বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনে উন্মত্ত উদযাপন।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


দুদিন আগেই সারা দেশব্যাপী বেশ ঘটা করে পালিত হল থার্টি ফাস্ট নাইট। বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনে আজ আমরা দেশীয় কৃষ্টি-কালচার ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতি পালনে উন্মত্ত হয়ে গিয়েছি। আমাদের দেশে এখনকার থার্টিফার্স্ট নাইট উদযাপন দেখলে মনে হবে এটিই মনে হয় আমাদের সবচাইতে বড় উৎসব। অথচ আমরা যখন ছোট ছিলাম তখন ব্যাপারটা মোটেও এমন ছিল না। তখন ঈদ বা পুজো এগুলি ছিল বড় উৎসব। ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কবে থেকে ঘটা করে আমাদের এলাকাতে থার্টিফার্স্ট নাইট পালন করা শুরু হলো।

IMG_20221230_175832.jpg

তবে সম্ভবত সেটা ২০০০ সালের পর থেকে। আমরা যখন ছোট ছিলাম তখন অন্য কোন উৎসব এমন ঘটা করে পালন করা হতো না। সেজন্য আমরা সেই সময়ে সারা বছর অপেক্ষা করে থাকতাম ঈদ বা পুজোর জন্য। মুসলমানরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতো ঈদের জন্য। আর হিন্দুরা পূজার জন্য সারা বছর অপেক্ষা করে থাকতো। কারণ আমাদের দেশে যেই পূজা গুলো ঘটা করে পালন করা হয়। তার ভেতর দুর্গাপূজা সবচাইতে জাঁকজমক পূর্ণভাবে পালন করা হয়। যাই হোক সম্ভবত ২০০০ সালের পর থেকেই থার্টি ফাস্ট নাইট ঘটা করে পালন করা শুরু হলো সারা দেশব্যাপী। আর এই থার্টি ফাস্ট নাইট উদযাপন অল্প কিছু দিনের ভেতরেই চূড়ান্ত অসভ্যতায় রূপ নিলো।

একসময় যে কোন উৎসব পালন করা হতো অত্যন্ত শালীনতার সাথে। কিন্তু বর্তমানে সেই উৎসব বিভৎস কদর্য রূপ নিয়েছে। উৎসব মানেই উচ্চস্বরে স্পিকার বাজানো, নেশা দ্রব্য খেয়ে মাতলামি করা, সেই সাথে আরো নানারকম অসামাজিক কর্মকাণ্ড করা। কিন্তু বাঙালির উৎসব উদযাপন কখনোই এমন ছিল না। দিন দিন বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনের কারণে আমাদের এই অধঃপতন। আমরা সব সময় পশ্চিমা সংস্কৃতির খারাপ দিকগুলো অনুকরণে ব্যস্ত থাকি। কিন্তু তাদের ভালোটা কখনো নিতে চাই না।

কখনো কি চিন্তা করে দেখেছেন? পশ্চিমারা আমাদের অনুকরণে কোন উৎসব পালন করছে? আপনি কখনো সেটা দেখতে পাবেন না। কারণ তাদের কাছে তাদের কৃষ্টি কালচারের মূল্য রয়েছে। যেটা আমাদের কাছে একেবারেই নেই। আর বর্তমানে বাংলাদেশে যে কোন অনুষ্ঠানে স্পিকার বা মাইক বাজানো এবং এগুলো বাজিয়ে মানুষকে হয়রানি করা একটি নিত্য দিনের কর্মকাণ্ডে পরিণত হয়েছে। আর সাথে তো বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা রয়েছেই। আমরা যখন ছোট ছিলাম তখন বাঙালির যে কোন উৎসব উদযাপন মানেই প্রত্যেক বাড়িতে ভালো-মন্দ রান্না করা। প্রিয় স্বজন প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়ে সেই সমস্ত ভালো মন্দ খাবারের স্বাদ নেয়া। বন্ধু-বান্ধব মিলে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো।


এখন এগুলোর কোন কিছুই আর অবশিষ্ট নেই। এখনকার মানুষজন আত্মীয়-স্বজনের থেকে বন্ধুবান্ধবকেই বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। এ কারণে দিন দিন আত্মীয়-স্বজনের ভেতরেও দূরত্ব বাড়ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোমলমতি শিশুদেরকে বোঝাতে হবে। আমাদের উদযাপন কেমন হওয়া উচিত। কেন আমাদের অন্যের সংস্কৃতি অনুসরণ করা উচিত নয়। ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছে। এখনো যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই ধরনের কর্মকাণ্ড থেকে না ফেরাতে পারি। তাহলে ভবিষ্যতে আমাদের সকলের জন্যই ভয়াবহ অবস্থায় অপেক্ষা করছে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানপদ্মার চর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

জি ভাই এখন উৎসব মানেই হলো বক্স আর শব্দ দূষন আর নাইট সো ৷ আসলে সময়ের স্রোতে আজ সবকিছু বিলুপ্তির পথে ৷ একটা সময়. উৎসব. মানেেই ছিল ঈদ আর পুজো ৷ এছাড়া তেমন ছিল না ৷ আর এখন তো উৎসবের শেষ নেই ৷
আপনি বললেন না পুজোর কথা ৷ আসলে এক সময় পুজো মানে ছিল শ্রদ্ধার সঙ্গে পুজো করা ৷ আরতী পরিবেশন ৷ আর এখন আরতী বদলে এসেছে বক্সের তালে অসামাজিক নৃত্য ৷
জানি না সামনে আরো কত কিছু দেখতে পাবো ৷

 2 years ago 

সত্যি ভাইয়া পশ্চিমা সংস্কৃতি গুলো আমরা ফলো করি কিন্তু তারা কখনো আমাদের সংস্কৃতি ফলো করেনা। ছোটবেলায় দেখতাম ঈদের সময় কিংবা পুজোর সময় আলাদা রকমের আমেজ তৈরি হতো। হয়তো পহেলা বৈশাখে উৎসবমুখর পরিবেশ থাকতো। কিন্তু থার্টি ফাস্ট নাইট উদযাপন কখনো দেখিনি। আর বর্তমানে তো একেবারে সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। উৎসব পালনের নামে সব অশালীন কাজকর্ম করছে। আসলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের থেকে কি শিখছে সেটা ভাবলে হয়তো আমরা এমনটা করতাম না। ভাইয়া আপনার লেখাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং অনেক শিক্ষনীয় ছিল। ভালো লাগলো লেখাগুলো পড়ে।

 2 years ago 

জী ভাইয়া আপনি ঠিক বলেছেন দিন দিন আমাদেরকে বিজাতীয় সংস্কৃতি গ্রাস করে ফেলতেছে। সাউন্ড বক্সের আওয়াজে ঘুমাতে পারি না।থার্টি ফাস্ট নাইট উদযাপন তো এখন এদেশের মানুষের নেশাতে পরিনত হয়ে গেছে। কি একটা অবস্থা হয় রাতের বেলা বলে বুঝাতে পারবো না। যায়হোক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58560.83
ETH 2491.85
USDT 1.00
SBD 2.40