কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সে ঘোরার অভিজ্ঞতা। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গতকাল বিকেলে আমি একটি কাজে বেইলি রোডের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে হঠাৎ করে আমার চোখ পরল কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স এর দিকে। এই কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। দীর্ঘদিন এই মার্কেটে যাওয়া হয়না।

IMG_20220202_005037.jpg

IMG_20220201_164845.jpg

এই শপিং কমপ্লেক্স আমাদের বাসা থেকে খুব কাছেই। মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথের দূরত্ব। একটা সময় যখন আমি ঢাকা থাকতাম তখন এখানে অনেক সময় কাটিয়েছি। তাই চিন্তা করলাম যেহেতু কাছাকাছি আছি তাই সেখান থেকে একটু ঘুরে আসি। আমি যখন ঢাকা কলেজে পড়তাম তখন শান্তিনগর থাকতাম। কর্ণফুলী গার্ডেন সিটি আমার বাসা থেকে খুবই কাছে ছিল।

IMG_20220201_164919.jpg

IMG_20220201_165240.jpg

তখন সদ্য এই শপিং কমপ্লেক্স তৈরী হয়েছে। এখন ঢাকা শহরে যেমন অত্যাধুনিক বিভিন্ন শপিং কমপ্লেক্স এর ছড়াছড়ি। তখন কিন্তু তেমনটা ছিল না। ওই সময়ে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স ছিল বাংলাদেশের অন্যতম আধুনিক একটি শপিং কমপ্লেক্স। এখানে প্রচুর লোকজন শপিং করার জন্য এবং শপিং কমপ্লেক্স ঘুরে দেখার জন্য আসতো।

IMG_20220201_165019.jpg

IMG_20220201_164938.jpg

IMG_20220201_165458.jpg

যদিও এটি আকারে খুব একটা বড় নয়। কিন্তু এর ভেতরটা চমৎকার করে সাজানো ছিল। আমার সবচাইতে পছন্দ ছিল শপিং কমপ্লেক্সের চারতলার ফুড কোর্ট। সেখানকার চকলেট পেস্ট্রি আমার খুবই পছন্দ ছিল। এই শপিং কমপ্লেক্সের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।

IMG_20220201_165317.jpg

IMG_20220201_165057.jpg

IMG_20220201_165141.jpg

আমি যখন ঢাকা ছিলাম তখন ঢাকায় প্রচুর লোডশেডিং হত। আমি আর আমার এক চাচতো ভাই যখনই কারেন্ট চলে যেত আমরা দুজন কর্ণফুলী গার্ডেন সিটিতে চলে যেতাম। কারণ এই মার্কেট ছিল পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত। বাইরে প্রচন্ড গরম থাকলেও মার্কেটের ভিতরে ছিল হিমশীতল। তাছাড়া চারতলার ফুড কোর্টে একটা জায়গা ছিল সেখান থেকে সামনের রাস্তার একটি সুন্দর ভিউ পাওয়া যেত।

IMG_20220201_165251.jpg

IMG_20220201_165028.jpg

IMG_20220201_165031.jpg

তবে আগাগোড়াই এই শপিং কমপ্লেক্সে জিনিসপত্রের দাম ছিল অনেক বেশি। কারণ এখানকার আকাশছোঁয়া দোকান ভাড়া। কিন্তু গতকাল আমি এখানে ঢুকে খুবই অবাক হই। পুরো শপিং কমপ্লেক্সে মাত্র অল্প কয়েকজন কাস্টমার দেখেছি। অথচ এক সময় এই শপিং কমপ্লেক্স জনবহুল ছিলো।

IMG_20220201_165102.jpg

IMG_20220201_165025.jpg

IMG_20220201_164952.jpg

এখন এর ভেতরটা দেখে বোঝা যাচ্ছে এখন আর এখানে তেমন লোকজন আসে না শপিং করার জন্য। ফুড কার্টে দেখলাম সেখানেও একই অবস্থা। লোকজন নেই বললেই চলে। অথচ এক সময় এখানে ফুডকোর্টের টেবিল গুলি প্রায় সবই ভরা থাকতো। শপিং কমপ্লেক্স এর বর্তমান অবস্থা দেখে আমার একটু খারাপ লাগলো। যেহেতু এই শপিং কমপ্লেক্সের সাথে আমার কিছু স্মৃতি জড়িয়ে আছে।

IMG_20220201_165416.jpg

IMG_20220201_165430.jpg

IMG_20220201_165405.jpg

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


IMG_20220201_165458.jpg

IMG_20220201_165421.jpg

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানলিংক

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

আসলে নতুন শপিং মল হলে পুরোনো বড় শপিং মলে মানুষ খুব কম যায়।আমাদের এখানেও সেইম অবস্থা।

 2 years ago 

সেটাই দেখছি। একসময় কি জমজমাট অবস্থা ছিল এই শপিং কমপ্লেক্সটির। আর এখন প্রায় জনমানবশূন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45