আহা কি আনন্দ আকাশে বাতাসে। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।



করোনা কালীন সময়ে দীর্ঘদিন ঘরে বন্দি ছিলাম। আক্রান্ত হওয়ার ভয়ে ঘর থেকে বের হতাম না। আরো একটা কারন ছিল আমার বন্ধু বান্ধবদের বেশিরভাগই অনেক দুরের এলাকায় চাকরি করে। যার ফলে আমাকে সঙ্গ দেয়ার মত কেউ নেই। একা একা ঘুরতে আমার মোটেই ভাল লাগেনা। আমার এক বন্ধু এনজিওতে চাকরি করতো। ভালো টাকা বেতন ও পেতো। কিন্তু হঠাৎ করে ১৫ দিনের নোটিশে ওর প্রজেক্টটা বন্ধ হয়ে যায়।

তারপর ও এলাকায় ফিরে আসে। ও ফিরে আসায় আমার জন্য একটি লাভ হয়েছে। সেটি হচ্ছে আমার একজন সঙ্গী জুটে গিয়েছে। দীর্ঘদিন যাবৎ আমরা দুজন একসঙ্গে ঘুরে বেড়াই।ও দূরে চাকরি করলেও প্রতি সপ্তাহে ফরিদপুরে আসে। আর ও আসলেই আমরা দুজন একসঙ্গে ঘুরে বেড়ায়। বিগত কয়েক বছর যাবৎ এমনটাই চলছে।

IMG_20210912_162731.jpg

লোকেশন- লিংক

IMG_20210912_162748.jpg

লোকেশন- লিংক

ওর প্রজেক্ট শেষ হয়ে যাওয়ায় ও বাড়ি ফিরে এসেছে। এই সুযোগে আমরা দুজন বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছি। দীর্ঘদিন বন্দী থাকার পরে এভাবে ঘুরতে পেরে নিজেকে খাঁচা মুক্ত পাখির মতো মনে হচ্ছে। কোলাহলমুক্ত গ্রামীণ রাস্তা,জলমগ্ন ফসলের মাঠ, ভরা নদী, বন্ধুর এলাকা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আর নিত্যনতুন ঘুরতে যাওয়ার লিস্ট তৈরি করছি। খুব মজা লাগছে অনেকদিন পর এভাবে ঘোরাফেরা করতে পেরে। একটা সময় বন্ধু-বান্ধবদের সঙ্গে প্রচুর ঘোরাফেরা করেছি। প্রচুর আড্ডাবাজি করেছি। কিন্তু এখন সময়ের ফেরে সবাই দূরে দূরে চলে গিয়েছে।

IMG_20210912_164157.jpg

লোকেশন- লিংক

IMG_20210912_164201.jpg

লোকেশন- লিংক

IMG_20210912_164203.jpg

লোকেশন- লিংক

IMG_20210912_164308.jpg

লোকেশন- লিংক

সবার সংসার হয়েছে। সেখানে নিজের জীবন নিয়ে ব্যস্ততা বেড়েছে। বন্ধু-বান্ধবের গণ্ডি থেকে বের হয়ে এখন নতুন এক গন্ডিতে আবদ্ধ হয়েছে। আমরণ সেই গণ্ডিতেই থেকে যেতে হবে। কিন্তু আমরা কয়েকজন খুবই বন্ধুবৎসল। বন্ধুদের ছাড়া জীবন চিন্তাও করতে পারিনা। তাই এখনো বন্ধুদের অনেক মিস করি। ওদের সঙ্গে একটু আড্ডা দেয়ার সুযোগ পেলে একটু ঘোরাফেরা সুযোগ পেলে নিজের কাছে অনেক ভালো লাগে।

IMG_20210912_164322.jpg

লোকেশন- লিংক

IMG_20210912_164543.jpg

লোকেশন- লিংক

বিগত কিছুদিন যাবত আমরা দুজন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। যথারীতি আজও দুজন বের হয়েছিলাম। শহর থেকে কিছু দূরে একটা এলাকা আছে। সম্পূর্ণ কোলাহল মুক্ত ওই এলাকাটা আমাদের খুবই পছন্দ। সেখানে ফসলের মাঠ চিরে পাকা রাস্তা চলে গিয়েছে। রাস্তার একপাশে জনবসতি অন্যপাশে জলমগ্ন ফসলের মাঠ। যা বিলের আকৃতি ধারণ করেছে। এই ধরনের পরিবেশে আসলে আপনার মন ভাল হতে বাধ্য। আমরা দুজন বসে আলোচনা করছিলাম কি চমৎকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য চারপাশে সেটা নিয়ে।গ্রাম বাংলার সৌন্দর্য আসলেই বিমোহিত করার মতো। বেশ কিছুক্ষণ আমরা রাস্তার পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করলাম। কিছুক্ষণ পরে আমার বন্ধু বলল আমারতো মোবাইল কিনতে হবে। চলো রাফসানের শোরুমে যায়।

IMG_20210912_170706_1.jpg

লোকেশন- লিংক

যেই কথা সেই কাজ। তখনই রওনা দিলাম আরেক বন্ধুর কাছে। সেখানে পৌঁছে তার সঙ্গে মোবাইল কেনার ব্যাপারে বেশ কিছুক্ষণ আলোচনা হল। আমার ঐ বন্ধু মোবাইল বিক্রি করতো। ওকে বলার কারণ হচ্ছে ও বাজার মূল্য থেকে অনেকটা কম দামে মোবাইল কিনে দিতে পারবে। এখন ওর দোকানে কোনো মোবাইল নেই। সেজন্য আমরা ইন্টারনেট ঘেঁটে আমার বন্ধুর জন্য একটি ফোন পছন্দ করলাম। ওর বাজেট ও কিছুটা কম। তারপর আমার ওই ব্যবসায়ী বন্ধু একজনকে ফোন করে ওই মোবাইলের অর্ডার দিলো। তারপর আমাদেরকে জানালো আগামীকাল মোবাইলটা পাওয়া যাবে। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা মাগরিবের নামাজ পড়ে আবার ওর শোরুমে এসে বসলাম। তারপর চা খেলাম সাথে আরো কিছু।

এরপর কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে চলে আসলাম। আসার পথে আমরা পরবর্তী দিনে কোথায় ঘুরতে যাওয়া যায় সেই আলোচনা করছিলাম। আমরা দুজন ট্রলারে করে চরের দিকে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলাম। আর কিছুদিন পর নাটোরের চলনবিল দেখতে যাওয়ার একটা পরিকল্পনাও আমাদের আলোচনায় ছিলো। এখন যদি আল্লাহর রহমতে সুস্থ থাকি তাহলে ইনশাআল্লাহ সামনে বেশ কিছুদিন ঘোরাফেরার ভিতর কাটবে। এইভাবে ঘুরেফিরে বেড়াতে ভালোই লাগে। মনটা বেশ ফুরফুরে হয়েছিল। হঠাৎ ঐ গানটার কথা মনে পড়লো।

আহা কি আনন্দ আকাশে বাতাসে
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারি পাশে


আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্রহুয়াই নোভা ২আই

logo.png

Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP250 SP500 SP1000 SP2000 SP

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok


আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।

Sort:  
 3 years ago 

আপনার বন্ধুদের সাথে আড্ডার গল্প গুলো শুনতে খুব ভালো লাগে আমার।আসলে জীবনে বন্ধু-বান্ধবরা না থাকলে জীবনটা যে কতটা দুর্বিষহ হতো তা আর বলার অপেক্ষা রাখেনা।ভালো লাগলো দেখে যে আপনি অনেক সুন্দর দিন কাটিয়েছেন,খুব খুব শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

প্রাইভেট চাকরি গুলো এই পরিস্থিতিতে হুটহাট করে তাদের কর্মীদের নিষেধ করেন। যেখানে ঘুরতে গিয়েছেন জায়গাটা খুব সুন্দর, ফটোগ্রাফিতে সেটা স্পষ্ট। সাথে প্রিয় বন্ধু থাকলে বাড়তি আনন্দ পাওয়া যায় ঘুরতে গেলে। বন্ধু ছাড়া জীবন অচল।

কোলাহলমুক্ত গ্রামীণ রাস্তা,জলমগ্ন ফসলের মাঠ, ভরা নদী, বন্ধুর এলাকা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি।

সুন্দর এই পরিবেশ আপনারা দুজনে খুব উপভোগ করেছেন, ভালো লাগলো। বিয়ের পর থেকে আমি আমার প্রিয় বন্ধুদের কাছ থেকে কেমন জানি আলাদা হয়ে গেলাম, আগের মতো কেউ সময় দেয় না। যাইহোক, সুন্দর সুন্দর পরিকল্পনা করুন এবং আশাকরি খুব দ্রুত নাটোরের চলনবিলের ফটোগ্রাফি পাব আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ 🙂🙂

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

❤️❤️

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে 😊

 3 years ago 

কমিউনিটি গাইড লাইন ফলো করুন। এই ধরনের কমেন্ট কে স্পামিং বলা হয়।

 3 years ago 

ওয়াও ভাই অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন। দেখে মন জুরিয়ে গেল। প্রথম ২ টা ছবি অনেক ভালো হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর আপনি তো প্রকৃতির সাথে মিশে গেছেন।‌‌‌‌‌দেখেঅনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার কাটানো সুন্দর মূহুর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো 🥀

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বন্ধুদের সাথে আড্ডা দিতে খুবই মজা লাগে। আশা করি আপনি আপনার বন্ধুর সাথে দারুন একটা মুহূর্ত উপভোগ করেছেন। ঘরে থেকে কখনোই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় না। আমাদের মনকে সতেজ করতে মাঝে মাঝেই প্রকৃতির খোলা হাওয়ায় ঘুরতে যাওয়া উচিত। আপনার ফটোগ্রাফিগুলোতে গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ফটো দেখে মনে হচ্ছিলো গ্রামিন পরিবেশে ছিলেন অনেক মজার মুহুর্ত কাটিয়েছিলেন।আর বন্ধু মানেই মজা সে টা যেখানে হোক।আকাশের চিত্র গুলো দুর্দান্ত ছিলো ভাইয়া।💖

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আনন্দ যেন ঝড়ের গতিতে বইছে ভাই।এত সুন্দর পোস্ট দেখলে আনন্দে বাদ ভেঙে পরে।অনেক সুন্দর মুহূর্ত আর সুন্দর ফটোগ্রাফি সব মিলিয়ে একটি চমৎকার পোস্ট হয়েছে।

বন্ধুদের ছাড়া জীবন চিন্তাও করতে পারিনা।

হুমম ভাই আমিও বন্ধুদের ছাড়া কিছু কল্পনা করতে পারিনা।

শুভ কামনা রইলো ভাই আপনার জন্য।

 3 years ago 

আসলেই অনেক দিন পর এমন মজা করে ঘুরতে পারছি ধন্যবাদ আপণাকে ।

 3 years ago 

দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা করেছেন আপনারা। নদীর স্নিগ্ধ বাতাস গায়ে মেখে ফুরফুর মন নিয়ে ঘরে ফিরেছেন।বন্ধু ছাড়া জীবন আসলেই অর্থহীন হয়ে যায়। আমিও অনেক করি বান্ধবীদের কারণ ম্যাক্সিমামের বিয়ে হয়ে গেছে😥

 3 years ago 

মেয়েদের জন্য ব্যাপারটা আসলেই আরো বড় সমস্যা। কারণ ছেলেরা চাইলে বিয়ের পরেও একসাথে আড্ডা দিতে পারে যোগাযোগ রাখতে পারে। কিন্তু সংসারের চাপ সামলে মেয়েদের জন্য এটা করা খুব কঠিন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হা ভাইয়া। তবে ক্যাম্পাসে গেলে সেই সমস্যা থাকবে না😊😊

 3 years ago 

আপনার পোষ্টের টাইটেলটি দেখে আমি ভেবেছিলাম, আপনি বুঝি গান গাইছেন, হি হি হি

কিন্তু না ভেতরের গল্পটি সম্পূর্ণ ভিন্ন যদিও গানের সাথে কিছুটা মিল রয়েছে। জীবন মানেই আনন্দ এবং ভিন্ন কিছু উপভোগ করার সুযোগ। যদিও সংসার জীবনে প্রবেশ করার পর সেই সুযোগটি আর থাকে না। কিন্তু আপনি ঠিক উপভোগ করছেন, এটা আপনার জন্য সত্যিই দারুণ সুযোগ। ধন্যবাদ আপনার সুন্দর মুর্হুতের কিছু আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। তবে সত্যি কথা বলতে কি গতকাল ঘুরতে বের হয়ে শুধু গুনগুন করে গান গাচ্ছিলাম খুবই আনন্দ লাগছিলো। সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 63049.68
ETH 3022.53
USDT 1.00
SBD 2.50