশি সুন্দর।

IMG_20210920_155918.jpg

স্থান-লিংকl

IMG_20210920_155927.jpg

স্থান-লিংকl

শেষ কবে আমরা এত সুন্দর একটি জায়গা দেখেছি তা আমাদের মনে পড়ছিলোনা। আমরা মুগ্ধ বিস্ময়ে শুধু চারপাশের সৌন্দর্য দেখছিলাম। হাঁটতে হাঁটতে যখন আমরা সেই কাঁশবনের শেষ প্রান্তে চলে গেলাম। সেখানে দেখলাম পদ্মা নদীর শুরু। আমরা দু'বন্ধু নেমে নদীর জলে পা ভেজালাম। সেখান বেশ কিছুক্ষণ কাটানোর পর আমরা আবার বাড়ির দিকে ফেরার পথ ধরলাম।

IMG_20210920_174528.jpg

স্থান-লিংকl

সেই জায়গাটাতে কাটানো প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করেছি দারুনভাবে। এই ভ্রমণের স্মৃতি দীর্ঘদিন আমাদের মনে জাগ্রত থাকবে। এক অপার সৌন্দর্য অবলোকন এর স্মৃতি নিয়ে আমরা আজকের মতো আমাদের ভ্রমন শেষ করলাম।

IMG_20210920_174127.jpg

স্থান-লিংকl

আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্রহুয়াই নোভা ২আই

Support @open-theworld by Delegation your Steem Power

50 SP100 SP200 SP300 SP500 SP

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok



আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।

Sort:  
 3 years ago 

নিঃসন্দেহে এটাকে বলা যায় কাঁশবন, কারন চারপাশে প্রচুর কাঁশফুল দেখতে পাচ্ছি এবং খুব বড় জায়গাজুড়ে দেখা যাচ্ছে। হ্যা, যেহেতু আমার শৈশব কেটেছে নদীর পাড়ের এলাকায়, সেহেতু আমি জানি নদীর পাড়জুড়ে এই সময় প্রচুর কাঁশফুল থাকে।

ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ফোটোগ্রাফিগুলি অসাধারণ।দুইপাশে কাশফুলে ঘেরা ,তার মধ্যে রাস্তাটি বেশ চমৎকার।কাশফুলের মাঝে হাঁটলে যেন শুধুই হাটতে ইচ্ছে করে।চারিদিকে সবুজ ও সাদার প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য্য।কুকুরের নদীতে স্নান করার চিত্রটিও সুন্দর।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago 

কাশবনের কাশফুলের ছুঁয়ে গেল মন
কাশবনের ফটোগ্রাফি সত্যিই অসাধারণ♥

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

বাহ্ দারুন অনুভুতি হচ্ছে এখন।কাশ ফুলের ছবি দেখেই মনটা ভরে গেলো।সেই সাথে উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে ভাই।কাশফুলের সাথে এরকম সময় পার করার মুহুর্ত নাজানি কতই আকর্ষণীয়।

image.png

কুকুরের ছবিটা shy-fox এর মত লাগছে।অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আদিগন্ত বিস্তৃত শ্বেত শুভ্র কাশবন ভ্রমণ আমার দেখে তো ঘুরতে মনে চাচ্ছে অনেক সুন্দর একটি জায়গা যে কেউ পছন্দ করবে । ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার কাশবনের ফটোগ্রাফিগুলো দেখে আমারও মনে ইচ্ছে জেগেছে কাশবন ভ্রমণ করতে। আগে আমাদের গ্রামের নদীর পাড়ে ছোট ছোট কাশফুল ছিল। কিন্তু বর্তমানে আমাদের নদীর পাড়ে সেই কাশফুলগুলো আর নেই। তাই আপনার কাশফুলের ফটোগ্রাফিগুলো দেখে অনেক ভালো লাগলো। আপনি এবং আপনার বন্ধুরা মিলে কাশবনে সুন্দর একটি সময় কাটিয়েছেন। আপনার জন্য রইলো শুভকামনা।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

কাশ বনে কাশ ফুল অনেক সুন্দর আর চিত্র বেশ ফুটে ওঠে। আমাদের নদীতে চর পরলে সেখানেও এমন কাশবন হয় সাথে ফুলও।অনেক সুন্দর চিত্র ছিল।শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলে মুহূর্তটি অসাধারণ ছিল। কাশবন দেখতে যেমন সুন্দর কাশবনের সাথে ছবি তুলতে অনেক সুন্দর লাগে। এমন মুহূর্ত যদি পেতাম। আপনার প্রতি শুভকামনা রইল। ভাই অনেক ভালো লাগছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

কতদিন কাশবন দেখা হয়না, যদিও আপনার কারণে আজ অল্প বিস্তর দেখা হয়ে গেলো। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে নদী পার হওয়া কুকুর টা। এমন ভাবে পানিতে হাটছে মনে হচ্ছে সাদা ভাল্লুক কারণ পশম গুলো ভিজে অমন ই হয়ে আছে। আপনার গ্রামে ঘুরাঘুরি আমার খুব ভালো লাগে ভাইয়া কারণ আপনার কারণ এ একটু গ্রাম দেখতে পারি,চোখের শান্তি এই আরকি।

 3 years ago 

কুকুরটাকে দেখতে আসলেই অন্যরকম লাগছিলো। ধন্যবাদ আপু আপনাকে।

এ যেন কাঁশবনের সমুদ্রে এসে পৌঁছেছি। চারিদিকে যতদূর চোখ যায় শুধু শ্বেত শুভ্র কাশবন।

মনের আনন্দের মূল কনিকা প্রকৃতি। সুন্দর লিখেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59583.90
ETH 2578.21
USDT 1.00
SBD 2.48