ছুটির দিনের ঘোরাফেরা (দ্বিতীয় পর্ব)।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আমরা যখন সেখানে পৌঁছেছি ইতিমধ্যে আকাশে সূর্যমামা প্রচন্ড উত্তাপ ছড়ানো শুরু করেছে। সূর্যের তাপে ততক্ষণে চারপাশ তেতে উঠেছে। কিন্তু পিকনিক স্পটটি পুরোপুরি ছায়া ঢাকা ছিলো। সেখানে প্রচুর গাছপালা থাকার কারণে চারপাশ অনেক গরম হওয়ার পরও পিকনিক স্পটটি ছিল খুবই ঠান্ডা। সেখানে দর্শনার্থীদের বসার জন্য চমৎকার আয়োজন ছিল। কয়েকটি গাছের সাথে দেখলাম দোলনা ঝুলছে। সেই দোলনায় আবার কিছু দর্শনার্থীকে দেখলাম দোল খাচ্ছে।

IMG_20220902_083924.jpg

সেখানে পৌঁছে আমরা প্রথমে সুবিধামত একটি জায়গায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর কিভাবে পদ্মবিলটি ঘুরে দেখা যায় সেই পরিকল্পনা করছিলাম। অনেককেই দেখতে পেলাম নৌকা নিয়ে বিলের ভেতর ঘুরে বেড়াচ্ছে। যদিও সেখানে পানি খুবই কম ছিলো। তাদের দেখাদেখি আমরাও নৌকার ব্যাপারে খোঁজখবর করতে শুরু করলাম। কিছুক্ষণ পর জানতে পারলাম টাকা দিয়ে সিরিয়ালের নাম লেখাতে হবে। তারপর যখন আমাদের সিরিয়াল আসবে। তখন আমরা সেই সিরিয়াল মোতাবেক নৌকায় উঠতে পারবো।

IMG_20220902_083722.jpg

যদিও বাইরে প্রচন্ড রোদ দেখে নৌকায় ঘোরার আমার খুব একটা ইচ্ছা ছিল না। তার পরেও আপুর জোরাজুরিতে রাজি হয়ে গেলাম নৌকায় ঘুরতে। তারপর অপেক্ষার পালা। নৌকার জন্য টাকা জমা দিয়ে আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের সিরিয়াল আসে। এর ভিতর অবশ্য আমরা চারপাশটা ঘুরে ফিরে দেখছিলাম। জায়গাটি আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। চমৎকার ছায়া ঢাকা পরিবেশ। দর্শনার্থীরা বিভিন্ন জায়গায় দল বেঁধে গল্প গুজব হাসি ঠাট্টা করছিল। চারদিকে একটি পিকনিক পিকনিক আমেজ ছড়িয়েছিল। দেখতে ভালই লাগছিল।

IMG_20220902_091328.jpg

এর ভেতর সেখানে দেখতে পেলাম একটি সাইক্লিস্ট গ্রুপকে। বেশ কিছু সাইকেল নিয়ে তারা একসাথে এসেছে ঘুরতে। যাই হোক আমরা অপেক্ষা করতে করতে এক সময় এলো আমাদের নৌকায় ওঠার পালা। কিন্তু খুবই ছোট সাইজের ডিঙ্গি নৌকা হওয়াতে উঠতে আমার কিছুটা ভয় করছিল। তারপরেও সাহস করে উঠে গেলাম। আমরা দুটো নৌকা ভাড়া করেছিলাম। একটি নৌকায় উঠেছিল আম্মা আর আপু। অন্য নৌকায় ছিলাম আমি আমার ভাগ্নে আর দুলাভাই।

IMG_20220902_091107.jpg

তবে নৌকায় ওঠার কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম নৌকায় ওঠার সিদ্ধান্তটা খুবই ভুল হয়েছে। কারণ প্রচন্ড গরমে প্রাণ যায় যায় অবস্থা। এর ভেতরেই আশেপাশের অনেক নৌকায় দেখতে পাচ্ছিলাম মেয়েরা ঘুরে বেড়াচ্ছিল আর প্রচুর ছবি তুলছিল। এত গরমের ভেতর মানুষ কিভাবে এমন উপভোগ করতে পারে সেটাই চিন্তা করছিলাম। অল্প কিছুক্ষণ পার হওয়ার পর আমি নৌকার মাঝির হাতে পায়ে ধরে বললাম ভাই আমাকে একটু তাড়াতাড়ি নামিয়ে দিন। আমার পক্ষে আর এখানে বসে থাকা সম্ভব না। নৌকাওয়ালা কিছুক্ষণ পরেই আমাকে নৌকা থেকে নামিয়ে দিল। নৌকা থেকে নেমে হাফ ছেড়ে বাঁচলাম।

IMG_20220902_095341.jpg

IMG_20220902_094905.jpg

ঠান্ডা এক বোতল পানি নিয়ে বসে গেলাম চুপচাপ একটি গাছের নিচে। মৃদুমন্দ বাতাসে মনে হচ্ছিল মরুভূমি থেকে কোন আরামদায়ক পরিবেশে এসে প্রবেশ করেছি। এদিকে আমার পরিবারের লোকজন এই রোদের ভেতরেই নৌকায় ঘুরে বেড়াচ্ছিল। বেশ কিছুক্ষণ পর তারাও সূর্যের তাপের কারণে নৌকা থেকে নেমে গেলো। যদিও নৌকায় আমাদের এক ঘন্টা ঘোরার সুযোগ ছিল। কিন্তু আধা ঘন্টাও এই রোদের ভিতর কেউ টিকতে পারেনি।(চলবে)

IMG_20220902_094400.jpg

IMG_20220902_094638.jpg


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে এই ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানপদ্মবিল, ঢাকা

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

আপনার এই চমৎকার দিনটি দেখে আমারও পিকনিকে যাওয়ার অনেক ইচ্ছে হচ্ছে, যদিও ভার্সিটি শুক্রবার পিকনিকে যাচ্ছে কিন্তু আমার যাওয়া হচ্ছে না, তাই চেষ্টা করবো ওই দিন এলাকার বন্ধুদের সাথে একটু কোথাও ঘুরে আসতে, বেশ চমৎকার দিন কাটিয়েছেন বন্ধুদের সাথে শুভকামনা রইল।

 2 years ago 

টাকা দিয়ে সিরিয়াল দিয়ে নৌকায় উঠার জন্য বসে থাকা বাহ দারুণ তো। এতো লোকের ভীড় এখানে। আর সত্যি ভাই এইরকম রোদে এবং গরমৃ নৌকায় উঠার সিদ্ধান্ত ভুল ছিল সেটা আমারও মনে হয়। পদ্মটা কিন্তু বেশ চমৎকার লাগছে।।

 2 years ago 

আপনি আপনার পরিবারকে নিয়ে সুন্দর একটি জায়গাতে ঘুরতে গিয়েছেন। খুবই খোলামেলা জায়গা মনে হচ্ছে। আমারও খোলামেলা আর নয়েজ ফ্রি জায়গা বেশি পছন্দ। পদ্ম ফুলের ছবিটা খুবই চমৎকার হয়েছে। এরকম বিলে আমার ঘুরার খুব শখ। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ছুটির দিনে ঘোরাফেরায় বোন ,ভাগ্নি, দুলাভাই ও আম্মু সহ বেশ ভালো এনজয় হয়েছে ভাই। পদ্মফুলগুলো অসাধারণ হয়ে ফুটে আছে। আমাদের এদিকে এ ধরনের দৃশ্য নেই বললেই চলে। পদ্ম ফুলের মাছ দিয়ে নৌকায় অসাধারণ লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

রোদের ঝলমলে দিনে নৌকায় করে পদ্ম বিলের সৌন্দর্যের মধ্যে ঘুরে সত্যিই ভাইয়া আপনি অনেক আনন্দ উপভোগ করেছেন। যদিও নৌকার মধ্যে একজনকে মাথায় ছাতা দেওয়া অবস্থায় দেখা যাচ্ছে। ভাইয়া আপনার পিকনিক স্পর্টে বসার জায়গাটি দেখতে খুবই সুন্দর লাগছে। তবে এমন উত্তাপময় রোদের দিনে একটু সাবধানের সাথে ঘোরাঘুরি করায় ভালো।

 2 years ago 

দাদা আমারও ভ্রমন করতে খুব ভাল লাগে। আসলে মাঝে মাঝে মনে হয় প্রকৃতি আমাদের প্রকৃতি আমাদের প্রিয় বন্ধু। আপনি খুব সুন্দর করে পোস্ট এর মধ্যে পদ্বফুল, নৌকা ভ্রমন ইত্যাদির বর্ণনা করেছেন। ভাল লাগলো।

 2 years ago 

যতই দিন যাচ্ছে সূর্যের তাপ যেন বেড়েই চলেছে।তবে আপনার ভ্রমনের স্থানটি খুবই সুন্দর ও সবুজ পরিবেশের ছিল।যদিও পদ্মবিলে আপনারা নৌকায় ঘুরে তেমন উপভোগ করতে পারেন নি।আমার মনে হয় বিকেলের পড়ন্ত রোদে নৌকায় ঘোরা ভালো ছিল।যাইহোক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

বাকিটার অপেক্ষায় রইলাম।কি সুন্দর ছবি গুলো।প্রথম ছবি টা দেখে 'পঞ্চায়েত' মুভির কথা মনে পড়লো।

 2 years ago 

রোদের কারনে আপনার নৌকায় ঘুরাটা মাটি হয়ে গেল। এবার চিন্তা করেন ভাইয়া আমরা ৩০ মিনিটও রোদে থাকতে পারি না,আর যারা সারাদিন রোদে কাজ করে তাদের কি অবস্থা। রেষ্ট নেন ভাইয়া ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41