প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ভ্রমণ (তৃতীয় পর্ব)। ১০% সাই-ফক্স।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার ভ্রমণ শেষে আমরা রওনা দিলাম শাহ পরানের মাজার এর উদ্দেশ্যে। তবে এই মাজারে একটি জিনিস আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে। সেটা হচ্ছে ভিক্ষুকদের প্রচুর আনাগোনা। যদিও এই ধরণের স্থানে এ ব্যাপারটা মোটামুটি স্বাভাবিক বলা চলে।

IMG_20220210_170451.jpg

IMG_20220210_170419.jpg

শাহজালালের মাজার থেকে বের হওয়ার পর দেখি রাস্তার দু'পাশ দিয়ে বেশকিছু দোকান। যারা মূলত এই মাজারকেন্দ্রিক ব্যবসা করে থাকে। তাদের দোকানের মূল পন্য হচ্ছে গোলাপজল আগরবাতি তসবি হাতে বাধার মোটা সুতা আর নানা রকমের মিষ্টি জাতীয় খাবার। এ দোকানগুলিতে বিভিন্ন রঙের মিষ্টিজাতীয় খাবার দেখে আমার ইচ্ছা হচ্ছিল একবার কাছে গিয়ে দেখে আসি। কিন্তু সেটা সম্ভব হলো না।

IMG_20220210_171257.jpg

কারণ আমাদের রেস্টহাউজ থেকে বের হতে দেরী হয়ে গিয়েছিল। যার ফলে শাহজালালের মাজার ঘুরে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এই কারনে আমাদের হাতে সময় ছিল খুবই কম। সেজন্য আমরা সোজা গাড়িতে উঠে শাহপরানের মাজার এর উদ্দেশ্যে রওনা দিলাম। এই মাজার দুটির মাঝে দূরত্ব খুব একটা বেশি নয়। মাজার দুটি কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত।

IMG_20220210_170350.jpg

এখানে এসে শাহপরান সম্বন্ধে একটা নতুন তথ্য জানতে পারলাম। শাহপরান হচ্ছে শাহজালালের ভাগ্নে। এই অঞ্চলে উনারা ধর্মীয় কাজের পাশাপাশি নানা রকম সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। শাহ পরানের মাজারে আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন দিনের আলো প্রায় শেষের পথে। যার ফলে আমরা সেখানে খুব একটা বেশি সময় কাটাতে পারিনি।

IMG_20220210_170440.jpg

আমরা অল্প সময়ে মাজারটি ঘুরে ফিরে দেখলাম। তারপর আমরা মাজার থেকে বাইরে এসে মাজারের আশেপাশে দোকান গুলি ঘুরে ফিরে দেখতে লাগলাম। এই দোকানগুলিতে আমরা বেশ কিছু মজার জিনিস দেখতে পেলাম। সবচাইতে যে জিনিষগুলি আমাদের পছন্দ তা হলো সেই রংবেরঙের মিষ্টি গুলি।

IMG_20220210_170354.jpg

আমরা সে দোকানগুলিতে ঘুরেফিরে কিছু মিষ্টি জাতীয় খাবার কিনলাম। সাথে আরও টুকিটাকি অন্য জিনিস কেনা হয়েছে। যদিও এগুলি শুধুই নিজেদের আগ্রহ মেটানোর জন্য কেনা। অন্য কোনো উদ্দেশ্যে নয়। এই দোকান গুলির মিষ্টিজাতীয় খাবার দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা বিভিন্ন মেলায় গেলে এই জাতীয় জিনিস দেখতে পেতাম।

IMG_20220210_171202.jpg

তখন এই জিনিসের প্রতি লোভ কাজ করতো। এখন আর সেই ধরনের আকর্ষণ কাজ করে না। তারপরও সেই পুরনো স্মৃতি মনে পড়ার জন্য কিছু মিষ্টি জাতীয় খাবার আমরা কিনলাম। তারপর আমরা ফিরতি পথ ধরলাম। কারণ এতক্ষণে পুরোপুরি সন্ধ্যা হয়ে গিয়েছে। দিনের আলো ফুরিয়ে রাত নেমে এসেছে। এখন ঘরে ফেরার সময়।

IMG_20220210_171150.jpg

IMG_20220210_171140.jpg

আজকের মতো এখানেই শেষ করছি।

পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে এই ভ্রমণের চতুর্থ পর্ব নিয়ে।

সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানলিংক

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট আমিও ভ্রমণ করেছি। সত্যিই দেখার মতো একটি জায়গা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় আপনিও খুব উপভোগ করছেন সিলেট ভ্রমণ। আপনার সিলেট ভ্রমনের চতুর্থ পর্বের জন্য অপেক্ষায় থাকলাম আর সেই সাথে আপনার সিলেট ভ্রমণ সফল হোক এই কামনা করি। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

 2 years ago 

সিলেট আসলেই সুন্দর একটা জায়গা। অনেকগুলো স্পট আছে ঘুরে দেখার মতো।

 2 years ago 

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই। অনেক জায়গায় রয়েছে যেটা ঘুরে ঘুরে দেখে শেষ করা যায় না। আমি 2009 সালে একবার গিয়েছিলাম, আর এখনও পর্যন্ত যাওয়া হয় নি। তবে ইনশাল্লাহ সামনে যাওয়া হবে আশা রাখি। অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা থাকবে সবসময়।

 2 years ago 

আমিও এর আগে একবার গিয়েছিলাম। তবে এখন নতুন বেশ কয়েকটা জায়গা আছে যেগুলো খুবই সুন্দর।

 2 years ago 

তাহলে তো যেতেই হবে নতুন জায়গায় গুলো আবার ভ্রমণ করার জন্য।

 2 years ago 

সিলেট সত্যিই এক অপার সৌন্দর্যের জায়গা।
আমি শাহজালালের মাজারে গিয়েছিলাম, সত্যিই দারুন জায়গা। মন কেমন যেন একটা পবিত্রতায় ভরে যায়।

 2 years ago 

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আসলেই অতুলনীয়। কিন্তু শাহজালালের মাজারের সার্বিক অবস্থা দেখে আমার কাছে খুব একটা ভালো লাগে নি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 66391.72
ETH 3189.14
USDT 1.00
SBD 2.60