বহু স্মৃতি বিজড়িত ফরিদপুর স্টেডিয়ামে কিছুক্ষণ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গতকালকে একটি কাজে গিয়েছিলাম কোর্টে। কোর্টের পাশেই ফরিদপুর স্টেডিয়াম অবস্থিত। দীর্ঘদিন স্টেডিয়ামে যাওয়া হয় না। তাই চিন্তা করলাম যেহেতু এদিকটাতে এসেছি তাই একবার স্টেডিয়াম থেকে ঘুরে যাই। একটা সময় ছিল যখন ফরিদপুর স্টেডিয়ামে অনেক সময় কাটিয়েছি। আমি ছোটবেলা থেকেই ক্রিকেট পাগল ছিলাম। ক্রিকেট খেলা দেখতে খেলতে আমি খুবই পছন্দ করতাম।

IMG_20220803_154753.jpg

মোটামুটি ভাবে বলতে গেলে ক্রিকেট ছিল আমার ধ্যান জ্ঞান। সেই কারণেই খেলা দেখার জন্য প্রায়ই স্টেডিয়ামে আসা হতো। তখন অবশ্য আমাদের এই স্টেডিয়ামে নানা রকম টুর্নামেন্ট আয়োজিত হতো। কিন্তু এখন স্টেডিয়ামে খেলাধুলা আর খুব একটা বেশি হয় না। স্টেডিয়ামে ঢুকে কিছুটা নস্টালজিক হয়ে পড়লাম। পুরনো স্মৃতিরা এসে মনের ভিতর ভীড় করতে লাগলো। একটা সময় ছিল যখন ফরিদপুর ক্রিকেটলিগে দেশের নামিদামি অনেক প্লেয়ার আসতো খেলার জন্য। আমরা স্থানীয় ছেলেপেলেরা তাদের খেলা দেখার জন্য স্টেডিয়ামে ঠিক সময় হাজির হয়ে যেতাম।

IMG_20220803_154850.jpg

কিছুদিন নিজেও খেলার চেষ্টা করেছি। এই সুবাদে স্টেডিয়ামের ক্রিকেট কোচিং ক্যাম্পে বেশ কিছুটা সময় কাটিয়েছি। তখন থেকে স্টেডিয়ামের সাথে সখ্যতাটা আরো বেড়ে যায়। তখনকার সময়টা ফরিদপুরের ক্রীড়াঙ্গনের জন্য ছিল স্বর্ণালী সময়। সারা বছর স্টেডিয়ামে ক্রিকেট আর ফুটবল খেলায় মুখরিত হয়ে থাকতো। যদিও আজ স্টেডিয়ামে পৌঁছে স্টেডিয়াম প্রায় ফাঁকা দেখতে পেলাম।

IMG_20220803_154807.jpg

ফরিদপুরের এই স্টেডিয়ামটি অনেক পুরাতন। তবে সঠিক সালটা জানা নেই। ফরিদপুরের স্থানীয় লোকজন অনেকে এটা জানেও না যে এই মাঠে ১৯৭৭ সালে বাংলাদেশ আর শ্রীলংকার ভেতর একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছিলো। ২০১০ সালের দিকে স্টেডিয়ামটা সংস্কার করা হয়। তার আগে গ্যালারি গুলো জরাজীর্ণ হয়ে পড়েছিল। ড্রেসিংরুমের অবস্থাও ছিলো সঙ্গীন। কিন্তু বর্তমানে সংস্কার কাজ শেষ হওয়ার পর স্টেডিয়ামটা এখন বেশ ভালোই দেখা যায়।

IMG_20220803_154718.jpg

গ্যালারি গুলো সব সংস্কার করা হয়েছে। কিছু গ্যালারি ভেঙে নতুন গ্যালারি বানানো হয়েছে। স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ৩০ হাজারে পৌঁছেছে। চমৎকার সুন্দর ড্রেসিংরুমের ব্যবস্থা হয়েছে। সবই হয়েছে শুধু স্টেডিয়ামের খেলাটাই বন্ধ হয়ে গিয়েছে। যেটা স্টেডিয়ামের প্রাণ। তাই এখন স্টেডিয়ামের এই অবস্থা দেখে বেশ খারাপ লাগে। কিছু দুর্নীতিবাজ মানুষের হাতে এই স্টেডিয়াম এবং ফরিদপুরের ক্রীড়াঙ্গন বন্দি হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ব্যক্তিদের কবল থেকে ফরিদপুরের ক্রীড়াঙ্গন মুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত অবস্থার উন্নতি হওয়ার কোন সুযোগ দেখি না।

IMG_20220803_154658.jpg

তবে মনে মনে আশা করি একদিন ফরিদপুর স্টেডিয়াম হয়তো আবার তার হারানো যৌলুস ফিরে পাবে। আমরা একসময় আশা করেছিলাম ফরিদপুরের এই স্টেডিয়ামটাকে একটি আন্তর্জাতিক ভেনুতে পরিণত করা হবে। সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হবে। কিন্তু সে আশা দুরাশায় পরিনত হয়েছে। তারপরও আশায় বুক বাধি।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর স্টেডিয়াম

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

ভাইয়া ফরিদপুর স্টেডিয়াম টি দেখতে তো অনেক বড় লাগছে এবং খুবই সুন্দর দেখাচ্ছে। সত্যি ভাইয়া ফরিদপুর স্টেডিয়ামটি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হওয়ার উপযুক্ত। তবে একদিন হয়তো রাজনৈতিক কবল থেকে মুক্ত হয়ে ফরিদপুর স্টেডিয়াম টি সত্যিই আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ ধারণ করবে। ফরিদপুর স্টেডিয়ামে কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সংস্কারের পর স্টেডিয়ামের চেহারাটা সুন্দর হয়েছে। কিন্তু স্টেডিয়ামের প্রাণ যে খেলাধুলা সেটাই বন্ধ হয়ে গিয়েছে।

 2 years ago 

স্টেডিয়ামটি সংস্কারের পর আসলেই অনেকটা সুন্দর হয়ে গেছে । কিন্তু জেনে খারাপ লাগলো এক সময়ের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়া স্টেডিয়ামটি এখন প্রায় খেলা শুন্য । আশা করি এর একটা বিহিত খুব শীঘ্রই হবে । আবার প্রাণ ফিরে পাবে আপনার স্মৃতিময় স্টেডিয়ামটি ।

 2 years ago 

আমিও সেই আশায় আছি।

 2 years ago 

বেশ অনেকদিন পর এই স্মৃতিমধুর একটি প্রিয় জায়গায় আপনি ঘুরতে গিয়েছেন, সত্যিই স্টেডিয়ামটি অনেক সুন্দর, এবং এর আরো সৌন্দর্যও বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে শুনে খুব ভালো লাগলো, স্মৃতি জড়ানো সেই স্থানে বেশ ভালো একটি সময় কাটিয়েছেন।

 2 years ago 

এই স্টেডিয়ামে সময় কাটাতে আমার কাছে বেশ ভালই লাগে।

 2 years ago 

ভাই আপনার মত আমিও এক ক্রিকেট পাগল মানুষ। আমার মনে হয় আপনি আমার থেকেও আরও বেশি ক্রিকেট প্রেমিক মানুষ। আসলে ক্রিকেট আমাদের আত্মা মনে প্রাণে জড়িত। আমিও আশাবাদী একদিন বৃহত্তর জেলা সদরের সবগুলো স্টেডিয়াম আবার তার পুরানো ঐতিহ্য ফিরে পাবে।

 2 years ago 

ঠিকই বলেছেন। একটা সময় ক্রিকেট ছিল আমার সবকিছু।

 2 years ago 

ফরিদপুর বেশ কয়েকবার গিয়েছি বছর কয়েক আগে কাজিনের বাসায় । দাওয়াতে গিয়েছি,ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আসলে যাওয়া হয়নি । তাই দেখা হয়নি ঘুরে কিছুই। আপনার পোস্টের মাধ্যমে দেখতে ও জানতে পারলাম । অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

 2 years ago 

ফরিদপুরে অবশ্য দেখার মতো খুব একটা বেশি কিছু নেই।

 2 years ago 

অনেক আগের কথা ত ভাইয়া, তবে কবি জসিমউদ্দীন এর বাড়ি দেখতে গিয়েছিলাম মনে আছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45