বাণিজ্য মেলা ভ্রমণ ( দ্বিতীয় পর্ব)। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত পর্বে আমি আপনাদের সাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভ্রমণ অভিজ্ঞতার কিছু অংশ শেয়ার করেছি। আজ আপনাদের সাথে আরও কিছু ছবি এবং অভিজ্ঞতা শেয়ার করব। আমি আগেই বলেছি এই মেলাটি আমার কাছে অত্যন্ত পছন্দের। কারণ এখানে একই জায়গায় এত রকমের পণ্যসামগ্রী দেখতে পাওয়া যায়। যেটা দেশের আর কোথাও সম্ভব না। এই মেলায় ঘুরতে আসলে অনেকটা উৎসবের আমেজ পাওয়া যায়। এই মেলায় দর্শনার্থী যারা আসে তারা প্রত্যেকেই বিনোদনের উদ্দেশ্যে আসে।

গত পর্বে আপনাদের কে জানিয়েছি যে এইবার এই মেলাটি নতুন একটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। সেই জায়গাটি শহর থেকে অনেক দূরে। জায়গাটি শহর থেকে দূরে হলেও এর একটি ভাল দিকও আছে। এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা যখন ঢাকা ঢাকা শহরের ভেতর অনুষ্ঠিত হতো। তখন এই মেলায় আগত দর্শনার্থীদের জন্য ওই অঞ্চলে ব্যাপক ট্রাফিক জ্যাম তৈরি হতো। কিন্তু এখন এই শহর থেকে দূরে হওয়ার কারণে এখন আর সেই সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা নেই।

যদিও শহর থেকে এত দূরে অনুষ্ঠিত হওয়ার কারণে আগের মত এত দর্শনার্থী মেলায় আসবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর নতুন এই জায়গার একটা ভালো দিক যেটা আমি খেয়াল করেছি সেটা হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের ভালো সুবিধা আছে। যেটি দ্বিতল বিশিষ্ট। এই পার্কিং লটে একসাথে অনেক গাড়ি পার্ক করা যায়। তাছাড়া আরো একটি ভালো দিক হচ্ছে মেলার একটি অংশ ইনডোরে অনুষ্ঠিত হচ্ছে। যার ফলে বৃষ্টি হলেও মেলায় আগত দর্শনার্থীদের খুব একটা সমস্যা হবে না যেটা আগের মেলায় হত।

IMG_20220105_184131.jpg

IMG_20220105_202833.jpg

এটা হচ্ছে সেই বিল্ডিং যার ভেতরে মেলার একটি অংশ অনুষ্ঠিত হচ্ছে। এই স্থাপনাটি বিশাল আকারের। এটিকে বলা হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। স্থাপনার ভিতরে নানারকম আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান। স্থাপনার ভেতরে একটি অংশ অনুষ্ঠিত হওয়ায় আগত দর্শনার্থীদের প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে কোনো রকম ভোগান্তিতে পড়তে হবে না।

IMG_20220105_195840.jpg

IMG_20220105_195218.jpg

IMG_20220105_195239.jpg

এই দুটি ছবির প্রথম ছবিতে যে স্টলটি দেখা যাচ্ছে সেটি একটি আইসক্রিমের স্টল। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একটি আচারের স্টল। আমি যে সমস্ত স্টলগুলোতে সবচাইতে বেশি ভিড় দেখেছি তার ভেতর অন্যতম হচ্ছে এই দুটি স্টল। আর একটা বিষয় আমাকে খুবই অবাক করেছে। সেটা হচ্ছে এই শীতের ভেতরেও প্রচুর মানুষ আইসক্রিম খাচ্ছে। আমি নিজেও খেয়েছি। বাঙালির যেকোনো উৎসব উদযাপন মানে সেখানে খাওয়া-দাওয়া অবশ্যই থাকবে। মেলায় গেলে সেটা খুব ভালো ভাবেই বোঝা যায়।

IMG_20220105_193500.jpg

এটি একটি হস্তশিল্পের স্টল। এই স্টলে বিভিন্ন রকম হস্তশিল্পজাত পণ্য পাওয়া যায়। পণ্যগুলি দেখতে আসলেই খুব সুন্দর ছিল।

IMG_20220105_195118.jpg

IMG_20220105_195056.jpg

এই স্থানটিতে বিভিন্ন আকারের এবং আকৃতির ঝাড়বাতি পাওয়া যায়। ঝাড়বাতি গুলি দেখতে খুবই সুন্দর লাগছিল। এই স্টলের বেচাকেনা খুব একটা ভালো না হলেও দর্শনার্থীদের অনেক ভিড় ছিল।

IMG_20220105_194156.jpg

IMG_20220105_193918.jpg

IMG_20220105_194430.jpg

IMG_20220105_194210.jpg

IMG_20220105_191254.jpg

IMG_20220105_191217.jpg

IMG_20220105_191257.jpg

IMG_20220105_191232.jpg

IMG_20220105_190856.jpg

IMG_20220105_190920.jpg

ছবিগুলিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্টল। এই স্টলগুলোতে খাদ্যদ্রব্য থেকে শুরু করে জামা কাপড় তৈজসপত্র, আসবাবপত্র, স্টেশনারি সামগ্রী, জুতা স্যান্ডেল সবই পাওয়া যায়। তবে একটি ব্যাপার সব সময় মাথায় রাখতে হবে।সব কিছু পাওয়া গেলেও এই মেলার বেশিরভাগ স্টলে জিনিসপত্রের দাম বেশি। বাইরে এ ধরনের জিনিসপত্র আরো কম দামে পাওয়া যায়। এজন্য মেলা থেকে ভালোমতো দামাদামি না করে কোন জিনিসপত্র কেনা উচিত নয়।

আরও একটা সমস্যা হচ্ছে খাদ্য খাদ্যদ্রব্যের দাম। এখানে বিভিন্ন কোম্পানির স্টল থেকে আপনি প্যাকেট জাত খাবার খেতে পারবেন। সেক্ষেত্রে কোন সমস্যা। নেই কিন্তু মেলা প্রাঙ্গণের কোন রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়ার সময় খুবই সতর্ক থাকতে হয়। কারণ বেশিরভাগ রেস্টুরেন্টেই কাস্টমারদের কাছ থেকে কয়েক গুণ বেশি খাবারের দাম নেয়া হয়। আপনি যদি তাদের কাঙ্খিত পরিমাণ টাকা দিতে অনীহা প্রকাশ করেন। সে ক্ষেত্রে আপনাকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই জন্য মেলায় গিয়ে কোন কিছু খেতে হলে চেষ্টা করবেন কোন স্বনামধন্য প্রতিষ্ঠানের প্যাকেটজাত খাবার খেতে। সে ক্ষেত্রে আপনি নিরাপদ থাকতে পারবেন।

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok


Polish_20211012_184119287.jpg

আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি

Sort:  

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকার বাইরে হওয়ায় যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে তথাপি অসুবিধার চেয়ে সুবিধা বেশি। বাণিজ্যমেলায় খাবারের প্রচুর দাম। এদিকটা মনিটরিং করা দরকার। ধন্যবাদ দাদা

 3 years ago 

মনিটরিংয়ের লোকের বড় অভাব। দেখার কেউ নেই। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68854.36
ETH 3283.36
USDT 1.00
SBD 2.67